You are on page 1of 1

তারিখঃ ২৪/০৪/২০২১

বরাবর,

চিফ মেডিক্যাল অফিসার


ইস্টার্ণ রিফাইনারী লিঃ
উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম।
(যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে)

বিষয়ঃ করোনা আক্রান্ত হওয়ায় কোয়ারেন্টাইন ছুটির আবেদন।

জনাব,

আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ০৭/০৩/২০২১ তারিখ থেকে আমার জ্বর শুরু হয়। এ বিষয়ে
আপনার অনুমতিক্রমে আমি আমার নিকটস্থ ডাক্তারের (ডাঃ মোঃ আরিফুল ইসলাম) শরণাপন্ন হই এবং করোনা
পরীক্ষার (RT-PCR) জন্য পরামর্শ প্রাপ্ত হই। করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসায় আমি হোম কোয়ারেন্টাইনে
থেকে অত্র প্রতিষ্ঠানের সিনিয়র মেডিক্যাল অফিসার জনাব ডাঃ তৌহিদুল আনোয়ার ও এবং আমার নিকটস্থ চিকিৎসক
ডাঃ মোঃ আরিফুল ইসলাম এর পরামর্শ মোতাবেক আমার নিজ বাসস্থানেই চিকিৎসা গ্রহণ করি।

আমার শারিরীক অবস্থার আশানুরূপ উন্নতি হওয়ায় ও ১৪ দিন অতিবাহিত হওয়ায় আমি ডাঃ মোঃ আরিফুল ইসলামের
এর পরামর্শে ২৫/০৩/২০২১ তারিখে দ্বিতীয়বার করোনা পরীক্ষা করাই, যার ফলাফল পুনরায় পজেটিভ আসে।
পরবর্তিতে ৭ দিন পরে আমি ০৩/০৪/২০২১ তারিখে তৃতীয়বার করোনা পরীক্ষা করাই এবং পরীক্ষার ফলাফল
নেগেটিভ আসে। রিপোর্টের ফলাফল আমি ০৬/০৪/২০২১ তারিখে জানতে পারি এবং সিনিয়র মেডিক্যাল অফিসার
জনাব ডাঃ তৌহিদুল আনোয়ার এর অনুমতিক্রমে ০৭/০৪/২০২১ তারিখে আমি কর্মস্থলে যোগদান করি।

এমতাবস্থায়, করোনা ভাইরাস (কোভিভ-১৯) মোকাবেলায় কোম্পানীর প্রচলিত বিধিমালা অনুযায়ী ০৭/০৩/২০২১
তারিখ থেকে ২৭/০৩/২০২১ তারিখ পর্যন্ত মোট ২১ (একুশ) দিন কোরারেন্টাইন ছুটি ও ২৮/০৩/২০২১ তারিখ থেকে
০৬/০৪/২০২১ তারিখ পর্যন্ত মোট ১০ (দশ) দিন অসুস্থতা জনিত ছুটি প্রদানে বাধিত করবেন।

নিবেদক,

কাজী মুহঃ মুহায়মিনুল ইসলাম


এসিস্ট্যান্ট ম্যানেজার (প্রসেস)
মেডিক্যাল ফাইলঃ ২০৪
বেতন কোডঃ OE-238

সংযুক্তিঃ ১. প্রথম করোনা পরীক্ষার ফল


২. দ্বিতীয় করোনা পরীক্ষার ফল
৩. তৃতীয় করোনা পরীক্ষার ফল

You might also like