You are on page 1of 19

আধু নিক শিক্ষাক্ষেত্রে কম্পিউটার হার্ড ওয়্যার

এর গুরুত্ব
টুম্পা দাস
ছাত্রী, তৃতীয় সেমেস্টার, এম. এড.
অন্নপূ র্ণ া মেমোরিয়াল কলেজ অফ এডুকেশন
রোল নং – ৩
আলোচ্য বিষয়বস্তু
 ভূমিকা
 হার্ড ওয়্যার কী?
 হার্ড ওয়্যার কয়টি অংশ ও কী কী?
 হার্ড ওয়্যার এর কার্যাবলী
 হার্ড ওয়্যার এর গুরুত্বসমূ হ
 উপসংহার
 গ্রন্থপঞ্জী
 বিশেষ কৃতজ্ঞতা
ভূমিকা
আধু নিক বিজ্ঞান ও প্রযু ক্তির এক বিস্ময়কর আবিষ্কার হল কম্পিউটার। প্রতিনিয়ত
এক অবিশ্বাস্য দ্রুত গতিতে বেড়ে চলেছে এর প্রয়োগের ক্ষেত্র ও প্রয়োজনীয়তা।
কম্পিউটারকে বাদ দিয়ে আধু নিক সভ্যতার কথা কল্পনাও করা যায় না। আমাদের
জীবনের প্রায় প্রতিটি অধ্যায়ের ন্যায় জাতীয় মেরুদন্ড শিক্ষাক্ষেত্রেও
কম্পিউটারের অবাধ বিচরণ। ছবি কিংবা ভিডিও সহযোগে শিক্ষাদান, তথ্য
সংরক্ষণ, দ্রুত যোগাযোগ, পরীক্ষার ফলাফল তৈরি ও মূ ল্যায়ণ, গবেষণা এখন
সমস্ত ক্ষেত্রেই কম্পিউটার সহায়কের ভূমিকা পালন করে থাকে।

এই কম্পিউটার একটি ল্যাটিন শব্দ। 'Compute' থেকে 'Computer' শব্দ টির


উৎপত্তি । একটি সম্পূর্ণ কম্পিউটার অনেকগুলি সফটওয়্যার ও হার্ড ওয়্যার এর
সমন্বিত রূপ।
হার্ড ওয়্যার কী?
কম্পিউটার কিংবা মোবাইল ব্যবহারকারীদের নিকট অত্যন্ত পরিচিতি দুটি শব্দ হল
সফটওয়্যার ও হার্ড ওয়্যার । হার্ড ওয়্যার বলতে বোঝায় কম্পিউটারের যে প্রধান অংশগুলো
আমরা দেখতে পাই, কিংবা স্পর্শের মাধ্যমে অনু ভব করতে পারি সেগুলো হলো হার্ড ওয়্যার।
উদাহরণ – মাউস, মনিটর, মাদারবোর্ড , হার্ড ডিস্ক, সি পি ইউ , ইউপিএস ইত্যাদি।
হার্ড ওয়্যার কয়টি অংশ ও কী কী?
হার্ড ওয়্যার

ইন্টারন্যাল
সিপিইউ, মাদার বোর্ড , র‍্যাম, ড্রাইভ,
মোডেম, গ্রাফিক্স কার্ড

এক্সটারন্যাল
কীবোর্ড , মাউস, প্রিন্টার, হার্ড ড্রাইভ, মনিটর, স্পিকার, হেডফোন
ইন্টারন্যাল হার্ড ওয়্যার
কম্পিউটারের অভ্যন্তরে যে হার্ড ওয়্যার এর
উপাদান থাকে তাঁকে ইন্টারন্যাল হার্ড ওয়্যার
বলে। এই হার্ড ওয়্যার গুলি দেখার জন্য
কম্পিউটার খু লতে হয়। ইন্টারন্যাল
হার্ড ওয়্যার এর উদাহরণ হল - সিপিইউ,
মাদার বোর্ড , র‍্যাম, ড্রাইভ, মোডেম, গ্রাফিক্স
কার্ড ইত্যাদি ।
এক্সটারন্যাল হার্ড ওয়্যার

কম্পিউটারের বাইরে ইন্সটল করা যে


হার্ড ওয়্যার ডিভাইস থাকে তাঁকে
এক্সটারন্যাল হার্ড ওয়্যার বলে। এই ধরনের
হার্ড ওয়্যার ডিভাইসকে সহজে দেখা যায়
এবং স্পর্শ করা যায়। উদাহরণ _ কীবোর্ড ,
মাউস, প্রিন্টার, হার্ড ড্রাইভ, মনিটর, স্পিকার,
হেডফোন ইত্যাদি
হার্ড ওয়্যার কয়টি অংশ ও কী কী?

প্রসেসিং ইনপুট
ডিভাইস ডিভাইস

হার্ড ওয়্যার
আউটপুট স্টোরেজ
ডিভাইস ডিভাইস
কমিউনিকেশ
ন ডিভাইস
ইনপুট ডিভাইস ও তার কার্যাবলী

