You are on page 1of 5

তর্ক রত œ। 

Zakir's BCS specials


কাফেলা নাটকের রচিয়তার নাম কি? উঃ ইব্রাহিম খাঁ। 
18 hrs · 
কামাল পাশা ও আনোয়ার পাশা গ্রন্থ দুটির রচয়িতার নাম
৩৫তম বিসিএস স্পেশাল কি? উঃ ইব্রাহিম খাঁ। 
------------------------------ কবর নাটকটির রচিয়তা কে? উঃ মুনীর চৌধুরী। 
চোখ বন্ধ করে মুখস্ত করুন এখান থেকে অবশ্যই প্রশ্ন
কবর নাটকের পটভু মি কি ? উঃ ৫২-এর ভাষা
আসবে আশা করছি।
আন্দোলন। 
--------------------------------------------------
কবর নাটকটি প্রথম কোথায় মঞ্চায়িত হয়? উঃ ঢাকা
আলোচিত স্রষ্টা 
কেন্দ্রীয় কারাগারে। 
-----------------------
ইসমাইল হোসেন সিরাজী যে কাব্যগ্রন্থের জন্য কারাবরণ কবর কাবিতাটির রচয়িতা কে? উঃ জসীমউদ্দিন। 
করেন তার নাম কি? উঃ অনল প্রবাহ। কবর কাবিতাটি যে কাব্যগ্রন্থের অর্ন্তগত? উঃ রাখালী। 
উমর ফারুক কবিতা কাজী নজরুল ইসলামের কোন কৃ ষ্ণপক্ষ গ্রন্থটির রচিয়তা কে? উঃ আব্দুল গাফ্ফার
কাব্যগ্রন্থের অর্ন্তভূ ক্ত? উঃ জিঞ্জির।  চৌধুরী। 
উদাসিন পথিকের মনের কথা উপন্যাসের রচয়িতা কে? কাদোঁ নদী কাঁদো উপন্যাসের রচিয়তা কে? উঃ সৈয়দা
উঃ মীর মর্শারফ হোসেন।  ওয়ালী উল্লাহ। 
উত্তম-পুরুষ উপন্যাসের রচয়িতা কে? উঃ রশীদ করিম।  খেয়া রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা? উঃ কাব্য
এ গ্রামার অব দি বেংলী ল্যাঙ্গুয়েজ এর রচিয়তা কে? উঃ রচনা। 
ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড।  খেলা রাম খেলে যারে কার রচনা? উঃ সৈয়দ শামসুল
একেই কি বলে সভ্যতা প্রহসণটি কার রচনা? উঃ মাইকেল হক। 
মধুসদ ু ন দত্ত।  গ্রানাডার শেষ বীর গ্রন্থটির রচয়িতা কে? উঃ এস.
