You are on page 1of 1

Civil Court jurisdiction

দেওয়ানি কার্যবিধির সংশোধনী কার্যক্রম স্থগিত করেছে মহামান্য উচ্চ আদালত। সুতারাং দেওয়ানি আদালতের এখতিয়ার
আগের মতই রয়েছে ।
#দেওয়ানী আদালত ৫ প্রকার।
❖দেওয়ানী আদালত প্রাথমিক ভাবে তিন ধরনের এখতিয়ার রয়েছে ।
যথাক্রমে:➫
১।➟আর্থিক এখতিয়ার (Pecuniary Jurisdiction)।
২।➟আঞ্চলিক বা স্থানিক এখতিয়ার (Territorial Jurisdiction) ।
৩।➟বিষয় বস্তু এখতিয়ার (Subject Matter Jurisdiction)।

❖এ-ছাড়াও দেওয়ানী আদালতসমূহের আরও পাঁচ ধরনের এখতিয়ার রয়েছে।


❖যথাঃ➫
১।➟ আদি এখতিয়ার (Original Jurisdiction)।
২।➟ আপীল এখতিয়ার (Appellate Jurisdiction)।
৩।➟ পুনরীক্ষণ এখতিয়ার (Revision Jurisdiction )।
৪।➟ পুনঃ বিবেচনা এখতিয়ার (Review Jurisdiction) ।
৫।➟ প্রশাসনিক এখতিয়ার (Administrative Jurisdiction) ।

#আদালতের শ্রেনী বিভাগ ও বিচারিক ক্ষমতাঃ-


১.➡ সহকারী জজ আদালত (Assistant Judge Court) - ২,০০০০০ টাকা পর্যন্ত।
২.➡ সিনিয়র সহকারী জজ আদালত(Senior Assistant Judge Court)-২,০০০০১ থেকে ৪,০০০০০ টাকা পর্যন্ত।
৩.➡ যুগ্ন জেলা জজ আদালত (Joint District Judge Court) - ৪,০০০০১- অসীম।
৪.➡ অতিরিক্ত জেলা জজ আদালতঃএই আদালত কোন আপীল বা মূল মোকদ্দমা বিচারের জন্য সরাসরি গ্রহন করতে
পারেন না। জেলা জজ আদালতে দাখিলকৃ ত দরখাস্ত নিষ্পত্তির জন্য এই আদালতে প্রেরন করা হয় ।
৫.➡ জেলা জজ আদালত (District Judge Court) - আপীল এখতিয়ার ৫,০০০০০ টাকা মূল্যমান।

You might also like