You are on page 1of 21

February 28 at 8:59pm · Edited ·  সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির

সর্বশেষ Update কিছু তথ্য...... মামলা হয়


১। দেশের ৮ম বিভাগ হতে যাচ্ছে = = স্থায়ী সালিশি আদালত
ময়মনসিংহ বিভাগ।।।
(নেদারল্যান্ডস)।।।
২। দেশের ৬৫তম জেলা হবে = ভৈরব।।।
১৬। বাংলাদেশ-ভারতের সমুদ্র
৩। দেশের ৩য় সমুদ্র বন্দর = পায়রা সমুদ্র
সীমা নির্ধারণী মামলার রায় হয় =৭
বন্দর।।।
জুলাই ২০১৪.
৪। বর্ত মানে দেশে উপজেলার
১৭। বাংলাদেশ-ভারতের
সংখ্যা =
মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমার মধ্যে =
৪৮৯টি।।।
১৯৪৬৭ বর্গ কি.মি. বাংলাদেশ লাভ
৫। বর্ত মানে দেশে থানার সংখ্যা =
করে।।।
৬৩৬টি।।।
১৮। বর্ত মানে দেশে গ্যাসক্ষেত্র
৬। বর্ত মানে দেশে পৌরসভার
আছে =২৬টি.
সংখ্যা =
------------------------------------------
৩১৯টি।।।
৭। বর্ত মানে মাথাপিছু আয় =১১৯০ ১. বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্ত ক কে===
মার্কি ন ডলার।।। প্রমথ চৌধুরী
৮। জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমি) ২. বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন
= বসে=== কমা
১০১৫ জন।।। ৩. 'অয়োময়' নাটকটির রচয়িতা কে====:
৯। দেশে বর্ত মানে সচিব পদের হুমায়ূন আহমেদ
সংখ্যা = ৪. জহির রায়হানের প্রকৃ ত নাম কি=== মোহাম্মদ
১১০টি।।। জহিরুল্লাহ
১০। জনপ্রশাসনে বর্ত মানে জ্যেষ্ঠ ৫. 'মজলুম আদিব' ছদ্মনামে কবিতা লিখতেন
সচিবের সংখ্যা = ১২ জন।।। কে== শামসুর রাহমান
১১। সম্প্রতি বাংলাদেশ বিমান ৬. ফররুখ আহমদ কোন গ্রন্থটির জন্য 'ইউনেস্কো
বহরে যুক্ত হওয়া নতু ন উড়োজাহাজের পুরস্কার' লাভ করেন== পাখির বাসা
নাম = রাঙাপ্রভাত।।। ৭. কাজী নজরুল ইসলাম জেলে বসে কোন
১২। দেশে তৈরি প্রথম কবিতাটি রচনা করেন== সৃষ্টি সুখের উল্লাসে
যাত্রীবাহী স্টিমার বা জাহাজের ৮. ড. মুহাম্মদ শহীদুল্লাহ কত সালে বাংলা
নাম = এম ভি বাঙালি।।। একাডেমিতে যোগদান করেন=== ১৯৬০ সালে
১৩। প্রস্তাবিত অটিস্টিক ৯. 'বাঙ্গালীর ইতিহাস' বইটির লেখক
একাডেমি স্থাপিত হবে = ঢাকার কে=====নীহারঞ্জন রায়
মহাখালীতে।।। ১০. শরত্চন্দ্রের শ্রেষ্ঠ রচনা কোনটি=====:
১৪। পদ্মা সেতু নির্মাণ করবে = শ্রীকান্ত
চায়না মেজর ব্রিজ ১১. 'বিশ্বভারতী' কে প্রতিষ্ঠা করেন-====
ইঞ্জিনিয়ারিং কোম্পানি লি।।। রবীন্দ্রনাথ ঠাকুর?
১৫। বাংলাদেশ ও ভারতের ১২. বাংলায় টি.এস.এলিয়টের কবিতার প্রথম
অনুবাদক কে===== রবীন্দ্রনাথ ঠাকুর ৪/ আন্তর্জ াতিক অপরাধ ট্রাইবুনাল প্রতিষ্ঠিত হয়--
১৩. গীতি কবিতার পুনর্বিকাশ ঘটে কার → ২৫ মার্চ ২০১০
হতে====: রবীন্দ্রনাথ ৫/ বাংলাদেশের মোট রপ্তানি আয়ে রেডিমেড
১৪. বাংলা সাহিত্যে প্রথম উল্লেখযোগ্য মুসলমান গার্মেন্টস এর অংশ ---
সাহিত্যিক কে=== মীর মশাররফ হোসেন → ৪১.৫%
১৫. বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস
৬/ গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ---
কোনটি====== দুর্গেশনন্দিনী (১৮৬৫)
→ ৫৩০০ টাকা
১৬. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশায় কি
ছিলেন====== ম্যাজিস্ট্রেট ৭/ গার্মেন্টস পণ্য সর্বপ্রথম রপ্তানি করা হয়---
১৭. বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য → ফ্রান্সে
কোনটি==== মেঘনাদবধ (১৮৬১) ৮/ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃ ভূ মি বলা হয় ---
১৮. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম কি → রাশিয়াকে
ছিল====: ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
৯/ বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই
১৯. বাংলা ভাষায় বিরাম চিহ্নের ব্যবহার কোন
আই খানের জন্মস্থান ---
সাল থেকে শুরু হয়==== ১৮৪৭ সাল
→ এস্তোনিয়ায়
২০. কেরি সাহেবের মুন্সি বলা হয় কাকে=====:
রামরামবসুকে ১০/ 'পার্ল অব অ্যান্টিলিজ' নামে পরিচিত--
২১. বাংলা ভাষার প্রথম প্রকাশিত দৈনিক সংবাদ → কিউবা
পত্র কোনটি===সংবাদ প্রভাকর ১১/ আগ্নেয়গিরির দেশ বলা হয় ---
২২. মুসলমান সম্পাদিত প্রথম সংবাদপত্রের নাম → নিকারাগুয়া
কি===সমাচার সভারাজেন্দ্র
১২/ এশিয়ার যে অঞ্চলে সারা বছর পরিচালন বৃষ্টি
২৩. আরাকান রাজসভার প্রথম বাঙ্গালি কবি
হয় --
কে===== দৌলত কাজী
→ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া
২৪. রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম
কি===== চন্দ্রাবতী ১৩/ শেয়ার বাজারে বিশ্বের প্রথম ইসলামিক সূচক
২৫.ময়মনসিংহ গীতিকা' কতটি ভাষায় অনূদিত চালু হয় ---
হয়েছে=====২৩ টি → বাহরাইনে
============================== Literature :---
====================
১৪/ Who is the author of ' For Whom the
১/ 'গণতন্ত্রের মানসপুত্র' হিসেবে খ্যাত ---
Bell Tolls'?
→ হোসেন শহীদ সোহরাওয়ার্দী → Earnest Hemingway
২/ যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল লাভ কারী ১৫/ Who is the author of ' Around the
প্রথম বাংলাদেশী --- World in Eighty Days? 
→ ড. মুহাম্মদ ইউনূস → Jules Verne
৩/ জন্ম-মৃত্যু নিবন্ধন আইন কার্যকর করা হয় --- ১৬/ Who is considered to be the father
→ ২০০৬ সালে of English prose? 
→ Francis Bacon
১৭/ The Solitary Reaper is a --- 6. Who wrote “Beauty is truth, truth is
→ romantic poem beauty”?
(d) John Keats
১৮/ Epics are divided into --- types.
7. “Romeo and Juliet” is a –
→ two
(c) Play [tragedy]
১৯/ 'Waters, water everywhere, not a
8. Chaucer is the representative poet of
drop to drink' occurs in -- –
→ The Ancient Mariner (d) 14th Century
২০/ 'Sweet are the uses of adversity' 9. A sonnet is a lyric poem of –
was stated by --- (d) 14 lines
→ Shakespeare
10. Who wrote “Wuthering Heights”?
1/ Who is Novel laureate --- (b) Emily Bronte
→W.B. Yeats
11. Who wrote “Madame Bovary”?
2/ Who was an Irish dramatist --- (d) Gustav Flaubert
→ G. B. Shaw
12. “Prometheus Unbound” was written
3/ Who among the following is a by – 
revolutionary poet ---- (b) Shelley
→ P. B. Shelley
13. “Lady Chatterley’s Lover”, a novel
4/ Which period does the poet Alfred written by the author of – 
Tennyson belong to --- (d) Rainbow
→ Victorian
14. “Vanity Fair” is a – 
5/ Great Expectation is a novel written (c) novel
by ---
15. The poem “The Patriot” is written by
→ Charles Dickens
– 
6/ Paradise Lost is --- (d) Browning
→ an epic
16. First Sonneteer of English Literature
1.“The Rainbow” is – - 
(c) a novel by D.H. Lawrence (a) Sir Thomas Wyatt
2.Who is the author of “Arabian Nights”? 17. First Drama in English Literature
(a)Sir Richard Buston “Ralph Royster Doyster” written by - 
3. The drama “A Mid-Summer Nights (a) Nicholas Udall
Dream” is written by –  18. Poet of sensuousness –
(c) Shakespeare (b) John Keats
4. William Shakespeare wrote –  19. Age of sensibility refers to - 
(b) All’s Well that Ends Well (b) 1750–1798
5. “All the world’s a stage / And all the 20. “Our sweetest songs are those that
men and women merely players;  tell of saddest thought.” Told by –
told by -  (a) P.B. Shelley
(c) Shakespeare
Zakir's BCS specials
Yesterday at 10:10am · Edited · 
৩৫ তম বিসিএস এর ইংরেজী অংশের প্রস্তুতি( 13. He is totally absorbed _ the book.