এসো বিজ্ঞানের রাজ্যে গ্রন্থটির রচিয়তা কে? উঃ আব্দুল্লাহ ওয়াজেদ আলী। 
আল মুতী সরফু দ্দিন।  -----------------------------------------------
ওরা কদম আলী নাটকের রচিয়তা কে? উঃ মামুনুর আলোচিত চরিত্র ও স্রষ্টা 
রশিদ।  --------------------------------
ওজারতির দুই বছর গ্রন্থটির রচিয়তার নাম কি? উঃ বাংলা সাহিত্যে সৃষ্ট প্রথম চরিত্র কোনটি? উঃ নিরঞ্জন
আতাউর রহমান খান।  (শূন্য পূরণ)। 
প্রধানমন্ত্রীত্বের নয় মাস গ্রন্থটির রচিয়তার নাম কি? উঃ অমল চরিত্রের স্রষ্টা নাট্যকার কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
আতাউর রহমান খান।  (ডাকঘর)। 
স্বৈরাচারের দশ বছর গ্রন্থটির রচিয়তার নাম কি? উঃ ঠকচাচা নামক চরিত্রের স্রষ্টা কে? উঃ প্যারীচাঁদ মিত্র
আতাউর রহমান খান।  (আলালের ঘরের দুলাল)। 
কড়ি দিয়ে কিনলাম উপন্যাসটি রচনা করেন কে? উঃ রোহিনী চরিত্রটি কোন উপন্যাসের? উঃ কৃ ষ্ণকান্তের
বিমল মিত্র।  উইল। 
কড়ি ও কোমল গ্রন্থের রচিয়তা কে? উঃ রবীন্দ্রনাথ চাঁদ সওদাগর বাংলা কোন কাব্য ধারার চরিত্র? উঃ
ঠাকুর।  মনসামঙ্গল। 
কমলাকান্তের দপ্তর গ্রন্থের রচিয়তা কে? উঃ বঙ্কিমচন্দ্র রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা কে? উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
চট্রোপাধ্যায়। 
(শ্রীকান্ত)। 
কমলাকান্তের দপ্তর কোন ধরনের রচনা? উঃ র্তীয়ক
অমিত ও লাবন্য চরিত্রের স্রষ্টা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যঙ্গাত্মক। 
(শেষের কবিতা)। 
কৃ ষ্ণকান্তের উইল উপন্যাসের রচিয়তা কে? উঃ বঙ্কিমচন্দ্র
চট্রোপাধ্যায়।  ললিতা চরিত্রের স্রষ্টা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (গোরা)। 
ক্রীতদাসের হাসি উপন্যাসের রচিয়তা কে? উঃ শওকত ললিতা ও শেখর চরিত্রের স্রষ্টা কে? উঃ শরৎচন্দ্র
ওসমান।  চট্টোপাধ্যায় (পরিনীতা)। 
কুলীনকুল সর্বস্ব নাটকের রচিয়তা কে? উঃ রামনারায়ন রতন ও দাদাবাবু চরিত্রের স্রষ্টা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
(পোষ্ট মাস্টার)। 
Zakir's BCS specials
হেমাঙ্গিনী ও কাদম্বিনী চরিত্রের স্রষ্টা কে? উঃ শরৎচন্দ্র
16 hrs · 
চট্টোপাধ্যায় (মেজদিদি)। 
এখান ২বার প্রশ্ন এসেছে প্রিলিতে
কুবের চরিত্রের স্রষ্টা কে? উঃ মানিক বন্দ্যোপাধ্যায়
(পদ্মানদীর মাঝি)।  মনে রাখুন কাজে দিবে
মহিম, সুরেশ ও অচলা চরিত্রের স্রষ্টা কে? উঃ শরৎচন্দ্র বিশ্ব ক্রীড়া সংস্থা:
চট্টোপাধ্যায় (গৃহদাহ)।  ----------------------------
দীপাঙ্কর (দীপু), সতী, লক্ষ্মী চরিত্রের স্রষ্টা কে? উঃ বিমল সংস্থা/সংগঠন : ফিফা
মিত্র (কড়ি দিয়ে কিনলাম)।  প্রতিষ্ঠাকাল : ২১ মে ১৯০৪
দীপাবলী চরিত্রের স্রষ্টা কে? উঃ সমরেশ মজুমদার সদর দপ্তর : জুরিখ, সুইজারল্যান্ড
বর্ত মান সদস্য সংখ্যা : ২০৯‘
(দীপাবলী)। 
বাংলাদেশ সদস্য পদ লাভ:১৯৭৬
রমা ও রমেশ চরিত্রের স্রষ্টা কে? উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(পল্লী সমাজ)।  সংস্থা /সংগঠন : আন্তর্জ াতিক ক্রিকেট কাউন্সিল
