You are on page 1of 1

পেন্ডুলাম

মূলঃ কারিন কারাকাসল


অনুবাদঃ আফসানা মিমি

যদি আমাকে মূল্যবান প্রশ্নটি করতে বলা হতো ,


তবে দুলন্ত পেন্ডুলাম আমাকে বলতো
" হ্যা , না , হয়তো...!"
" আমি জানি না ! পরে আমাকে জিঙ্গাসা করো..৷"

সত্যি এটা এমন না যে তু মি এর উত্তর জানো  না


কিন্তু তু মি তা স্বীকার করতে প্রস্তুত নও..!
যদি এমন হয় পেন্ডুলাম আমাকে দেখাতে পারে
আমি আমার নিজের থেকে কি লুকাচ্ছি !
স্বপ্ন নাকি তার চেয়ে বেশি অনুশোচনা..?

তখনি কেবল সময় আসবে


তোমার যতো ভাবনা দূর করতে৷
যদি ভু ল বোঝাবুঝির পরিবর্তে
আশা থাকে ভাস্বর
তাহলে আমি আশাকে বলবো
" আমার আত্মার জন্য পেন্ডুলামের কাটা গুলো ঘুরছে৷"

You might also like