আংশিক) Ans: in
a. at b. in c. for d. at
------------------------------------------------------
----- -------------------
ইউসুফ বিন আলী  In each of the following questions, out of
সহকারী পরিচালক , বাংলাদেশ ব্যাংক the given alternatives, choose the one
that best expresses the meaning of the
-----------------------------------------
given word:-
1. My brother has no interest _ _ _
1. Sporadic
music. Ans: in
A. Consistent B. Uniform C. Frequent D.
(A) for (B) in (C) with (D) at
Scattered E. None of these Ans:
2. I am not bad ……. tennis. Ans: at Scattered
(A) in (B) at (C) about (D) with
2. Omnipotent
3. What is the synonym of the word A. Feeble B. Supreme C. Impotent D.
“opprobrious”? Ans: disgraceful Vulnerable E. None of these Ans:
a. grateful b. disgraceful c. careful d. Supreme
houseful
Choose the word opposite in meaning to
4. No one can___that he is clever. Ans: the given word:-
deny 3. Repeal
A. defy B. deny C. admire D. denounce A. Abolish B. Enact C. Annul D. V Nullify
6. The police looked—the case. Ans: E. None of these Ans: Enact
into 4. Equity
A. about B. at C. after D. into A. Uprightness B. Justice C. Integrity D.
Bias E. None of these Ans: Bias
7. The Arabian nights ___ still great. Choose the one which can be
Ans: is substituted for the given
a. are b. is c. has d. were word/sentence:-
8. It is impossible to reach perfection 5. A formal composition or speech
without__. Ans: practice expressing high praise of somebody-
a. training b. practice c. guidance d. A. elegy B. eulogy C. caricature D.
education exaggeration E. None of these Ans:
9. Turn right ____ the first fork and go eulogy
500 yards up the road. Ans: to 6. The word ‘Shrug’ indicating doubt or
a. with b. to c. in d. at indifference is associated with-
A. Shoulders B. Head C. Forehead D.
10. We must do something to _ the Eyebrows E. None of these Ans:
crisis. Ans: avert Shoulders
a. avert b. function c. deal d. damage 7. He is quite _ in dealing with people.
11. I saw her ____ Ans: crying A. unsubtle B. imprudent C. diplomatic
a. to cry b. cry c. crying d. for cry D. impolite E. None of these Ans:
diplomatic
12. My friend is crazy____ films. Ans:
8. They suffered much _ tornado had hit
about
their village. Ans: since
a) with b) on c) about d) at
A. until B. since C. as if D. let alone E.
None of these
Choose the wrong sentence: Choose the word that best fits into the
9. Choose the wrong sentence: underlined word given in the sentence:
A. The land is belonged to an old lady 17. Women have so long been denied
B. They parted from one another them that they do not have leisure,
suddenly money and ‘room’ to themselves.
C. The leader expressed himself forcibly A. Space B. Liberty C. Office D.
D. Mother bought me an ice-cream  Capacity E. None of these Ans: Liberty
Ans: The land is belonged to an old lady
18. Crafty men ‘condemn’ studies,
10. A. He was always arguing with his simple men admire them and wise men
brother use them.
B. His failure resulted for lack of A. Denounce B. Laud C. Compliment D.
attention Acclaim E. None of these Ans:
A. When will you write to him about your Denounce
plan?
B. Who was the boy you were all 19. To end in smoke means-
laughing at? Ans: His failure resulted for A. To create fire B. To go through
lack of attention suffering C. To come to nothing D. To
see fire E. None of these Ans: To come
11. Choose the correctly spelt word:- to nothing
A. Volantory B. Volantary C. Voluntary
D. Voluntary E. None of these Ans: C. 20. Wordsworth introduced the readers
Voluntary _ a new kind of poetry.
To see fire
12. A. Accilerate B. Accelerate C. A. With B. at C. to D. by E. None of
Accelerrate D. Accilarate E. None of these Ans: to
these B. Accelerate
13. A.Tsunami B. Sunami C. Accelerrate Zakir's BCS specials
D. Suname E. None of these Ans: 19 hrs · Edited · 
Tsunami
35th BCS specials 
14. Whith living in poverty, the poet had --------------------------------
to _ a great deal of sufferings আন্তর্জ াতিকঃ পরিবশ ভূ গোলঃ সুশাসন
A. see through B. put up with C. pass by
---------------------------------------------
D. fall back E. None of these Ans: put
up with 1। 1648 সালে কোন চু ক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রথম
15. --- his earlier study, the Professor’s আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পকের সৃষ্টি হয়? উ।
new study indicates a general warning ওয়েস্টপলিস
trend in global weather. 2। Cold War শব্দটি কে প্রবর্ত ণ করেন? উ। জর্জ
A. In contrast of B. In contrast to C. In
contrast by D. In contrast as E. None of কেনান
these 3।গ্রিনহাউস গ্যাসে মিথেনের পরিমান কত? উ।
Ans: In contrast to প্রায় 49%
16. Only those who are not serious to 4।ভূ পৃষ্ঠ থেকে কত মাইল দুরে ওজনস্তর
their success work by _ and start.
A. long odds B. against time C. every অবস্হিত? উ। 65
inch D. fits E. None of these Ans: fits 5।ওজনস্তরের প্রধান কাজ কী? উ।অতিবেগুনি
রস্মি শোষণ মিশরীয়দের লিপি ও কাগজ
6।New World Order কবে থেকে শুরু হয়? উ। 25। পাপারাজ্জি শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়? উ।
সোভিয়েত ভাঙ্গার পর পিছু লাগা ফটোসাংবাদিক
7।Smog কী? উ।ধোঁয়াশা 26।সম্প্রতি বাউন্সারের আঘাতে নিহত অজি
8।IPCC এর পূর্ণরুপ কী? উ। ক্রিকেটারের নাম কী? উ। ফিলিপ হিউজ
Intetgovernmental Pannel for Climate 27। বাংলাদেশে মেহরাব অপির ড্রাইভে আঘাত
Change পেয়ে ঢাকায় নিহত ভারতীয় টেস্ট ক্রিকেটারের
9।COP এর পূর্ণরুপ কী? Conference of the নাম কী? উ।রমন লাম্বা
Parties
28। ফু য়েল সেল কী?উ। নবায়নযোগ্য জ্বালানি
10 আগুনের দ্বীপ কোনটিকে বলে? উ। আইসল্যান্ড
29। নিকোটিন ও ক্যাফেইন সাধারনত কোথায়
11।আগ্নেয় মেখলা কোথায় অবস্হিত? উ।
থাকে?উ। তামাক ও কফি চা
প্রশান্তমহাসাগরের তীরে
30।আন্তর্জ াতিক নদী কাকে বলা হয়?উ। দানিয়ুব
12। কোন স্কেল দিয়ে ভূ মিকম্প মাপা হয়? উ।
রিখটার স্কেলে 31। অস্ট্রেলিয়াল একমাত্র নদী কোনটী? উ। মারে
ডার্লিং
13।কার্বন ডেটিং কী? উ। কার্বন টেস্ট
32 কোন দেশে নদী নাই? উ। সৌদি আরব
14।গ্রিন কেমেস্ট্রি কী? উ। পরিবেশ সহায়ক
33। সাগরমাতা কাকে বলা হয়? উ। হিমালয়
রাসায়নিক পর্দ াথ
34। কোন দেশটি ভৌগলিকভাবে আফ্রো-এশিয়ান
16। কোন দেশের সংস্হা BELA ম্যাগসেস
দেশ? উ। মিশর
পুরস্কার পাই? বাংলাদেশ
35।আফ্রিকার দুঃখ কাকে বলা হয়? উ। সাহারা
17।ওজন গ্যাসের রঙ কেমন? উ। গাঢ় নীল
36। বিশ্বের গভীরতম সাগর কোনটি?উ।
18। প্রতিদিন বাতাসে গড়ে কী পরিমান কার্বন ডাই
ক্যারিবিয়ান
অক্সাইড বাতাসে মিশে? উ। প্রায় 100 কোটি
পাউন্ড 37। সাগর গাভী বলা হয় কাকে? উ। ডু গং

