You are on page 1of 8

সেশন কোড- ২.

০৩
বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন

তন্ময় বর্ম্মন
ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।

উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প -ইএসডিপি


বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃ পক্ষ
একটি পরিপূর্ণ ব্যবসায় পরিকল্পনা আপনার সফলতার প্রথম ধাপ ...
ব্যবসায় পরিকল্পনা কি?

ব্যবসায় পরিকল্পনা হলো একটি লিখিত দলিল, যেটি আপনার ব্যবসায়ের লক্ষ্যকে
ব্যাখ্যা করে এবং আপনার লক্ষ্যে পৌছানোর কর্মপন্থাকে বর্ননা করে।

 একটি ব্যবসায় পরিকল্পনা আপনার উল্লেখযোগ্য সময়, শ্রম ও শক্তির


বিনিয়োগের ফসল।
 একটি ব্যবসায় পরিকল্পনা লক্ষ্য নির্ধারন করে, বাজেট তৈরী করে, সঙ্গীদের
সংযুক্ত করে এবং সর্বোপরি কোন বিপদের পুর্বে ই সেটি সম্পর্কে আঁচ করতে শেখায়।
ব্যবসায় পরিকল্পনা কি?

 একটি বিনিয়োগ পরিকল্পনা আপনার ব্যবসায়ের প্রধান দিকগুলো চিহ্নিত করে, যাতে মুনাফা অর্জ নের লক্ষ্যে
আপনি আপনার সময়কে সর্বোচ্চভাবে কাজে লাগাতে পারেন।

 মূলধন বিনিয়োগকারীরা বিনিয়োগের পুর্বেই আপনার ব্যবসায়ের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইবে।

 ব্যবসায় পরিকল্পনা আপনাকে সঠিকভাবে শুরু করতে সাহায্য করে এবং ব্যবসায়কে সফলতার রাস্তায় ধরে
রাখে।
ব্যবসায় পরিকল্পনার ১০টি গুরুত্ব-
1. বিনিয়োগকারীদের আকৃ ষ্ট করার জন্য

2. আপনার ব্যবসায় আইডিয়ার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য

3. ব্যবসায়ের প্রতিটা ধাপ জানার জন্য

4. আপনার লক্ষ্য ঠিক করার জন্য

5. বাজার সম্পর্কে জানার জন্য

6. ব্যবসায়ের প্রয়োজনীয় মূলধন সংস্থানের জন্য

7. আপনার আর্থিক চাহিদা নিরূপণের জন্য

8. দক্ষ ব্যক্তিদের আকর্ষণের জন্য

9. আপনার ব্যবসায়কে দেখভাল করার জন্য

10. এবং বিকল্প পরিকল্পনা প্রস্তুতের জন্য


ব্যবসায় পরিকল্পনা তৈরী করা-

প্রতিটি ব্যবসায় পরিকল্পনাকেই কিছু গুরুত্বপুর্ণ উপাদান অন্তর্ভু ক্ত করতে হয়ঃ
 ব্যবসায়ের পুর্নাঙ্গ রুপ: যেটি ব্যবসায়টিকে তার পন্য এবং সেবা সহ ব্যাখ্যা করে

 বিপনন পরিকল্পনা: যেটি আপনার পন্যের বাজার চিহ্নিত করে এবং ব্যাখ্যা করে কি করে তাদের
কাছে পৌছাবেন

 আর্থিক ব্যবস্থাপনার পরিকল্পনা : আপনার ব্যবসায়ের পরিচালনা খরচসমূহ ব্যাখ্যা করে এবং
কিভাবে আপনি সেই খরচগুলো পরিশোধ করবেন এবং আপনার কতটু কু অর্থায়ন দরকার তা
দেখায়

 পরিচলন এবং ব্যবস্থাপনা পরিকল্পনা : ব্যাখ্যা করে কিভাবে আপনি ব্যবসায়ের মূল দ্বায়িত্বগুলো
সামলাবেন এবং আপনার জনবল পরিচালনা করবেন
একটি ভালো ব্যবসায় পরিকল্পনার ৭টি প্রধান অংশঃ
একটি ব্যবসায় পরিকল্পনাকে অবশ্যই আপনি কিভাবে ভোক্তাদের চাহিদাকে পুরন করবেন, তা
বিনিয়োগকারীদের বুঝতে ও বিশ্বাস জোগাতে সাহায্য করতে হয়।

 একটি ভালো ব্যবসায় পরিকল্পনার সাতটি মূল অংশ:


1. নির্বাহী সারসংক্ষেপ
2. ব্যবসায়ের ধারনা
3. বাজার বিশ্লেষণ
4. ব্যবস্থাপনা দল
5. বিপণন পরিকল্পনা
6. আর্থিক পরিকল্পনা
7. পরিচলন এবং ব্যবস্থাপনা পরিকল্পনা
প্রশ্ন করুন !
নিজের আইডিয়াকে আরো পূর্নাঙ্গ
করে তু লুন !!

You might also like