You are on page 1of 1

মেমো নংঃ ৪২.০৭.০১৪.১৩.০৪.০৯৩৪.

২০২১/১১৪৪ তারিখঃ ২৯/০৬/২০২১

বেল্লাল হোসেন রাজু


গ্রীন ল্যান্ড নার্সারী
উত্তরা, ঢাকা।

বিষয়ঃ আইডব্লিউএম ভবনের পশ্চিম প্রাঙ্গণে সবুজ উদ্যান গড়ে তোলার জন্য কার্যাদেশ প্রদান প্রসঙ্গে।

জনাব,
গত ০৮/০৬/২০২১ তারিখে দরপত্র বিজ্ঞপ্তি আহবানের প্রেক্ষিতে আইডব্লিউএম ভবনের পশ্চিম প্রাঙ্গণে সবুজ উদ্যান গড়ে তোলার নিমিত্ত
আপনার দাখিলকৃত দরপত্রটি সর্বনিম্ন বিবেচিত হওয়ায় আইডব্লিউএম কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে। নিম্নবর্ণিত সামগ্রী যথাযথ উচ্চতা ও
সংখ্যা/পরিমাণ অনুযায়ী সরবরাহপূর্বক উদ্যান গড়ার কাজ সম্পন্ন করার জন্য আপনার প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রেরণ করা হলোঃ

ক্র.নং- বিবরণ উচ্চতা সংখ্যা দর টাকা


১. ভিটি মাটি ৪৫০ সিএফটি - ৪০/- ১৮,০০০/-
২. জৈব সার বস্তা ৩০ ১০০/- ৩,০০০/-
৩. মাটি, বালি, রাপিস সেটিংস, লেবার চার্জ - - - ১৫,০০০/-
৪. কৃষ্ণচূড়া ৮/১০ ফিট ২টা ১২০০/- ২,৪০০/-
৫. বাগান বিলাস - ৫টা ১০০০/- ৫,০০০/-
৬. কামিনী ২ ফিট ১২০টা ১৬০/- ১৯,২০০/-
৭. ক্রিস্টাল ব্যাম্বু বল - ৭৫টা ১৮০/- ১৩,৫০০/-
৮. চায়না টগর - ১০০টা ৫০/- ৫,০০০/-
৯. কার্পেট ঘাস ১০০০ বর্গফুট - ৫০/- ৫০,০০০/-
১০. গাছ সেটিংস চার্জ - - - ১২,০০০/-
১১. গাছ আনার গাড়ি ভাড়া - - - ৩,০০০/-
১২. ব্রিক্‌স - ২০০ ১০/- ২,০০০/-
মোট ১,৪৮,১০০/-
ভ্যাট+ট্যাক্স (৯.৫%) ১৪,০৬৯/-
সর্ব মোট (কথায়ঃ এক লক্ষ বাষট্টি হাজার একশত ঊনসত্তর টাকা মাত্র) ১,৬২,১৬৯/-

শর্তাবলীঃ
১। অত্র কার্যাদেশ জারির ০১ (এক) দিনের মধ্যে উদ্যান গড়ার কাজ আরম্ভপূর্বক আগামী পনের (১৫) দিনের মধ্যে সকল সামগ্রী
সরবরাহপূর্বক উদ্যান গড়ার কাজ শেষ করার জন্য অনুরোধ করা হলো।
২। অত্র কার্যাদেশের সাথে কার্যাদেশে উল্লেখিত মূল্যের ৫০ শতাংশ মূল্য MD: BELLAL HOSSAIN RAJU, A/C:
1507202422699001, BRAC Bank Limited, Banani Branch সমীপে অগ্রীম চেক প্রদান করা হবে এবং উল্লেখিত
কাজের শেষে বাকি ৫০ শতাংশ মূল্য পরিশোধ করা হবে।
৩। সূত্রস্থিত সূত্রাবলীতে (ToR) উল্লেখিত উদ্যান গড়ার কাজ সংক্রান্ত কর্ম পরিধি যথাযথভাবে পালন করার জন্য অনুরোধ করা হলো।
৪। ToR অনুযায়ী কর্ম সম্পাদনে ব্যর্থ হলে আইডব্লিউএম কর্তৃপক্ষ অত্র কার্যাদেশ বাতিল করতে পারবে এবং ক্ষতিপূরণস্বরূপ অসম্পূর্ণ
কাজে বাবদ জরিমানা করতে পারবে।

ধন্যবাদান্তে

মোঃ মোহাইমেনুল ইসলাম


উপ-ব্যবস্থাপক
ব্যবস্থাপনা

অনুলিপিঃ ১। নির্বাহী পরিচালক, আইডব্লিউএম


২। উপ-নির্বাহী পরিচালক (অপারেশন্স), আইডব্লিউএম
৩। ব্যবস্থাপক, একাউন্টস এন্ড ফাইন্যান্স, আইডব্লিউএম

You might also like