You are on page 1of 4

সরকারী কর্মচারীদের পোষাক-পরিচছদে শিষ্টাচার

পোষাকের ব্যাপারে সরকারী নির্দেশাবলী যথাযথভাবে


অনুসরণ করা

অফিসে রং-বেরঙের পোষাক পরিধান না করা

আনুষ্ঠানিক ও নৈমিত্তিক পোষাক সম্পর্কে ধারণা থাকা

অফিস-আদালতে নিম্নোক্ত পোষাক পরিধান বাঞ্চনীয়……

পায়জামা আচকান/শেরওয়ানী,মোজাসহ মোকাসিন  বা  ইংলিশ


জুতা, টাইসহ স্যুট, মোজাসহ মোকাসিন/ইংলিশ জুতা

মহিলাদের শাড়ী/সালোয়ার-কামিজ মার্জিত রুচি ও ব্যক্তিত্ব


বহনকারী হতে হবে

আমন্ত্রণপত্রে  উল্লেখিত নির্দেশ অনুযায়ী পোষাক পরিধান করা।


নৈমিত্তিক সরকারী কাজে নিম্নবর্নিত পোষাক পরিধান করতে হবে
সাফারী স্যুট (অর্ধ বা পুরা হাতা) অথবা টাউজার ও বুশ শার্ট
(অর্ধ বা পুরা হাতা) অথবা টাউজার ও  ট্রাউজারের ভিতরে
গুটানো শার্ট (অর্ধ বা পুরা হাতা) অধবা কম্বিনেশন স্যুট অথবা
শেরওয়ানীর সাথে পায়জামা/ট্রাউজার। কেবল মাত্র ধর্মীয় অনুষ্টানে
ও ক্রীড়া সংক্রান্ত অনুষ্ঠানে পোষাক সংক্রান্ত বিধিমালা
শিথিলযোগ্য

পায়জামা-পান্জাবী (কেবলমাত্র তৃতীয় ও চতুর্থ শ্রেণীর জন্য ঐচিছক,


তারা ইচ্ছে করিলে জুতার পরিবর্তে স্যান্ডেল পরিধান করতে
পারবেন

কর্মচারীদের বেলায় তাদের নির্ধারিত ইউনিফরম (যেমন- বাংলাদেশ


বিমানের ইউনিফরম)

যে সকল কর্মচারীদেরকে পোষাক ও ইউনিফরম বা লিভারিজ প্রদান


করা হয় তাদেরকে অবশ্যই সেসব পোশাক পরিধান করে আসা ;
পোষাক সম্পর্কে যা বর্জ নীয়ঃ

চপ্পল, স্যান্ডেল বা মোজা ছাড়া জুতা;

ফুলহাতার আস্তিন গুটানো; অপরিছন্ন কাপড়

পায়জামা-পান্জাবী  না পরা , পায়জামা-পান্জাবী পরলে আচকান


পরতে হবে

খেয়াল মাফিক অলংকারযুক্ত,নকশা করা চকচকে ও খেলার পোষাক


পরিধান করে অফিসে আসা সকল    কর্মকর্তা/কর্মচারী জন্য নিষিদ্ধ।

গেঞ্জি বা টি-শার্ট বা ট্র্যাক-স্যুট পড়ে অফিস করা খেলাধূলার


অনুষ্ঠান ছাড়া এগুলি সর্বাবস্থায় বর্জনীয়।
সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের সকল পুরুষ কর্মকর্তা
মার্চ-নভেম্বর সময়ে আনুষ্ঠানিক বাধ্যবাধকতা না থাকলে স্যুট-টাই
পরিধান না করে অফিসে প্যান্ট-শার্ট (অর্ধ/পুরা হাতা) পরিধান
করবেন।

---- মন্ত্রিপরিষদ বিভাগ

You might also like