19।ই-8 এর দেশগুলো কোন গোর্লাধে অবস্হিত? 38।ইয়েতি কী?উ। তু ষার মানব


উ। উত্তর 39।স্লেজ, ইগলু ও এস্কিমো কী? উ।টানা গাড়ী।
20।লা নিনা বলতে কী বুঝাই? উ।প্রবল ব্ন্যা ও বরফের ঘর। বরফ অঞ্চলের উপজাতি
বৃষ্টি 40। স্পয়েল সিস্টেম ও নোম্যান্সল্যান্ড কী? উ।
যুক্তরাস্ট্রে নতু ন সরকার যখন লোক ছাটাই করে।
21।বর্ত মান অস্ত্র রপ্তানিতে বিশ্বের শীর্ষদেশ
দুই দেশের সীমান্তের মাঝামাঝি স্হান
কোনটি?উ। যুক্তরাষ্ট্র
------------------------
22।বাতাসের শহর গগনচু ম্বি অট্টালিকার শহর Computer 
পৃথিবীর কসাইখানা কোন শহরকে বলা হয়? উ। -----------------
শিকাগো #কম্পিউটারের জনক --- 
23।গ্রিক ও রোমানদের দেবতাদের রাজার নাম → চার্লস ব্যাবেজ
কী? উ।জিউস ও জুপিটার #আধুনিক কম্পিউটারের জনক --- 
24।হায়ারোগ্লিফিক্স ও প্যাপিরাস কী? উ। প্রাচীণ → জন ভন নিউম্যান
#মাইক্রোকম্পিউটারের জনক --- #বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল
→ হেনরি এডওয়ার্ড রবাট প্রতিষ্ঠিত হয় --- 
#প্রথম ইলেকট্রনিক কম্পিউটার ---  → ১৯৯০ সালে।
→মার্ক ১ #বাংলা ভাষায় প্রথম কম্পিউটার বিষয়ক
#বাইনারী গণিতভত্তিক প্রথম ইলেকট্রনিক মাসিক পত্রিকা --- 
কম্পিউটার ---  →কম্পিউটার জগত, ১৯৯১ সালে প্রকাশিত হয়।
→ এবিসি
#বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয় ----
#প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার --- →১৯৯৬ সালে।
→ এনিয়াক-১
#বাংলাদেশে প্রথম ইন্টারনেট ভিত্তিক
#বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম নিউজ এজেন্সি ---
ইলেকট্রনিক কম্পিউটার ---  → বিডি নিউজ
→ ইউনিভ্যাক-১
#বাণিজ্যিক ভিত্তিতে উত্পাদিত প্রথম Zakir's BCS specials
ডিজিটাল কম্পিউটার ---  1 hr · 
→ ইউনিভ্যাক-১ 35th BCS special
#বাণিজ্যিকভাবে সফল প্রথম সুপার -----------------------------
সুশাসন
কম্পিউটার --- 
------------------
→ সিডিসি-৬৬০০
১.সুশাসনের মূল চাবিকাঠি
#ট্রানজিস্টার ভিত্তিক প্রথম কম্পিউটার --- -- জবাবদিহিতা
→ TX-O ২. মূল্যবোগ হলো ব্যক্তি বা সামাজিক দলের
#ট্রানজিস্টার ভিত্তিক প্রথম মিনিকম্পিউটার---  অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ ‘‘ উক্তিটি
→ পিডিপি-৮ কার ?
# IC চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল -- এম.ডব্লিউ পামফ্রে 
কম্পিউটার --- IBM system 360 ৩. নৈতিকতা ও ঔচিত্যবোধের বিকাশভূ মি 
-- সমাজ
#মাইক্রোপ্রসেসর ভিত্তিক প্রথম কম্পিউটার -- →
৪. বিশ্বাসের অন্তর্নিহিত মূল্য 
এ্যালটেয়ার ৮৮০
-- মূল্যবোধ
#বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয় ৫. সুশাসনের ভিত্তিতে মজবুত করতে মূল্যবোধ কি
---  সংরক্ষণের শিক্ষা দেয়?
→ ১৯৬৪ সালে পরমাণু শক্তি কেন্দ্র,ঢাকায়।IBM- -সভ্যতা ,সংস্কৃতি, ঐতিহ্য 
1620 মডেলের মেইনফ্রেম কম্পিউটার। ৬. নাগরিক কর্ত ব্য পালনের শিক্ষা দিয়ে সুশাসনকে
#বাংলাদেশে প্রথম কম্পিউটার বিজ্ঞান ও ত্বরান্বিত করে
প্রযুক্তি বিভাগ চালু হয় ---- ১৯৮৪ -- মূল্যবোধ শিক্ষা 
সালে বাংলাদেশ প্রকৌশল ৭. পরিবর্ত ন প্রতিরোধের মানসিকতা প্রকটভাবে
দেখা যায়
বিশ্ববিদ্যালয়ে।
-- আমলাদের মধ্যে
৮. যে মূল্যবোধ মানুষের বাইরের ব্যক্তিত্বকে গড়ে তাকে পৌরনীতি বলে’— এ
তোলে তাকে কী বলে ? সংজ্ঞাটি কে দিয়েছেন?
-- বাহ্যিক মূল্যবোধ  উত্তর: ই. এম. হোয়াইট।
৯. কোনটি রাজনৈতিক মূল্যবোধ >প্রশ্ন: নগররাষ্ট্র বলতে বোঝায় কী?
-- আনুগত্য উত্তর: নগরকে কেন্দ্র
১০. বর্ত মানে যুব সমাজ ধ্বংসের মূল হাতিয়ার করে গড়ে ওঠা ছোট রাষ্ট্র।
কি? >প্রশ্ন: পৌরনীতি মানুষকে কী দান
-- অপসংস্কৃতি করে?
১১.অন্য ব্যক্তির কষ্ট যখন আমাদের মনে কষ্টের উত্তর: নাগরিক সচেতনতা ।
উদ্রেক করে কতখন সে অনুভুতিকে কি বলা হয়  >প্রশ্ন: ‘ইতিহাসের স্রোতধারায়
-- সহানুভূতি বালুকারাশির মধ্যে স্বর্ণরেণুর
১২. ‘অপরাধ িএকটি সামাজিক ঘটনা এবং মতো রাজনীতিবিজ্ঞান
সমাজের স্বাভাবিক রূপ ‘ কথাটি কে বলেছেন? জমা হয়ে উঠেছে।’— এটি কার উক্তি?
-- এমিল ডু র্খেইম উত্তর: লর্ড অ্যাকটনের।
১৩. নৈতিকতা ও সতাতা দ্বরা প্রভাবিত আচরণকে >প্রশ্ন: ‘ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানক
উত্কর্ষতাকে কি বলে? ে গভীরতা দান করেছে’— এ
-- শুদ্ধাচার উক্তিটি কার?
১৪. আইনের শাসন কি? উত্তর: উইলোবির।
-- আইনের দৃষ্টিতে সকলেই সমান >প্রশ্ন: ‘রিপাবলিক’ গ্রন্থের
১৫. সামাজিক মূল্যবোধর অন্যতম শক্তিশালী ভিত্তি রচয়িতা কে?
কোনটি ? উত্তর: প্লেটো।
- সহনশীলতা >প্রশ্ন: কে সর্বপ্রথম
১৬. মূল্যবোধ কোন আচরণেকে নিয়ন্ত্রণ করে ? অর্থনীতিকে একটি স্বতন্ত্র বিষয়ের
- বাহ্যিক মর্যাদা দান করেন?
১৭. সুশাসনের পূর্বশর্ত উত্তর: অ্যাডাম স্মিথ।
-- জবাবদিহিতা  >প্রশ্ন: কোন গুণ একজন
১৮. সুশাসন নিডিশ্চত করতে যে দরনের সরকার নাগরিককে দক্ষতা ও জ্ঞানের
প্রয়োজন  উচ্চস্থানে পৌঁছে দিতে পারে?
-- গণতান্ত্রিক সরকার  উত্তর: নৈতিক গুণ।
১৯. সুশাসন জনপ্রশাসনের একটি  >প্রশ্ন: ‘শাসক যদি ন্যায়বান হন,
-- নব্য সংস্কৃতি  তাহলে আইন নিষ্প্রয়োজন আর শাসক
২০. সুশানের লক্ষ্য কোনটি  যদি দুর্নীতিপরায়ণ হন, তাহলে আইন
- জনকল্যাণ সাধন নিরর্থক’— এ উক্তিটি কার?
>প্রশ্ন: পৌরনীতির প্রধান আলোচ্য বিষয় উত্তর: প্লেটোর।
কী? >প্রশ্ন: ‘সকল ভালো মানুষ
উত্তর: নাগরিকের অধিকার ও কর্ত ব্য। ভালো নাগরিক নয়, কিন্তু সকল
>প্রশ্ন: ‘নাগরিকতার সঙ্গে জড়িত সকল ভালো নাগরিকই ভালো মানুষ’— এ
প্রশ্ন নিয়ে আলোচনা করে যে শাস্ত্র, উক্তি কার?
উত্তর: অ্যারিস্টটলের। করার জনপ্রিয় প্রোগ্রাম।
>প্রশ্ন: ‘পলিটিক্যাল ইকোনমি’ গ্রন্থের ১৩.ড্রপবক্সকি?
লেখক কে? =বিনামূল্যে ইন্টারনেটে তথ্য ও ছবি সংরক্ষনের
উত্তর: অ্যাডাম স্মিথ। ওয়েবসাইট।