ষোড়শী ও নির্মল চরিত্রের স্রষ্টা কে? উঃ শরৎচন্দ্র প্রতিষ্ঠাকাল : ১৫ জুন ১৯০৯
সদর দপ্তর : দুবাই, সংযুক্ত আরব আমিরাত
চট্টোপাধ্যায় (দেনা-পাওনা)। 
বর্ত মান সদস্য সংখ্যা : ১০৫
সতীশ ও সাবেত্রী চরিত্রের স্রষ্টা কে? উঃ শরৎচন্দ্র
বাংলাদেশের সদস্য পদ
চট্টোপাধ্যায় (চরিত্রহীন)।  টেস্ট স্ট্যাটাস: ২০জুন , ২০০০
নবকুমার কপালকুন্ডলা চরিত্রের স্রষ্টা কে? উঃ বঙ্কিমচন্দ্র ওয়ানডে স্টাটাস : ১৯৯৭
চট্টোপাধ্যায় (কপালকু-লা)। 
নবীন মাধব চরিত্রের স্রষ্টা কে? উঃ দীনবন্ধু মিত্র (নীল সংস্থা /সংগঠন : আন্তর্জ াতিক অলিম্পিক কমিটি
দর্পণ)।  প্রতিষ্ঠাকাল : ২৩ জুন ১৮৯৪
ঘটিরাম ডেপুটি ও নিমচাঁদ চরিত্রের স্রষ্টা কে? উঃ দীনবন্ধু সদর দপ্তর : লুজান, সুইজারল্যান্ড
মিত্র (সধবার একাদশী)।  বর্ত মান সদস্য সংখ্যা : ২০৫
নন্দলাল চরিত্রের স্রষ্টা কে? উঃ অমৃতলাল বসু (বিবাহ- বাংলাদেশের সদস্য পদ:
বিভ্রাট)।  ১৯৮০ সালে
দেবযানী চরিত্রের স্রষ্টা কে? উঃ অমৃতলাল বসু (বিদায়- অংশগ্রহণ : ১৯৮৪ সালে্ লস এঞ্জেলস
অভিশাপ)। 
নন্দিনী চরিত্রের স্রষ্টা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর Zakir's BCS specials
4 hrs · 
(রক্তকরবী)। 
রাইচরণ চরিত্রের স্রষ্টা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর ৩৫তম বিসিএস স্পেশাল । এখান থেকে কমন হবে আশা
(খোকাবাবুর প্রত্যাবর্ত ন)।  করছি।
মৃন্ময়ী ও অপূর্ব চরিত্রের স্রষ্টা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর -------------------------------------------------------------
--------------
(সমাপ্তি)। 
পৃথিবীর সপ্তাশ্চর্য (স্থাপত্য)
সুরবালা চরিত্রের স্রষ্টা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
#নতু ন_সপ্তাশ্চর্য :-
(একরাত্রী)। 
দুখিরাম ও চন্দরা চরিত্রের স্রষ্টা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর ২০০৭ সালে ‘‘New 7 Wonders Foundation''-এর
আয়োজনে মানুষের ইন্টারনেটের ভোটের দ্বারা এই
(শাস্তি)। 
স্থাপত্যগুলো নির্বাচিত করা হয়; স্থাপত্যগুলো হল-
পার্বতী ও চন্দ্রমূখী চরিত্রের স্রষ্টা কে? উঃ শরৎচন্দ্র
• চিচেন ইতজা, মেক্সিকো
চট্টোপাধ্যায় (দেবদাস)।
• খ্রিস্ট দ্যা রিডিমার, ব্রাজিল
• মহাপ্রাচীর, চীন ‘মোদের গরব, মোদের আশা, আ’-মরি বাংলা ভাষা’’
• মাচু পিচ্চু , পেরু কবিতাংশটির রচয়িতা কে? অতু লপ্রসাদ সেন
• পেত্রা নগরী, জর্ড ান ‘তু মি অধম, তাই বলে আমি উত্তম না হব কেন?’ এই
• কলিসিয়াম, ইতালি প্রবাদটির রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
• তাজমহল,ভারত কোথায় স্বর্গ? কোথায় নরক?/ কে বলে তা
#প্রাচীন_সপ্তাশ্চর্য :- বহুদূর?/মানুষেরই মাঝে স্বর্গ-নরক, / মানুষেতে সুরাসুর।
পংক্তিটির রচয়িতা কে? শেখ ফজলল করিম
এই স্থাপত্যগুলো হচ্ছে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রম্নয়ারি’—
