You are on page 1of 1

অনু ভবে তুমি

মূ লঃ অমিত ইয়াসার ওউযজান (Ümit Yaşar Oğuzcan)


ভাষান্তরেঃ মো. মাহবু বুর রহমান মাহী

সেদিন, অনু ভবে তোমার নয়নযু গলে নেত্রপাত করছিলু ম


যেন দূর-দিগন্তের ওপারে দু’খানা নক্ষত্র, ভাবনার গভীরে হারিয়ে গেলু ম
আহ! তুমি যদি জানতে, তারা আমাকে নির্বাক কন্ঠে কি বলেছিলো!
তোমাকে দেখাচ্ছিলো যেন ভালোবাসার অতলে হারিয়ে গিয়েছিলে

এক্ষণে আমার অনু ভব হচ্ছিলো যেন তুমি সেখানে নেই


যেন তোমার অস্তিত্ব অন্য কোথাও, অনে-ক দূরে, আমার সাথে
আমি দেখলাম তোমার বদনখানি ভালোবাসায় জ্বলজ্বল করছে
যেন সৌন্দর্যের উপবনে একখানি দর্পণ

তুমি আ-স্তে করে দর্পণের বাহিরে কদম ফেললে, ডরালু পদে


হরিণীর মত আমার বাহুডোরে নিজেকে ছুঁ ড়ে দিলে
অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় টকটকে দুখানা ক্ষুধিত ঠোঁট নিয়ে

আমি তোমাকে দেখতে দেখতে ছবির ভেতর তোমাতেই হারিয়ে গেলাম


তুমি ছিলে আমার একদম কাছে, আরো কাছে
তুমি বলছিলে, সেটিই ছিলো জীবনের সবচেয়ে সু খময় দিন

You might also like