১৪.ন্যামো কি ?
বিসিএস সাধারন জ্ঞানের প্রস্তুতি =ভারতের টাটা কোম্পানির নতু ন গাড়ী।
February 28 at 12:45pm ·  ১৫.FAO এর তথ্য মতে বিশ্বে আলু রপ্তানিতে শীর্ষ
দেশ কোনটি?
আন্তর্জ াতিক
=চীন।
-------------------
১৬.২৬জুন ২০১৪আলিপুরদুয়ার কততম জেলা
১.ভারতের ২১তম এবং দ্বিতীয় নারী স্পিকার কে?
হিসেবে আত্মপ্রকাশ করে ভারতের পশ্চিম বঙ্গে?
=সুমিত্রা মহাজন।
=২০তম।
২.স্বর্ণ উত্পাদনে শীর্ষদেশ কোনটি?
১৭.২০১৪সালের ফু টবল বিশ্বকাপের অফিসিয়াল
=চীন।
বলের নামকি?
৩.আন্তর্জ াতিক ক্রিকেট কাউন্সিলর প্রথম
=ব্রাজুকা।
চেয়ারম্যান কে?
১৮.বিশ্বকাপের ইতিহাসে ২৩০০তম গোলকরেন
=এন শ্রী নিবাশন।
কে?
৪.IAIL এর পূর্ন কি?
=Islamic State in Iraq and the Lenant. =জার্মাইন জোন্স (যুক্তরাষ্ট্র)।
৫. IAIL এই সংগঠনটি কবে আত্মপ্রকাশ করে? ১৯.বিশ্বকাপের ইতিহাসে ৫০তম হেট্রিক করেন
=১৫অক্টোবর ২০০৫সালে। কে?
৬.প্রথম মার্স ভাইরাস কবে সংক্রামনের ঘটনা হয়? =জেরদান শাকিরি(সুইজারল্যান্ড)।
=২০১২সালে। ২০.ভারতের বর্ত মান পররাষ্ট্রমন্ত্রীর নাম কি?
৭.ভারতের কত নং অনুচ্ছেদে জম্মু ওকাশমির কে =সুষমা স্বরাজ।
স্বায়ত্তশাসিত রাজ্যের মর্যাদা দেওয়া হয়? ২১.বিশ্বকাপ ফু টবল ২০১৪তে কে প্রথম হেট্রিক
=৩৭০নং অনুচ্ছেদে। করেন ?
৮.৭জুন জাতিসংঘে নেলসন ম্যান্ডেলার সম্মানার্থে =থামাস মুলার।
কোন পুরস্কার প্রবর্ত ন করা হয়? ২২.বিশ্বকাপ ফু টবল২০১৪ তে প্রথম কে গোল
=জাতিসংঘ লেনসন রোলি হলাহলা ম্যান্ডালা করেন ?
পুরস্কার। =নেইমার জুনিয়র।
৯.বিশ্বের কোন দেশ সর্বাধিক সার্বভৌম সম্পদ ২৩.ভারতের ২৯তম রাজ্য তেলঙ্গনার প্রথম
রয়েছে? মুখ্যমন্ত্রী কে?
=নরওয়েতে (১লাখ কোটি ডলারের মত). =চন্দ্রশেখর রাও।
১০.স্পেনিশ ভাষায় কোস্টারিকা মানে কি? ২৪.পিপল হিরোজ মনুমেন্ট ‘ কোথায় অবস্থিত?
=সমূদ্র উপকূল। =বেইজিং।
১১.কেপলার ১০ সি’ কি’ ? ২৫.ইউরেশিয়ান ইকনোমিক ইউনিয়ন যাত্রা কবে
=পৃথিবীর সবচেয়ে বড় পাথুরে গ্রহ। শুরু হয়?
১২.ওয়ার্ড প্রেস কি? =১জানু ২০১৪।
=ওয়েব সাইটে বিশেষ করে লেখা ,ছবি প্রকাশ
২৬.ভারতের ২৯তম রাজ্য তেলেঙ্গানার যাত্রা কবে বিনিয়োগ করে কোন দেশ?
শুরু হয়? =যুক্তরাজ্য।
=২জুন ২০১৪। ৪১.২০১৪সালের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন
২৭.মিসরের বর্ত মান প্রেসিডেন্ট কে? অনুযায়ী ২০১৩সালে বিশ্বের কোন দেশে সর্বাধিক
=আব্দেল ফাত্তাহ আল সিসি। বিনিয়োগ করা হয়?
২৮.ইউক্রেনের বর্ত মান প্রেসিডেন্টকে? =যুক্তরাষ্ট্র।
=পেত্রো পোরোশেঙ্কো। ৪২.বিশ্বের কোন দেশে প্রথম মার্স ভাইরাস দেখা
২৯.স্পেনের বর্ত মান রাজা কে? যায়?
=ষষ্ট ফেলিপ কার্লস। =সৌদি আরব।
৩০.ইসরাইলের নতু ন প্রেসিডেন্ট কে? ৪৩.বাংলাদেশে মার্স ভাইরাসে আক্রান্ত রোগী সনক্ত
=রিউভেন রুভি রিভলিন। করা হয় কবে?
৩১.মিসরের বর্ত মান প্রধান মন্ত্রীকে ? =২৩জুন ২০১৪।
=ইব্রাহিম মাহলাব ।
৩২.৮জুন ২০১৪ওআইসির প্রেসিডেন্ট পদে বিসিএস সাধারন জ্ঞানের প্রস্তুতি
17 hrs · 
স্থলাভিষিক্ত হন কে?
=আব্দেল ফাত্তাহ আল সিসি। গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞান(আন্তর্জ াতিক-ফ্রান্স)
৩৩.মানব অধিকার বিষয়ক জাতিসংঘ
1.ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম
হাইকমিশনের কার্যালয়ের নতু ন হাইকমিশনার কে?
কি?
=জাঈদ আল হাসান।
উঃ এলিসি প্রাসাদ
৩৪.বিশ্ব বানিজ্য সংস্থার বর্ত মান সদস্য দেশ কত
2.ফরাসি বিপ্লব সংঘটিত হয় কবে?
গুলো?
উঃ 14 জুলাই,1789
=১৬০টি।
3.ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে?
৩৫.২৬জুন২০১৪কোনদেশটি বিশ্ব বানিজ্য সংস্থা
উঃ নেপোলিয়ানকে
এর ১৬০তম সদস্য হয়?
4.ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন কে?
=ইয়মেন।
উঃ ষোড়শ লুই
৩৬.ফোবর্স সাময়িকী ২০১৪ সালের সমিক্ষা
5.নেপোলিয়ানকে কোন দ্বীপে নির্বাসন দেয়া
অনুযায়ী বিশ্বের ক্ষমতাধর নারী কে?
হয়েছিল?
=অ্যাঞ্জেলা মার্কে ল । উঃ সেন্ট হেলেনা দ্বীপ
৩৭.বিশ্বে সর্নাথী আশ্রয়ে শীর্ষে আছে কোন দেশ? 6.ফরাসি বিপ্লবকে লেখনির মাধ্যমে অনুপ্রেরণা
=পাকিস্তান। জানিয়েছিলেন কোন দুজন দার্শনিক?
৩৮.বিশ্বের কোন দেশের সবচেয়ে শর্নাথী বেশি? উঃ রুশো ও ভলটেয়ার
=আফগানিস্তান। 7.কোন শহরকে City of culture বলা হয়?
৩৯.২০১৪সালের পরিবেশ গত পারফর্মেন্স ইনডেক্স উঃ প্যারিসকে
এর শীর্ষ দেশ কোনটি? 8.'ভার্সাই' নগরীটি কোন দেশে অবস্থিত?
=সুইজারল্যান্ড। উঃ ফ্রান্সে
৪০.২০১৪সালের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন 9.বিখ্যাত ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত?
অনুযায়ী ২০১৩সালে বাংলাদেশে সর্বাধিক উঃ প্যারিস
10.বাস্তিল দুর্গের পতন ঘটে কখন? 13.ফরাসি বিপ্লবের স্লোগান ছিল কি?
উঃ 5 অক্টোবর,1788 উঃ স্বাধীনতা,সমতা ও ভ্রাতৃ ত্ব(Liberty,Equality
11.কোন জাতির নামানুসারে ফ্রান্সের নামকরন and Fraternity)
করা হয়? বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট ও
উঃ ফ্রাঙ্ক জাতির শেয়ার করবেন আশা করি।পরবর্তীতে
12.কোন রাষ্ট্র আমেরিকাকে Statue of Liberty আমেরিকা,চীন, জার্মানি,ব্রিটেন এভাবে প্রত্যেকটি
উপহার দেয়? দেশের গুরুত্বপূর্ণ বিষয় দেয়া হবে।
উঃ ফ্রান্স
মুসলিম রাষ্ট্র মাধ্যাকর্ষণ
Mp3 সাধারন জ্ঞান, প্রশ্ন মালদ্বীপ। ক্ষেত্রে আবদ্ধ গ্রহ ও গ্রহাণুদের
সহকারে সমাধান
¤ জনসংখ্যার দিক দিয়ে নিয়ে গঠিত সৌরজগত, যার
February 28 at 5:32pm · 
পৃথিবীর তৃ তীয়
তথ্য গুলো জেনে নিনঃ বৃহত্তম মুসলিম শহর গ্রহ পৃথিবীতে আমরা মানুষরা
- পৃথিবীর মোট রাষ্ট্র ২২৮ করাচী (পাকিস্তান)। ও
টি। ¤ মুসলিম সংখ্যালঘিষ্ঠ অন্যান্য জীবজন্তুরা বাস করি।
- পৃথিবীর স্বাধীন রাষ্ট্র রাষ্ট্রগুলোর সূর্য
