You are on page 1of 9

যন্তর মন্তর

সত্যজিৎ রায় সৃষ্ট গুপী গাইন


বাঘা বাইন গল্পের যন্ত্রর মন্তর।
যেখানে প্রজাদের মগজ ধোলাই
করা হতো।
যন্তর মন্তর
ভারতবর্ষের ঐতিহাসিক স্থাপত্য যন্তর
মন্তর। যাহা ১৭০০ খ্রিস্টাব্দে রাজা
জয়সিংহ-২ ভারতবর্ষের পাঁচটি স্থানে
নির্মাণ করেন। এই স্থাপত্য গুলি আসলে
মহাকাশ পর্যবেক্ষণ এবং মহাকাশ
গবেষণার যন্ত্র বিশেষ
মহারাজা দ্বিতীয়
জয়সিংহ
১৭২৭ সালে জয়পুরে যন্তর মন্তর নিৰ্মাণ করেন।
তিনি ২০টি স্থায়ী যন্ত্ৰ স্থাপন করেছিলেন। সে
সময়ে দূরবিন সহ অন্যান্য যে আধুনিক যন্ত্র
ইউরোপে প্রবর্তি ত হতে শুরু করেছিল,
সেগুলোর সাহায্য ছাড়াই নির্মিত এই
মানমন্দিরটি গ্রহ-নক্ষত্র সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ ও
ভারতবর্ষে মহাকাশ চর্চা

মহর্ষি লাগধ
মহর্ষি লাগধ ছিলেন প্রাচীনতম হিন্দু গণিতবিদ এবং জ্যোতির্বিদদের একজন।
জ্যোতির্বিদ্যায় তার অবদান এখনও প্রাসঙ্গিক। তিনি বেদাঙ্গ জ্যোতিষের সংগ্রাহক
ছিলেন। বেদাঙ্গ জ্যোতিষের দুটি অংশ রয়েছে: রিক এবং যজুর রিসেনশন।
পূর্ববর্তী অংশে সংস্কৃ তে 36টি শ্লোক রয়েছে। তারা গ্রহন, একটি চন্দ্র ক্যালেন্ডার
এবং সময় গণনার একক নিয়ে কাজ করে। বেদাঙ্গ জ্যোতিষ সূর্য এবং চন্দ্রগ্রহণের
গণনা নিয়ে কাজ করে। তিনি উপবৃত্তের গণনার জন্য মৌখিক পদ্ধতি এবং
প্রাথমিক পাটিগণিতের জন্যও বিকাশ করেছিলেন।
ভারতবর্ষে মহাকাশ চর্চা

আর্যভট্ট
আর্যভট্ট ছিলেন ভারতীয় গণিত এবং জ্যোতির্বিদ্যার ধ্রুপদী যুগের একজন ভারতীয়
গণিতবিদ, পদার্থবিদ এবং জ্যোতির্বিদ। তাঁর বিশুদ্ধ গণিত আলোচনা করে, বর্গ এবং
ঘনমূলের নির্ণয় , দ্বিঘাত সমীকরণ, রৈখিক এবং অনির্ধারিত সমীকরণ। তিনি পাই (π) এর
মান চতু র্থ দশমিক সংখ্যা পর্যন্ত নির্ণয় করেন। তিনি গোলাকার জ্যামিতিতে সমতল
ত্রিকোণমিতি প্রয়োগ করেন এবং সৌর, চন্দ্রগ্রহণের হিসাব দেন। তিনি আবিষ্কার
করেছিলেন যে নক্ষত্রের আপাত পশ্চিমমুখী গতি গোলাকার পৃথিবীর তার নিজের অক্ষের
আবর্ত নের কারণে । আর্যভট্ট আরও উল্লেখ করেছেন যে চাঁদ এবং অন্যান্য গ্রহের
উজ্জ্বলতা প্রতিফলিত সূর্যালোকের কারণে। ভারতের প্রথম কৃ ত্রিম উপগ্রহের নাম তার
নামে "আর্যভট্ট" রাখা হয়।
ভারতবর্ষে মহাকাশ চর্চা
নীলকণ্ঠ সোমায়াজি
তিনি 1350 সালের দিকে কেরালায় জন্মগ্রহণ করেন। যিনি অসীম সিরিজ, ক্যালকু লাস,
ত্রিকোণমিতি, জ্যামিতি এবং বীজগণিত বিষয়ে অগ্রণী গবেষণা করেছিলেন। তিনিই প্রথম
ত্রিকোণমিতিক ফাংশনের জন্য অসীম সিরিজের অনুমান ব্যবহার করেন, যাকে প্রায়শই
প্রাচীন গণিতের সসীম ধাপ থেকে একটি অসীম সীমার দিকে অগ্রসর হওয়ার একটি
গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচনা করা হয়। ত্রিকোণমিতির জন্য সিরিজ সম্প্রসারণ
সম্পর্কি ত তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল তন্ত্রসংগ্রহ নামে একটি বইয়ে লিপিবদ্ধ করা
হয়েছিল। বিশেষ করে sinθ এবং tanθ সহ বেশ কয়েকটি অসীম সিরিজের সম্প্রসারণের
জন্য, যা ইউরোপের ক্যালকু লাস আবিষ্কারের দুই শতাব্দী আগে।
ভারতবর্ষে মহাকাশ চর্চা

সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর
(19 অক্টোবর 1910 - 21 আগস্ট 1995) ছিলেন একজন তাত্ত্বিক পদার্থবিদ ও
জ্যোতির্বিজ্ঞানী। তিনি নক্ষত্রের গঠন ও বিবর্ত নের গুরুত্বের ভৌত প্রক্রিয়ার তাত্ত্বিক
অধ্যয়ন- এর জন্য 1983 সালে নোবেল পুরস্কার পান। নাক্ষত্রিক বিবর্ত নের ফলে বিশাল
নক্ষত্র এবং কৃ ষ্ণগহ্বরের পরবর্তী বিবর্ত ন পর্যায়ের বর্ত মান তাত্ত্বিক মডেলগুলির
অনেকগুলি পাওয়া যায়। চন্দ্রশেখর সীমা এবং চন্দ্র এক্স-রে অবজারভেটরি সহ অনেক
ধারণা, প্রতিষ্ঠান এবং উদ্ভাবন তার নামে নামকরণ করা হয়েছে। তার জীবদ্দশায়
পদার্থবিজ্ঞানের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করেছেন, তারা নাক্ষত্রিক গঠন, শ্বেত বামন,
কোয়ান্টাম তত্ত্ব ক্ষেত্রে অবদান রেখেছিলেন।
প্রবেশ
প্রস্থান

You might also like