বর্ণনাকৃ ত, প্রাচীন বিশ্বের এই স্থাপত্যগুলোর মধ্যে কেবল গানটির সুরকার কে? আলতাফ মাহমুদ
মিশরের গিজার পিরামিড বিদ্যমান, বাকি সবগুলো বিভিন্ন
প্রাকৃ তিক ও মানবসৃষ্ট কারণে ধ্বংসপ্রাপ্ত ; স্থাপত্যগুলো হল- ‘পথিক? তু মি পথ হারাইয়াছ?’—উদ্ধৃতাংশের ‘পথিক’
• গিজার পিরামিড, মিশর কে? নবকুমার
• ব্যবিলনের ঝু লন্ত উদ্যান, ইরাক স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’ - চরণটি কার
• অলিম্পিয়ার যিউসের মূর্তি , গ্রিস রচনারঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
• আরতেমিস মন্দির, তু রস্ক কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই।-এ বাক্য
• হেলিকারনাসাসের স্মৃতিমন্দির, তু রস্ক যে গল্পে রয়েছে তার নাম : জীবিত ও মৃত
• রডিসের বিশাল মূর্তি , গ্রিস ফু ল ফু টু ক বা নাই ফু টু ক আজ বসমত্ম-এই স্মরণীয় চরণটি
• আলেকজান্দ্রিয়ার বাতিঘর, মিশর লিখেছেন সুভাষ মুখোপাধ্যায়

কিছু গুরুত্বপূর্ণ গান ও উক্তি  খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ধরতে
---------------------------------------- পারলে মন-বেড়ী দিতাম তাহার পায়’ কার রচনা? লালন
‘সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত।’ এই উক্তিটি কার? প্রমথ শাহ
চৌধুরী ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়।’ গানটির
‘আপনা মাংসে হরিণা বৈরী’ লাইনটি কোথা থেকে এসেছে- রচয়িতা ও সুরকার হলেন শিল্পী আব্দুল লতিফ
চর্যাপদ ‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই’ কার লেখা
‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ এ লাইন? রবীন্দ্রনাথ ঠাকুর
গানের কত লাইন আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত
হয়েছে? ১০ লাইন বিসিএস পরীক্ষার প্রস্তুতি
‘পাখি সব করে রব রাতি পোহাইল’ পঙ্ক্তির রচয়িতা কে?
মদনমোহন তর্ক ালঙ্কার

13 hrs ·  Extra::::::::
টেকনিকে শিখুন General knowledge
মনে রাখার সহজ টেকনিক ::::::::
* ILO=> জেনেভা।
#টেকনিক:- জাতিসংঘের যে সকল সংস্থার প্রথমে W ও
* FAO=> রোম।
শেষে O আছে, 
* IMCO=> লন্ডন।
ওই গুলোর সদর দপ্তর 'জেনেভা'।
* IMO=> লন্ডন।
যেমন:::::--- * ICAO=> মন্ট্রিল।
* UNESCO=> প্যারিস।
* WTO => জেনেভা ।
* NATO=> ব্রাসেলস।
* WHO => জেনেভা ।
* UNIDO=> ভিয়েনা।
* WMO => জেনেভা ।
** অর্থ ও টাকা সংক্রান্ত সকল
* WIPO => জেনেভা ।
সংস্থার সদর দপ্তর 'ওয়াশিংটন ডিসি'।
** খাদ্য ও কৃ ষি সংস্থার সদর দপ্তর * আল জাজিরা কবে ইংরেজি ভাষায় সম্প্রচার শুরু করে?-
'রোম'। (WFP, FAO) ১৫ নভেম্বর, ২০০৬।
* রয়টার্স কোন দেশ ভিত্তিক সংবাদ সংস্থা?- ব্রিটেন।
বিসিএস পরীক্ষার প্রস্তুতি * রয়টার্সের প্রতিষ্ঠা কবে?- ১৮৫১ সালে।
13 hrs · 
* রয়টার্সের সদর দপ্তর কোথায়?- লন্ডন, ব্রিটেন।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য Important::::::: * BBC এর পূর্ণরূপ- British Broadcasting
* AFP এর সদর দপ্তর কোথায়?- প্যারিস, ফ্রান্স। Corporation.