১৯৬ টি। মধ্যে যে সবচে'বেশি মুসলমান নিজে ধীরে ধীরে ছায়াপথের
- পৃথিবীতে মোট মুসলিম রাষ্ট্র বাস কেন্দ্রে চারিদিকে প্রদক্ষিণ
৬৫ করে ভারতে (১৬%) করে। আবার সূর্যকে কেন্দ্র
টি। ¤ মোট জনসংখ্যার করে সৌরজগতের সকল গ্রহ
- OIC ভু ক্ত মুসলিম রাষ্ট্র ৫৭ অনুপাতে বিভিন্ন এবং অন্যান্য বস্তু তথা গ্রহাণু,
টি। মহাদেশের মুসলিম উল্কাণু, ধূমকেতু
- সর্বশেষ স্বাধীন মুসলিম জনসংখ্যারশতকরা হার:::: বা ধূলিকণা সদা সূর্যের
রাষ্ট্র 'কসোভা' (ইউরোপ)। - এশিয়া- ২৪% চারিদিকে নির্দি ষ্ট
- পৃথিবীর মোট - ইউরোপ- ১% কক্ষপথে ঘূর্ণায়মান।
রাষ্ট্রসংখ্যার অনুপাতে - আফ্রিকা- ৫৯% সৌরজগতের শতকরা ৯৯
- উত্তর আমেরিকা- ১.৫% ভাগ ভরই সূর্য
মুসলিম রাষ্ট্রের হার ২৬%।
- দক্ষিণ আমেরিকা- ০.৫০% ধারণ করে। পৃথিবীর
¤ পৃথিবীর মুসলিম
জীবমণ্ডলে সূর্যের আলোর
জনসংখ্যা ১৪২ কোটি।
Mp3 সাধারন জ্ঞান, প্রশ্ন শক্তি আহরণ করে
¤ পৃথিবীর জনসংখ্যার
সহকারে সমাধান সালোকসংশ্লেষণ
অনুপাতে মুসলিম
February 28 at 7:01pm ·  প্রক্রিয়া চলে যা পৃথিবীর
জনসংখ্যার হার ২৩.১৮% ।
প্রাণশীল সকল বস্তুর জন্য
¤ জনসংখ্যার দিক জেনে নিন সূর্যের অজানা রহস্য
শক্তির উৎস
দিয়ে বৃহত্তম মুসলিম রাষ্ট্র -------------
সূর্য ছায়াপথ নক্ষত্রমণ্ডলে হিসেবে কাজ করে। পৃথিবীর
ইন্দোনেশিয়া।
অবস্থিত আবহাওয়া এবং জলবায়ু সূর্য
¤ জনসংখ্যার দিক
একটি তারা। সূর্য ও তার দ্বারা অনেকাংশে নিয়ন্ত্রিত হয়।
দিয়ে ক্ষু দ্রতম
আয়তন
------ অস্তিত্ব করেছিল।
তেরো লক্ষ বৈজ্ঞানিক পুরো সৌর জগতে স্বর্ণ
পৃথিবীকে একসঙ্গে যোগ পদ্ধতিতে পাওয়া যায়। বা ইউরেনিয়ামের মত
করলে তা আকারে সূর্যের সূর্যের উত্তাপ ভারী মৌলসমূহের প্রাচু র্য লক্ষ্য
সমান --------- করে চালিকাশক্তি হিসেবে এই
হবে। সংখ্যায় তা ১.৪১×১০ সূর্য হচ্ছে একটি জলন্ত গ্যাসের ঘটনাটি প্রস্তাব করা হয়েছে।
মি³। কুণ্ড, খুব
সূর্যের ব্যাস যার বাইরের উত্তাপ হলো ৬ সম্ভবত একটি অতি নব তারার
------- হাজার সেন্টিগ্রেড আর বিবর্ত নের সময় ক্রিয়াশীল
৮ লক্ষ ৬৬ হাজার চারশত ভিতরের endergonic
মাইল। উত্তাপ হবে প্রায় ৩ থেকে ৬ কেন্দ্রীক বিক্রিয়া অথবা দ্বিতীয়
পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ৯ কোটি সেন্টিগ্রেড। প্রজন্মের একটি বৃহৎ তারার
কোটি ৩০ লক্ষ মাইল। প্রতি সেকেন্ডে ১ কোটি ৮৬ অভ্যন্তরে নিউট্রন শোষণের
সূর্যের ভর লক্ষ ফলে উদ্ভূ ত ট্রান্সম্যুটেশন
------- মণ গ্যাস পোড়ালে এই উত্তাপ বিক্রিয়ার মাধ্যমে এই
৬ এর পরে ২৮ টি শূন্য বসালে পাওয়া সম্ভব। মৌলসমূহ
যত হয়, আলোক মণ্ডলীয় গঠন (ভর সৃষ্টি হয়েছে।
সূর্যের ভর তত মণ। অর্থাৎ ৩ অনুসারে)
লক্ষ ৩২ ------------
Mp3 সাধারন জ্ঞান, প্রশ্ন
হাজার ৯৪৬ টি পৃথিবীর ভরের হাইড্রোজেন ৭৩.৪৬ % সহকারে সমাধান
সমান। হিলিয়াম ২৪.৮৫ % February 28 at 9:21pm · 
সূর্যের রশ্মি অক্সিজেন ০.৭৭ %
-------- কার্বন ০.২৯% ** সাধারণ জ্ঞান **
সাদা (খালি চোখে) অথচ লোহা ০.১৬ % ১। সুষম খাদ্যের উপাদান
সাদা রং এর নিয়ন ০.১২ % কয়টি?
মধ্যে লুকানো রয়েছে সাতটি নাইট্রোজেন ০.০৯ % উঃ ৬ টি।
রং। সিলিকন ০.০৭ % ২। হাড় ও দাঁতকে মজবুদ করে
এগুলো হলো বেগুনি, নীল, ম্যাগনেসিয়াম ০.০৫ % কোনটি?
আসমানি, সবুজ, হলুদ, কমলা সালফার ০.০২ উঃ ক্যালসিয়াম ও ফসফরাস।
এবং লাল। সূর্য একটি তৃ তীয় প্রজন্মের ৩। চা পাতায় কোন ভিটামিন
রঙধনুতে এই তারা, থাকে?
সাতটি রং পাশাপাশি দেখা যায় কাছাকাছি কোন একটি অতি উঃ ভিটামিন বি কমপ্লেক্স।
প্রিজম -এর মধ্য নব ৪। ম্যালিক এসিড থাকে
দিয়ে পরিচালনা করলে। এই তারা থেকে উদ্ভূ ত অভিঘাত কিসে?
সাতটি ছাড়াও তরঙ্গ উঃ টমেটোতে।
আলোতে মেশানো রয়েছে নানা এর ৫। কোন ভিটামিন ক্ষতস্থানের
রঙের উৎপত্তিতে একটি চালিকাশক্তি রক্ত
অদৃশ্য আলোক রশ্মি, যার হিসেবে কাজ পড়া বন্ধ করে?
উঃ ভিটামিন কে।
৬। প্রোটিনের মূল উপাদান #মানব দেহের হাড়ের হ্ময় 12.সাপের
কি? রোধ বিষে কি থাকে=====জিষ্ক
উঃ নাইট্রোজেন। করে=ক্যালসিয়াম সালফাইড
৭। দুধের রং সাদা হয় কেন? 13.মানুষের
উঃ প্রোটিনের জন্য। Mp3 সাধারন জ্ঞান, প্রশ্ন লালা রসে যে এনজাইমটি থাকে
৮। ভিটামিন 'সি' এর সহকারে সমাধান ====টায়ালিন
রাসায়নিক নাম Yesterday at 9:30am ·  14.প্রাস্রাব থেকে যে গন্ধ
কি? *****কিছু মজার তথ্য***** আসে তা
উঃ অ্যাসকরবিক এসিড। 1.সর্বপ্রথম ক্লোনিংয়ের মাধ্যমে কিসের====.অ্যামোনিয়া
৯। কোন খাদ্যে পচন ধরে না? সৃষ্ঠ 15.দিয়াশলাইয়ের কাঠির
উঃ মধু। ভেড়ার নাম কি===.ডলি মাথায়
১০। কচু শাকে কোনটি বেশি 2.বিশ্বের প্রথম ক্লোন বিড়ালের কোনটি থাকে===লোহিত
থাকে? নাম ফসফরাস
উঃ লৌহ। কি===.সিসি 16.পেঁচা দিনের বেলায়
3.বিশ্বের প্রথম ক্লোন বানর দেখতে পায়না কিন্তু
Mp3 সাধারন জ্ঞান, প্রশ্ন শাবকের রাতে দেখতে পায় কারন
সহকারে সমাধান নাম পেঁচার
Yesterday at কি===.ট্রেটা চোখের
8:37am · Edited ·  রেটিনাতে===রডস এর
4.বিশ্বের প্রথম ক্লোন ঘোড়ার
খাদ্য নিয়ে কিছু কথাঃ নাম সংখ্যা বেশি কিন্তু
#সুষম খাদ্যের উপাদান কি===প্রমিথিয়া কোনস এর সংখ্যা কম
৬টি 5.বিশ্বের প্রথম ক্লোন মানব 17.সিদুর হিসাবে কি ব্যবহৃত
#আপেল /টমেটোতে পাওয়া শিশুর নাম হয়==
যায় কি===ইভ ==রেড
=ম্যালিক এসিড 6.মানুষের দুধের দাঁতের লেড
#সব থেকে বেশি আমিষ সংখ্যা কত====২০টি 18.ভয় পেলে গায়ের লোম
পাওয়া যায়=শুটকি মাছে 7.পূর্ণ বয়স্ক মানুষের দাঁতের খাড়া হয়
#কচু  সাখে বেশি থাকে=লৌহ সংখ্যা কত====৩২টি কোন
#ভিটামিন সি এর অপর নাম 8.মানুষের গায়ের রঙ কোন হরমোনের
=এস্কারবিক এসিড উপাদানের উপর জন্য====.অ্যাডরিনালিন
#চা পাতায় পাওয়া যায় নির্ভ র করে.===. মেলানিন 19.দাড়ি গোঁফ গজায় কোন
=ভিটামিন বি 9.কোন প্রাণী গায়ের রঙ হরমোনের
#রক্ত জমাট বাধতে সাহয্য পরির্রতন জন্য====টেসটোস্টেরন
