You are on page 1of 6

Child Education

Our Action Plan


Introduction
United Nations Convention on the Rights of the Child এর ২৯ নং এবং ৪২ নং ধারা অনুযায়ী প্রত্যেক শিশুকে তার এই অধিকার সম্পর্কে অবগত
করার পাশাপাশি তার এই অধিকার নিশ্চিত করতে হবে। জাতিসংঘের ১৭টি Sustainable Development Goals এর মধ্যে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা
অন্যতম। বলে রাখা ভালো, UNICEF Bangladesh এর তথ্য অনুযায়ী এদেশের প্রায় ৪.৬ লক্ষ শিশু শুধুমাত্র প্রাথমিক শিক্ষা লাভ করতে পারছে না এবং আরো
উচ্চ পর্যায়ের শিক্ষার ক্ষেত্রে সংখ্যাটা আরো অনেক বেশি। যদিও বাংলাদেশ সরকার কর্তৃ ক সংশোধিত সংবিধান এর ১৭ নং ধারা অনুযায়ী প্রত্যেক শিশুর প্রাথমিক
শিক্ষা নিশ্চিত করা সকলের কর্ত ব্য, তবুও অনেক শিশু এখনো শিক্ষার আলো থেকে বঞ্চিত। এর পেছনে অন্যতম কারণ হলো:

* দারিদ্র্যতা

* পর্যাপ্ত দক্ষ শিক্ষকের অভাব

* দুর্বল অবকাঠামো

* খাদ্য এবং পুষ্টি সংকট ইত্যাদি।

জেগে উঠো ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিয়ে কাজ করার উদ্দেশ্যে The World Bank এর কিছু তথ্যের ভিত্তিতে একটি পরিকল্পনা দার করেছে।
Our works
• কিছু নির্দি ষ্ট সুবিধাবঞ্চিত শিশুদের-স্কু লকে লক্ষ করে সেই স্কু লের শিক্ষার্থীদের সঠিক পদ্ধতিতে শিক্ষা নিশ্চিত করা
এবং স্কু লের অবকাঠামোগত উন্নয়নে অবদান রাখা ।

• প্রতি বছর নির্ধারিত স্কু লের শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী উপহার দেওয়ার পাশাপাশি সে সকল স্কু লের
শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় দক্ষতা ট্রেনিং এর ব্যবস্থা করা ।

• শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি শিক্ষার্থীদের একঘেয়েমি কাটাতে
কয়েক মাস পর পর সুস্বাদু ও পুষ্টিকর খাবারের সাথে বিশেষ ভোজন আয়োজন করা।
Our Accomplishment
•বিশেষ ভোজন এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য জেগে উঠো ফাউন্ডেশন সবসময় Leaders' School and
College, Chattogram (LSCC) এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ - সন্ধানী team কে পাশে পেয়েছে।
Procedure
জেগে উঠো ফাউন্ডেশন এর প্রত্যেক সদস্য প্রতি মাসে ফাউন্ডেশনের
ফান্ডে ১০০ টাকা জমা করে।‌ এর পাশাপাশি sponsor এবং donor
দের অবদানে কার্যক্রমগুলো পরিচালনা করা হয়।
Thank You

You might also like