* AFP এর পূর্ণরূপ কি?- Agence France Presse * BBC এর প্রতিষ্ঠা কবে?- ১৯২২ সালে।
* BBC কবে বাংলা ভাষায় অনুষ্ঠান সম্প্রচার শুরু করে?-
(Agency France Press)।
১১
* AP (এপি) কোন দেশ ভিত্তিক সংবাদ সংস্থা?- যুক্তরাষ্ট্র।
অক্টোবর ১৯৪১।
* AP এর পূর্ণরূপ কি?- Associated Press।
* CNN কোন দেশ ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল?-
* AP এর প্রতিষ্ঠা কবে?- ১৮৪৬।
যুক্তরাষ্ট্র।
* AP এর সদর দফতর কোথায়?- নিউইয়র্ক , যুক্তরাষ্ট্র।
* CNN এর পূর্ণরূপ কি?- Cable News Network.
* আল জাজিরা যাত্রা শুরু করে কবে?- ১ নভেম্বর, * CNN এর কার্যক্রম শুরু হয় কবে?- ১ জুন ১৯৮০।
১৯৯৬। * CNN এর সদর দফতর কোথায় অবস্থিত?- আটলান্টা,
জর্জি য়া(যুক্তরাষ্ট্র)।
আ=আলজেরিয়া
বিসিএস পরীক্ষার প্রস্তুতি জ=জর্ড ান
13 hrs ·  তি=তিউনিশিয়া
যে সব রাষ্ট্রের আইন সভার নাম কংগ্রেস--- সেগুলা মনে সা=সার্বিয়া
রাখার টেকনিক। লি=লিবিয়া
টেকনিকে শিখুন General knowledge বাহ=বাহরাইন
#টেকনিক:- কলি B B A পড়তে নেপাল থেকে চীনে ক=কুয়েত
চলিয়া গেল। ই=ইরাক
ক=কলাম্বিয়া ডিনার=দিনার।
লি=লিবিয়া
B=ব্রাজিল BCS Question Collection
18 hrs · 
B=বলিভিয়া
A=আমেরিকা ••√√ইতিহাস :::::
নেপাল=নেপাল =বাংলাদেশের প্রথম
চীনে=চীন অস্হায়ী রাজধানীর নাম কি?
চলিয়া=চিলি উ:মুজিবনগর
=মুজিনগর সরকারের
বিসিএস পরীক্ষার প্রস্তুতি shared a profile. অর্থমন্ত্রী ছিলেন?
13 hrs ·  উ:ক্যাপ্টেন মনসুর আলী
যেসব দেশের মূদ্রার নাম দিনার---- =মুক্তিযুদ্ধের প্রধান
#টেকনিক:- আজ তিসা ও লিবা কই ডিনার করবে? সেনাপতি কে ছিলেন?
উ:এমএজি ওসমানী
=বাংলাদেশের প্রথম ১৫, DFI? উ, Direct Foreign Investment
রাষ্ট্রপতি কে ছিলেন? ১৬, প্রস্তাবিত পদ্মা সেতু র দৈর্ঘ্য কত?