করে= করে আত্মরহ্মা করতে 20.চোখের পানির উৎস
ভিটামিন কে পারে===গিরগিটি কোথায়===.ল্যাক্
#দুধের রং সাদা হয় কিসের 11.আমরা যে চক দিয়ে লিখি রিমাল গ্রন্থি।
জন্য=প্রটিন তা কি?
#দুধে থাকে=ল্যাকটিক এসিড ===ক্যালসিয়াম কার্বনেট
কোনটি কে? রচিত গ্রন্থ?
Mp3 সাধারন জ্ঞান, প্রশ্ন চট্টগ্রাম উত্তর :নীরদচন্দ্র চৌধুরী।
সহকারে সমাধান VAT দিবস কবে?
23 hrs · Edited · 
১০জুলাই Mp3 সাধারন জ্ঞান, প্রশ্ন
বিসিএস প্রস্তুতি®®® বাংলাদেশের বৃহত্তম বিল সহকারে সমাধান
_______________ কোনটি ? 20 hrs · Edited · 
বাংলাদেশের সংসদের সাধারন চলন বিল
নির্বাচিত আসন সংখ্যা কতটি? # পোপের শহর – রোম
বাংলাদেশের সাথে ভারত ও
৩০০ # উত্তরের ভেনিস – স্টকহোম
মায়নমারের সংযোগ রয়েছে
সংসদ অধিবেশন কে আহবান # স্বর্ণ নগরী – জোহনেসবার্গ
কথোয়?
করেন? # ল্যান্ড অব মার্বেল – ইটালি
রাঙ্গামাটি
রাষ্ট্রপতি # পবিত্র পাহাড় –
পদ্মা নদীর অপর নাম কি?
সংসদে কাস্টিং ভোট ফু জিয়ামা (জাপান)
কীর্তি নাশা
কাকে বলা হয় ? # গোলাপি শহর – রাজস্থান
প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক
স্পীকার এর ভোট (ভারত)
আইন
বাংলাদেশের কোথায় শীতল # দ্বীপের নগরী – ভেনিস
পাশ হয় কবে?
পানির # আফ্রিকার সিংহ – ইথিওপিয়া
1990.
ঝর্না আছে? বাংলাদেশের প্রথম মোবাইল # সকাল বেলার শান্তি –
হিমছড়ি। হাসপাতালের নাম কি? কোরিয়া
বাংলাদেশের কোথায় গরম জীবন তরী # ইউরোপের রণক্ষেত্র –
পানির বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র বেলজিয়াম
ঝর্না আছে? কোনটি? # চির বসন্তের নগরী –
সীতাকুন্ড তিতাস কিটো (দ.আমেরিকা)
বাংলাদেশের প্রথম অনলাইন KAFCO কোথায় অবস্থিত? # চীনের দুঃখ – হোয়াংহো নদী
সংবাদ চট্টগ্রাম # ভূ -মধ্য সাগরের প্রবেশদ্বার –
সংস্থার নাম কি? বাংলাদেশের সীমান্তবর্তী কোন জিব্রাল্টার
bdnews 24.কম। জেলার সাথে ভারতের সংযোগ # ম্যাপল পাতার দেশ –
দেশের দ্বিতীয় মেরিন নেই? কানাডা
একাডেমী কোথায়? বান্দারবান # দক্ষিণের রাণী – সিডনি
পাবনা আদিনাথ মন্দির কোথায় # প্রাচ্যের ভেনিস – ব্যাংকক।
বাংলাদেশে আন্তর্জ াতিক অবস্থিত?
নদী কয়টি? মহেশখালী। Mp3 সাধারন জ্ঞান, প্রশ্ন
৫৭ প্রশ্ন :কিরীট শব্দের অর্থ হলো_ সহকারে সমাধান
বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে উত্তর :মুকুট। 19 hrs · Edited · 
লাভ করে কখন? প্রশ্ন :'আবোল-তাবোল' কার ১.মুজিব নগর সরকার গঠন
১৯৯৭ লেখা? করা হয়েছিল===১০ এপ্রিল
বাংলাদেশের প্রবেশদ্বার বলা উত্তর :সুকুমার রায়। ২.২০১৪ সালের
হয় প্রশ্ন :'আত্মঘাতী বাঙালি' কার স্বাধীনতা দিবসে জাতীয়
প্যারেড মার্চ । বাংলাদেশের
গ্রাউন্ডে কতজন জাতীয় ১৩.২০১৪ সালের ১ জানুয়ারি যে জেলা অবস্থিত--- পঞ্চগড়
সংগীত কোন ▶ দহগ্রাম ছিটমহল যে জেলায়
গেয়েছিল===.২ লাখ ৫৪ দেশ অবস্থিত---লালমনিরহাট
হাজার ৬৮১ ১৮তম দেশ হিসেবে ‘ ইউরো’ ▶ বাংলাদেশের ভিতরে
জন৷ মুদ্রা চালূ ভারতের
৩.’ভাটিয়ালী ’ বাংলাদেশের করে === লাটভিয়া(বর্ত মান ছিটমহল আছে-- ১১১টি
কোন ে ইউরো মুদ্রার মোট সদস্য ▶তিনবিঘা করিডোরের
অঞ্চলের গান=== ময়মনসিংহ দেশ আয়তন -- ১৭৮
৪. কোন নদী থেকে বাণিজ্যিক ১৯ টি)। মিটার * ৮৫ মিটার।
ভিত্তিতে মাছের রেণূ ১৪.বিশ্বকাপ ফু টবল ২০১৪ ‘র ▶বিলোনিয়া সীমান্ত যে জেলার
পোনা সংগ্রহ জন্য নির্মিত
করা হয়====== হালদা বলের নাম কী==ব্রাজুকা। Mp3 সাধারন জ্ঞান, প্রশ্ন
৫. বাংলাদেশের প্রথম ‘সার্চ ১৫.বিশ্বের শীর্ষ উড়োজাহাজ সহকারে সমাধান
ইঞ্জিন- নির্মাতা কোম্পানির নাম 18 hrs · Edited · 
===পিপীলিকা কী===.বোয়িং খুব গুরুত্বপূর্ণ কিছু প্রবাদ যা
৬.জাতীয় শিশু দিবস কবে ১৬. মানুষের ত্বকের রং নির্ভ র প্রাত্যহিক
পালিত করে যে উপাদানটির উপর জীবনে কাজে লাগে।
হয়===১৭ মার্চ === 1) অতি ভক্তি চোরের লক্ষণ।
৭. বাংলাদেশের পাবলিক মেলানিন ⇨Too much
বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম ১৭. নিম্নের courtesy, too much craft.
নারী উপাচার্য হিসেবে নিয়োগ কোনটি দিয়ে কম্পিউটার 2) অতি চালাকের গলায় দরি।
দেয়া হয়েছে- কমান্ড বা নির্দে শ দেয়== কী ⇨Too
====জাহাঙ্গীরনগর বোর্ড much
cunning over reaches
বিশ্ববিদ্যালয় ১৮.বাংলাদেশের
itself.
৮. কোন মুঘল সম্রাটর সময় বিজ্ঞানীরা প্রথমবারের মতো 3) অতি লোভে তাঁতী নষ্ট। ⇨
লালবাগ দুর্গ কোন Grasp all,
নির্মাণ করা হয়েছিল==. প্রাণীর জিনগত নকশা lose
আকবর উন্মোচন all.
৯.FAO এর সদর দপ্তর করেছেন===মহিষ 4) অতি দর্পে হত লঙ্কা। ⇨
Pride goes
কোথায় ১৯.পৃথিবীকে সমান দুই অংশে
before a
অবস্থিত===রোম ভাগ fall.
১০. জাতিসংঘের অঙ্গসংস্থা নয় করেছে কোন রেখা===নিরক্ষ 5) অল্প বিদ্যা ভয়ংকরী। ⇨A
কোনটি==== রেডক্রস রেখা little
১১. আন্তর্জ াতিক ২০. মৌমাছি পালন learning is
মাতৃ ভাষা ইনস্টিটিউট কোথায় বিদ্যাকে বলা হয় a dangerous thing.
6) অভাবে স্বভাব নষ্ট। ⇨
অবস্থিত===ঢাকা ==== এপিকালচার।
Necessity knows
১২. বিশ্ব পানি দিবস=.২২ ▶বেরুবাড়ী সীমান্তে no
law. one stone. OR , Nero fiddles while
7) অসারের তর্জ ন গর্জ নই 17) এক মুখে দুই কথা। ⇨ To Rome burns.
সার। ⇨Empty blow hot and OR, Some have the
cold in hop, some stick in the
vessels sound much.
the same breath. gap.
8) অধিক সন্ন্যাসীতে গাজন
18) এক হাতে তালি বাজে না। 26) গরূ মেরে জুতো দান।
নষ্ট। ⇨
⇨ It ⇨ To rob Peter to pay
Too Paul.
takes
many cooks spoil the 27) গতস্য শোচনা নাসিত্ম।
two to make a quarrel.
broth.
9) আপনি ভাল তো জগৎ 19) এক মাঘে শীত যায় না। ⇨ Let bygones, be
⇨ One bygones.
ভালো। ⇨ To 28) গাছে কাঁঠাল গোঁফে তেল।
swallow
the does not make a ⇨ To count chickens