ইনপু ট ডিভাইস হল এমন এক ধরণের হার্ড ওয়্যার


ডিভাইস যা কম্পিউটারের ডাটা বা ইনফরমেশন প্রদান
করে। ইনপু ট ডিভাইস কম্পিউটারের ও ব্যবহারকারীর
মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ করে তোলে। সবথেকে
জনপ্রিয় ইনপু ট ডিভাইস হল – কীবোর্ড , মাউস,
স্ক্যানার, ওয়েব ক্যাম, মাইক্রোফোন ,
জয়স্টিক ইত্যাদি ।
আউটপুট ডিভাইস
ও তার কার্যাবলী
আউটপু ট ডিভাইস হল এমন এক ধরনের হার্ড ওয়্যার
ডিভাইস যা কম্পিউটারের ইনপু ট ডিভাইস এর প্রদত্ত
নির্দে শাবলী যে যন্ত্রে দৃশ্যমান হয় তাকে আউটপু ট
ডিভাইস বলে অর্থাৎ এই ডিভাইসগুলি প্রায়
ব্যবহারকারীদেরকে তথ্য স্ক্রিন – এ প্রদর্শন করতে
ব্যবহার করা হয়। উদাহরণ হল - মনিটর, প্রজেক্টর,
প্রিন্টার, জিপিএস, ভিডিও কার্ড ইত্যাদি ।
প্রসেসিং ডিভাইস
ও তার কার্যাবলী
কম্পিউটারে কোন কিছু করার জন্য প্রথমে
ইনপু ট দিতে হবে তারপর আমরা সেটির
আউটপু ট পাব। ইনপু ট এবং আউটপু ট এর মধ্যে
প্রসেসিং ক্রিয়া কাজ করে ডিভাইসের মধ্যে
কাজ করে সেটি হচ্ছে প্রসেসিং ডিভাইস। এই
ডিভাইসগুলি কম্পিউটারের মধ্যে তথ্য
প্রক্রিয়াকরণের কাজ করে। প্রসেসিং ডিভাইস
এর উদাহরণ হল – সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ,
গ্রাফিক্স প্রসেসিং ইউনিট , ইত্যাদি
স্টোরেজ ডিভাইস
ও তার কার্যাবলী
স্টোরেজ ডিভাইস হচ্ছে কম্পিউটার হার্ড ওয়্যার
এর একটি গুরুত্বপূ র্ণ অংশ যেখানে ডেটা
স্থায়ীভাবে বা সাময়িকভাবে স্টোর করে রাখতে
পারি। স্টোরেজ ডিভাইস – এর উদাহরণ হচ্ছে –
হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, এসএসডি ,
এইচডিডি , ডিভিডি ইত্যাদি।
কমিউনিকেশন ডিভাইস

কম্পিউটার যে শুধু ডাটা প্রক্রিয়াকরণের মাধ্যমে


ফলাফল প্রদন করে তা নয়। এর পাশাপাশি বিশ্বের
বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটার অথবা অন্য
কোন ডিজিটাল ডিভাইস এর মধ্যে বিভিন্ন ধরণের
হার্ড ওয়্যার ব্যবহার করে ইনফরমেশন আদান
প্রদান করা হয় এই সকল হাব কে বলা হয়
কমিউনিকেশন ডিভাইস । উদাহরণ – মডেম,
হাব, সু ইচ, রিপিটার, ব্রিজ, রাউটার,
গেটওয়ে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
ইত্যাদি।
হার্ড ওয়্যার এর কার্যাবলী

 ইনপু ট ডিভাইসের মাধ্যমে তথ্য কম্পিউটারে প্রেরণ করা


অংশ হল হার্ড ওয়্যার এর কাজ।
 ইনপু ট ডিভাইসের ডেটা গুলি পর্দ ায় বা স্ক্রিনে দেখানো হচ্ছে
আউটপু ট হার্ড ওয়্যার ডিভাইসের কাজ।
 আউটপু ট ডিভাইসগুলি প্রায় ব্যবহারকারীদেরকে তথ্য স্ক্রিন
– এ প্রদর্শন করতে ব্যবহার করা হয়।
 স্টোরেজ ডিভাইসের মাধ্যমে ডাটা সেখানে আমরা স্টোর
করে রাখতে পারি।
হার্ড ওয়্যার – এর গুরুত্ব

সফটওয়্যার প্রকৃতপক্ষে কোন কাজ


করার নির্দে শ মাত্র। কিন্তু সেই কাজটিকে
বাস্তবায়িত করার জন্যও হার্ড ওয়্যার-এর
প্রয়োজনীয়তা রয়েছে। হার্ড ওয়্যার,
সফটওয়্যার –কে ধারণ করে এবং তার
দেওয়া নির্দে শ কে বাস্তবায়িত করে।
উপসংহার
কোনো কম্পিউটারে হার্ড ওয়্যার এর গুরুত্ব অপরিসীম । হার্ড ওয়্যার ছাড়া কোনো
কম্পিউটার সম্পূর্ণ হতে পারে না। ইনপু ট ও আউটপু ট ডিভাইস থেকে শুরু করে
অন্যান্য হার্ড ওয়্যার ছাড়া কম্পিউটার অচল। এই হার্ড ওয়্যার গুলির সহযোগে গড়ে
ওঠে একটি কম্পিউটার , আর এই কম্পিউটার শিক্ষা থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে
প্রশাসন সমস্ত ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে চলেছে।
গ্রন্থপঞ্জী
 Computer, Patna: Lucent's., 2017.

Dr. Singh Rashmi, Teaching & Research Aptitude, New Delhi: Disha Publication, 2020.

 Madaan, K.V.S., Teaching and Reserch Aptitude, 6e, Uttar Pradesh: Pearson, 2022.
বিশেষ কৃতজ্ঞতা
অধ্যাপক রাজদীপ চ্যাটার্জী, এম. এড. বিভাগ, অন্নপূ র্ণা মেমোরিয়াল কলেজ অফ
এডুকেশন।
 অন্নপূ র্ণা মেমোরিয়াল কলেজ অফ এডু কেশন- এর এম. এড. বিভাগের সকল
অধ্যাপক- অধ্যাপিকা বৃ ন্দ।
 এম. এড. বিভাগের আমার সকল দাদা – দিদি এবং সহপাঠী – দের।
ধন্যবাদ

You might also like