উ:শেখ মুজিবুর রহমান উ,
=মুজিব নগর কোথায় অবস্হিত? ৬.১৫ কিমি
উ:মেহেরপুর ১৭, বীরপ্রতীক -W A S Ouderland- কোন
দেশে জন্মগ্রহণ করেছিলেন? উ, হল্যান্ড
Daily Science ১৮, ময়মনসিংহ এর গারো পাহাড়ের
19 hrs ·  অধিবাসী গারো জাতিগোষ্থির
বিসিএস প্রিপারেশন .................. প্রকৃ ত
সাধারণ জ্ঞান (জাতীয়)..................... নাম? উ, মান্দি
১, শালবন বিহার অবস্থিত ? উ, কুমিল্লার ১৯, গেরিলা চলচ্চিত্র এর পরিচালক
ময়নামতি পাহাড়ের পাশে কে?
২, সাবাস বাংলাদেশ উ, নাসিরউদ্দীন ইউসুফ
ভাস্কর্যটি অবস্থিত? উ, ২০, কোন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রণালী এশিয়া মহাদেশকে ইউরোপ
৩, এশিয়া কাপ ক্রিকেট, ২০১২ অনুষ্ঠিত থেকে পৃথক করেছে? উ, বসফরাস
হয় ? উ, শেরে বাংলা জাতীয়
স্টেডিয়াম
৪, বাংলাদেশের জাতীয় দিবস? উ,
২৬শে মার্চ
৫, বাংলাদেশের প্রথম প্রধান
সেনাপতি? উ, জেনারেল আতাউল
গণি ওসমানী
৬, বাংলাদেশের রাজধানী? উ,
ঢাকা
৭, শিল্পী জয়নুল আবেদীনের
সংগ্রহশালা কোথায়? উ, ময়মনসিংহ
৮, সম্প্রতি কোলকাতা ফিল্ম
ফেস্টিভ্যালে পুরস্কারপ্রাপ্ত
বাংলাদেশী ছবি? উ, গেরিলা
৯, বাংলাদেশের আপিল
বিভাগে মোট বিচারক? উ, ১১ জন
১০, বাংলাদেশের জাতীয় পতাকার
মূল
রূপকার কে? উ, কামরুল হাসান
১১, ঘোড়াশাল সার কারখানার
উৎপাদিত সারের নাম কি? উ, ইউরিয়া
১২, VGF বলতে বুঝায় ? উ, Vulnerable Group
Feeding
১৩, বরিশাল এর প্রাচীন নাম কি? উ,
চন্দ্রদীপ
১৪, ADP কত বছর মেয়াদি? উ, ১

You might also like

  • PSC 22
    PSC 22
    Document21 pages
    PSC 22
    anwar sadat
    No ratings yet
  • PSC 19
    PSC 19
    Document6 pages
    PSC 19
    anwar sadat
    No ratings yet
  • PSC 17
    PSC 17
    Document7 pages
    PSC 17
    anwar sadat
    No ratings yet
  • PSC 11
    PSC 11
    Document14 pages
    PSC 11
    anwar sadat
    No ratings yet
  • PSC 16
    PSC 16
    Document15 pages
    PSC 16
    anwar sadat
    No ratings yet
  • PSC 8
    PSC 8
    Document10 pages
    PSC 8
    anwar sadat
    No ratings yet
  • PSC 10
    PSC 10
    Document10 pages
    PSC 10
    anwar sadat
    No ratings yet
  • PSC 9
    PSC 9
    Document5 pages
    PSC 9
    anwar sadat
    No ratings yet
  • PSC 7
    PSC 7
    Document9 pages
    PSC 7
    anwar sadat
    No ratings yet
  • PSC 5
    PSC 5
    Document28 pages
    PSC 5
    anwar sadat
    No ratings yet
  • PSC 6
    PSC 6
    Document7 pages
    PSC 6
    anwar sadat
    No ratings yet
  • PSC 2
    PSC 2
    Document31 pages
    PSC 2
    anwar sadat
    No ratings yet
  • PSC 1
    PSC 1
    Document30 pages
    PSC 1
    anwar sadat
    No ratings yet
  • PSC 3
    PSC 3
    Document13 pages
    PSC 3
    anwar sadat
    No ratings yet