pure all things are pure. summer. before they are hatched.
10) আপনি বাঁচলে বাপের 20) কষ্ট না করলে কেষ্ট মেলে 29) গায়ে মানে না আপনি
নাম। ⇨ Self- না / মোড়ল।
preservation is the first দুঃখ ⇨ A fool to others,
law of nature. himself a sage.
11) আয় বুঝে ব্যয় কর। ⇨ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
⇨ No 30) গাইতে গাইতে গায়েন,
Cut your coat
pains, বাজাইতে বাজাইতে বায়েন।
according
to your cloth. no gains. ⇨ Practice makes a
12) ই‛ছা থাকলে উপায় হয়। 21) কয়লা ধুইলে ময়লা যায় man perfect.
না। ⇨ Black 31) ঘরপোড়া গরূ সিদ ঁ রে
ু মেঘ
⇨ Where
there is will দেখলে ভয়
a will, there is a way. take no other hue. পায়।
13) উঠন্ত মূলো পত্তনেই চেনা 22) কাঁচায় না নোয়ালে বাঁশ, ⇨ A burnt child dreads
যায়। ⇨ পাকলে করে ঠাস ঠাস। ⇨ the fire.
Morning shows the day. Strike the iron 32) চাচা আপন প্রাণ বাঁচা।
14) উদোর পিন্ডি বুদোর while it is hot. ⇨ Every man for
ঘাড়ে। ⇨ One 23) কাঁটা দিয়ে কাঁটা তোলা। himself.
⇨ To 33) চোরে না শুনে ধমের্র
doth the scathe, another
hath the scorn. set কাহিনী।
a thief to catch a thief. ⇨ A rogue is deaf to all
15) উলুবনে মুক্তা ছড়ানো /
24) কাটা ঘায়ে নুনের ছিটা / good.
বানরের
মরার 34) চোরে চোরে মাসতু তো
গলায় মুক্তার হার।
উপর ভাই।
⇨ To cast pearls before
swine. খাড়ার ঘা। ⇨ To add ⇨ Birds of the same
16) এক ঢিলে দুই পাখি মারা / insult to injury. feather flock together.
25) কারো পৌষ মাস, কারো 35) চোর পালালে বুদ্ধি বাড়ে।
রথ
সর্বনাশ। After death comes the
দেখা কলা বেচা। ⇨ To kill doctor.
two birds ⇨ What is sports to the
with cat is death to the rat.
★★ বাংলাদেশের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি কে?
BCS Question হুইপের নাম কি? উত্তরঃ ইসমত জাহান।
Collection
★★বাংলাদেশের
নারীদের জন্য প্রকাশিত প্রথম
সাপ্তাহিক
পত্রিকার
নাম কি?
উত্তরঃ বেগম (প্রকাশিত হয়-
২০ জুলাই, ১৯৪৭
সালে)।
★★বেগম পত্রিকার প্রথম
প্রতিষ্ঠাতা ও সম্পাদক
কে?
উত্তরঃ বেগম সুফিয়া কামাল।
★★বাংলাদেশের
প্রথম নারী ভাস্কর কে?
উত্তরঃ নভেরা আহমদ।
★★বাংলাদেশের প্রথম নারী
বিচারপতির নাম
কি?- নাজমুন আরা সুলতানা।
★★বাংলা একাডেমীর প্রথম
প্রথম
নারী মহাপরিচালকের নাম
কি?
February 28 at 6:48pm ·  উত্তরঃ খালেদা খানম।
উত্তরঃ নীলিমা ইব্রাহিম।
"গুরুত্ত্বপুর্ণ একটি পোষ্ট" ★★বাংলাদেশের প্রথম নারী
★★ঢাকা বিশ্ববিদ্যালয়ের
••√√বাংলাদেশের প্রথম নারী সচিব কে?
প্রথম মুসলিম ছাত্রীর
::::: উত্তরঃ জাকিয়া আকতার। নাম কি?
★★ বাংলাদেশের প্রথম নারী ★★বাংলাদেশ ব্যাংকের উত্তরঃ ফজিলাতু ন্নেসা।
প্রধানমন্ত্রীর নাম প্রথম নারী পরিচালক কে?
★★বাংলাদেশের মুক্তিযুদ্ধে
কি? উত্তরঃ অধ্যাপিকা হান্নানা
প্রথম নারী শহীদ
উত্তরঃ খালেদা জিয়া। বেগম। কে?
★★জাতিসংঘে নিযুক্ত উত্তরঃ মেহেরুন্নেসা।
বাংলাদেশের প্রথম নারী
★★বাংলাদেশের প্রথম ★★জাতিসংঘ ঘোষিত নারী ¤ উচ্চতম গিরিপথ =
নারী আইনজীবীর নাম কি? বর্ষ কোন সাল? আলপিনা
উত্তরঃ মেহেরুন্নেসা খাতু ন। উত্তরঃ ১৯৭৫। ¤ উচ্চতম রাজধানী =
★★বাংলাদেশের প্রথম নারী লাপাজ(লাপাজ)
ব্যারিস্টারের নাম BCS Question ¤ উচ্চতম ভবন = বুর্জ
Collection
উত্তরঃ রাবেয়া ভুঁ ইয়া। Yesterday at 11:44am ·  খলিফা(UAE)
★★বাংলাদেশের প্রথম নারী ¤ উচ্চতম পর্বতশৃঙ্গ =
••√√বিশ্বের ক্ষু দ্রতম :::::
পাইলটের নাম কি?- এভারেষ্ট(নেপাল ও তিব্বত)
উত্তরঃ সৈয়দা কানিজ ফাতেমা ¤ ক্ষু দ্রতম মহাদেশ = অষ্ট্রেলিয়া
¤ উচ্চতম লিবার্টি = ষ্ট্যাচু অব
রোকসানা। ¤ ক্ষু দ্রতম গ্রহ = বুধ লিবার্টি (যুক্তরাষ্ট)
★★প্রথম নারী মুসলিম ¤ ক্ষু দ্রতম দেশ = ভ্যাটিকান ¤ উচ্চতম শহর = ওয়েন চু য়ান
অভিনেত্রী কে? ¤ ক্ষু দ্রতম দিন = ২২ ডিসেম্বর ••√√বিশ্বের দীর্ঘতম :::::
উত্তরঃ বনানি চৌধুরী। ¤ ক্ষু দ্রতম রাত = ২১ জুন ¤ দীর্ঘতম নদী = নীলনদ
★★বাংলাদেশের প্রথম নারী ¤ ক্ষু দ্রতম মহাসাগর = উ: ¤ দীর্ঘতম ঝু লন্ত সেতু =
রেল চালক কে? মহাসাগর আকাশি কাইকিও
উত্তরঃ সালমা খান। ¤ ক্ষু দ্রতম পাখি = হামিং বার্ড ¤ দীর্ঘতম প্রাচীর = চীনের
★★ব্রিটেনের ক্রিমিনাল ¤ ক্ষদ্রতম নদী = ডি. রিভার প্রচীর
কোর্টে নিযুক্ত প্রথম
¤ ক্ষু দ্রতম ফু ল = পিলিয়া ¤ দীর্ঘতম সুড়ঙ্গ = সেইকান
বাংলাদেশী জজ?
সাইক্রোসোসিয়া ¤ দীর্ঘতম খাল = গ্র্যান্ড
উত্তরঃব্যারিষ্টার আখলাক
চৌধুরী। ••√√বিশ্বের উচ্চতম ¤ দীর্ঘতম যুদ্ধ = শতবর্ষব্যাপী
বিষয়াবলি ::::: যুদ্ধ(ব্রিটেন ও ফ্রান্স)
★★ব্রিটেনের আইনসভার
নিন্মকক্ষ ‘হাউস অব ¤ উচ্চতম প্রাণী = জিরাফ ¤ দীর্ঘতম প্রাণালি = তাতার
কমন্স’ এর ¤ উচ্চতম হ্রদ = টিটিকাকা প্রণালি
প্রথম বাংলাদেশী এমপি? ¤ উচ্চতম মালভু মি = ¤ দীর্ঘতম সেতু = ওয়াহি
উত্তরঃ রুশনারা আলী। পামির(মধ্য এশিয়া) গ্রান্ড(চীন)
★★বাংলাদেশের কোন নারী ¤ উচ্চতম জলপ্রপাত = ¤ দীর্ঘতম সমুদ্র সৈকত =
মুক্তিযোদ্ধা ‘মুক্তিবেটি’ নামে এঞ্জেল(ভেনিজুয়েলা) কক্সবাজার
খ্যাত?
¤ উচ্চতম পিরামিড = খুফুর ••√√বিশ্বের গভীরতম :::::
উত্তরঃ কাঁকন বিবি
পিরামিড(মিশর) ¤ গভীরতম হ্রদ =
(তিনি আদিবাসী নারী
¤ উচ্চতম আগ্নেয়গিরি = বৈকাল(কাস্পিয়ান=বৃহত্তম)
মুক্তিযোদ্ধা)।
গুয়ালটিবি ¤ গভীরতম খনি = ওয়েষ্টার্ন
ডিপলেবেল
¤ গভীরতম মহাসাগর = প্রশান্ত ====জাহাঙ্গীরনগর ===
বিশ্ববিদ্যালয় মেলানিন
¤ গভীরতম গিরিপথ = হেলস
ক্যানিয়ন ৮. কোন মুঘল সম্রাটর সময় ১৭. নিম্নের
লালবাগ দুর্গ কোনটি দিয়ে কম্পিউটার
BCS Question
Collection নির্মাণ করা হয়েছিল==. কমান্ড বা নির্দে শ দেয়== কী
17 hrs ·  আকবর বোর্ড

