You are on page 1of 1

ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড

উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম।


প্রসেস শাখা

তারিখঃ ২৭/০৪/২০২২

বিষয়ঃ অপারেশন্স বিভাগের ফটোকপি মেশিন “Konica Minolta, Model: bizhub 195” এর স্পেয়ার পার্টস
পরিবর্তন প্রসঙ্গে।

অপারেশন্স বিভাগের ফটোকপি মেশিনটির মাধ্যমে ফটোকপি করার ক্ষেত্রে প্রচুর কালো দাগ দেখা দিচ্ছে এবং
অস্পস্টতা সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স বিজনেস মেশিনস এর সাথে যোগাযোগ করা হলে
তারা ০৯/০৫/২০২২ তারিখের এক পত্রে (BMCC/38/22)- (সংযুক্তি-১) জানান যে, অপারেশন্স বিভাগের ফটোকপি
মেশিন Konica Minolta, Model: bizhub 195 থেকে ভালো মানের ফটোকপি পেতে হলে নিম্নতালিকাভূক্ত
যন্ত্রাংশগুলি পরিবর্তন করা আবশ্যক, যাতে মোট খরচ হবে ৬,৫০০ টাকা মাত্র।

যন্ত্রাংশের তালিকাঃ

Sl no. Description Unit Price


01. Fixing Roller Upper Tk. 6,500/-

অতএব, মেশিনটি হতে ত্রুটিবিহীন ও সুন্দর ফটোকপি পেতে এবং এর কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মেশিনটির প্রয়োজনীয়
যন্ত্রাংশ পরিবর্তন করা যেতে পারে।

(কাজী মুহঃ মুহায়মিনুল ইসলাম)


এ এম (প্রসেস)

(মোঃ সাজ্জাদ হোসেন)


ম্যানেজার (প্রসেস কন্ট্রোল)

(মুহাঃ মামুনুর রশীদ খান)


ডিজিএম (অপারেশন্স)

সংযুক্তিঃ ১. মেসার্স বিজনেস মেশিনস কর্তৃক প্রেরিত পত্র

You might also like