••√√সাধারন জ্ঞান ::::: ৯.FAO এর সদর দপ্তর ১৮.বাংলাদেশের


কোথায় বিজ্ঞানীরা প্রথমবারের মতো
১.মুজিব নগর সরকার গঠন
অবস্থিত===রোম কোন
করা হয়েছিল===১০ এপ্রিল
প্রাণীর জিনগত নকশা
২.২০১৪ সালের ১০. জাতিসংঘের অঙ্গসংস্থা নয়
উন্মোচন
স্বাধীনতা দিবসে জাতীয় কোনটি==== রেডক্রস
করেছেন===মহিষ
প্যারেড ১১. আন্তর্জ াতিক
১৯.পৃথিবীকে সমান দুই অংশে
গ্রাউন্ডে কতজন জাতীয় মাতৃ ভাষা ইনস্টিটিউট কোথায়
ভাগ
সংগীত অবস্থিত===ঢাকা
করেছে কোন রেখা===নিরক্ষ
গেয়েছিল===.২ লাখ ৫৪ ১২. বিশ্ব পানি দিবস=.২২ রেখা
হাজার ৬৮১
মার্চ ।
জন৷ ২০. মৌমাছি পালন
১৩.২০১৪ সালের ১ জানুয়ারি বিদ্যাকে বলা হয়
৩.’ভাটিয়ালী ’ বাংলাদেশের
কোন ==== এপিকালচার।
কোন
দেশ
অঞ্চলের গান=== ময়মনসিংহ ২১. বেরুবাড়ী সীমান্তে
১৮তম দেশ হিসেবে ‘ ইউরো’
৪. কোন নদী থেকে বাণিজ্যিক বাংলাদেশের
মুদ্রা চালূ
ভিত্তিতে মাছের রেণূ যে জেলা অবস্থিত--- পঞ্চগড়
করে === লাটভিয়া(বর্ত মানে
পোনা সংগ্রহ ইউরো মুদ্রার মোট সদস্য ২২. দহগ্রাম ছিটমহল যে
করা হয়====== হালদা দেশ জেলায়
৫. বাংলাদেশের প্রথম ‘সার্চ ১৯ টি)। অবস্থিত---লালমনিরহাট
ইঞ্জিন- ২৩. বাংলাদেশের ভিতরে
১৪.বিশ্বকাপ ফু টবল ২০১৪ ‘র
===পিপীলিকা ভারতের
জন্য নির্মিত
৬.জাতীয় শিশু দিবস কবে ছিটমহল আছে-- ১১১টি
বলের নাম কী==ব্রাজুকা।
পালিত ২৪. তিনবিঘা করিডোরের
১৫.বিশ্বের শীর্ষ উড়োজাহাজ
হয়===১৭ মার্চ আয়তন -- ১৭৮
নির্মাতা কোম্পানির নাম
৭. বাংলাদেশের পাবলিক মিটার * ৮৫ মিটার।
কী===.বোয়িং
বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম ২৫. বিলোনিয়া সীমান্ত যে
১৬. মানুষের ত্বকের রং নির্ভ র
নারী উপাচার্য হিসেবে নিয়োগ জেলার
করে যে উপাদানটির উপর
দেয়া হয়েছে- অন্তর্গত---ফেনী।
18 hrs · 
BCS math solution

যত- তত সুত্রঃ সংখ্যাটি = (১ম সংখ্যা + হলে সংখ্যাটি কত? ২২তম


ক) একটি সংখ্যা ৩০১ থেকে ২য় সংখ্যা ) / ২ বিসিএস
যত বড় ৩৮১ থেকে তত ছোট সংখ্যাটি= (৩০১+৩৮১)= ১)৭৩০ ২)৭৩৫ ৩)৮০০
হলে সংখ্যাটি কত? ৩০তম ৬৮২ / ২ =৩৪১ ৪)৭৮০
বিসিএস নিজে করুনঃ ধন্যবাদ, লাইক দিয়ে আপডেট
১) ৩৪০ ২) ৩৪১ ৩) ৩৪২ ৪) থাকুন।
# একটি সংখ্যা ৬৫০ থেকে
৩৪৪
যত বড় ৮২০ থেকে তত ছোট

BCS math solution


19 hrs · Edited · 

মূলদ সংখ্যা ঃ শূন্য ,


স্বাভাবিক সংখ্যা , প্রকৃ ত ও
অপ্রকৃ ত ভগ্ননাংশ সবই মূলদ
সংখ্যা ।
অমূলদ সংখ্যা ঃ পূর্ণবর্গ নয়
এমন যে কোন স্বাভাবিক
সংখ্যার বর্গমূল ও ঘনমূল
অমূলদ সংখ্যা । অর্থাৎ যে
সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যায়
ভাগফল আকারে প্রকাশ করা
যায় না ।
e=2.718........(অমূলদ
সংখ্যা)
π = 3.1416......(অমূলদ
সংখ্যা)
১) যদি k একটি মৌলিক সংখ্যা
হয় , তবে √k কি সংখ্যা?
ক)মুলদ খ) অমূলদ গ) পূর্ণ
সংখ্যা ঘ) স্বাভাবিক সংখ্যা
basic: √মৌলিক= অমূলদ
সংখ্যা।
২) 3√6 সংখ্যাটি একটি-  ৬০-৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ১০ ও ৬০ পর্যন্ত যে সকল
ক)মুলদ খ) অমূলদ গ) পূর্ণ ও ক্ষু দ্রতম মৌলিক সংখার মৌলিক সংখ্যার একক স্থানীয়
সংখ্যা ঘ) স্বাভাবিক সংখ্যা অন্তর কত? ২৭ তম বিসিএস অংক ৯ তাদের সমষ্টি কত?
basic: যেহেতু 6 মৌলিক ক) ১৮ খ)১২ গ)৩২ ঘ)৩৪ ক)৩১২ খ) ৭৬ গ) ৯৯ ঘ)
সংখ্যা তাই, সুত্রমতে solution: ৬০ ও ৮০ এর ১০৭
√মৌলিক= অমূলদ সংখ্যা। মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা = solution: ১০ ও ৬০ পর্যন্ত যে
so, 3√6 সংখ্যাটি একটি ৭৯ সকল মৌলিক সংখ্যার একক
৬০ ও ৮০ এর মধ্যে ক্ষু দ্রতম স্থানীয় অংক ৯ , সে সকল
অমূলদ সংখ্যা।
মৌলিক সংখ্যা = ৬১ সংখ্যা গুলো হচ্ছে ১৯, ২৯,
অন্তরঃ ৭৯-৬১=১৮ ৫৯। তাদের
BCS math solution
সমস্তি=১৯+২৯+৫৯=১০৭
January 30 · 
January 30 ·  বাস্তব সংখ্যা , ল.সা.গু,
BCS math solution গ.সা.গু, শতকরা , সরল ও
পাটিগনিত
মুনাফা, অনুপাত ও সমানুপাত,
লাভ ও ক্ষতি।
.......................(3 marks)

You might also like

  • PSC 19
    PSC 19
    Document6 pages
    PSC 19
    anwar sadat
    No ratings yet
  • PSC 17
    PSC 17
    Document7 pages
    PSC 17
    anwar sadat
    No ratings yet
  • PSC 16
    PSC 16
    Document15 pages
    PSC 16
    anwar sadat
    No ratings yet
  • PSC 11
    PSC 11
    Document14 pages
    PSC 11
    anwar sadat
    No ratings yet
  • PSC 14
    PSC 14
    Document5 pages
    PSC 14
    anwar sadat
    No ratings yet
  • PSC 8
    PSC 8
    Document10 pages
    PSC 8
    anwar sadat
    No ratings yet
  • PSC 10
    PSC 10
    Document10 pages
    PSC 10
    anwar sadat
    No ratings yet
  • PSC 9
    PSC 9
    Document5 pages
    PSC 9
    anwar sadat
    No ratings yet
  • PSC 7
    PSC 7
    Document9 pages
    PSC 7
    anwar sadat
    No ratings yet
  • PSC 5
    PSC 5
    Document28 pages
    PSC 5
    anwar sadat
    No ratings yet
  • PSC 6
    PSC 6
    Document7 pages
    PSC 6
    anwar sadat
    No ratings yet
  • PSC 2
    PSC 2
    Document31 pages
    PSC 2
    anwar sadat
    No ratings yet
  • PSC 1
    PSC 1
    Document30 pages
    PSC 1
    anwar sadat
    No ratings yet
  • PSC 3
    PSC 3
    Document13 pages
    PSC 3
    anwar sadat
    No ratings yet