You are on page 1of 4

আইডব্লিউএম ভবনের সামনে খোলা প্রাঙ্গণে উদ্যান গড়ে তোলা

এবং ভবনে বিদ্যমান বাগানসমূহ পরিচর্যা কাজের জন্য


সূত্রস্থিত শর্তাবলী (Terms of Reference)

১. ভূমিকাঃ
ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) প্রতিষ্ঠানটির উত্তরাস্থ ১৫ নং সেক্টরের ৩/সি নং
সড়কের ৬নং প্লটে অবস্থিত আইডব্লিউএম ভবনের সামনে (পশ্চিম পাশে) ১০০৯ বর্গফুট আয়তনের
খালি স্থানে আইডব্লিউএম কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত নকশা ও নির্দেশিকা অনুসারে উদ্যান গড়ে
তোলা এবং ভবনে বিদ্যমান ইনডোর ও আউটডোর বাগানসমূহ ০২ (দুই) বছরকালীন পরিচর্যা
কাজের জন্য উল্লেখিত সেবা প্রদানকারী উপযুক্ত নার্সারী প্রতিষ্ঠান থেকে দরপত্র আহ্বান করা হচ্ছে।

২. লক্ষ্য ও উদ্দেশ্যঃ
অত্র নির্দেশিকাটির লক্ষ্য হলো উপযুক্ত নার্সারী প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হওয়া যারা অত্র
নির্দেশিকায় উল্লেখিত কাজে অভিজ্ঞতাসম্পন্ন এবং যোগ্যতার মাপকাঠির ভিত্তিতে উত্তীর্ণ বলে
বিবেচিত হবে। এছাড়া, আরও যেসব উদ্দেশ্য বাস্তবায়নের জন্য অত্র সূত্রস্থিত শর্তাবলী প্রযোজ্য,
সেগুলো হচ্ছেঃ

১. নকশাকৃত বাগান দৃষ্টিনন্দন করার জন্য প্রয়োজনীয় সংখ্যক এবং গুণগত মানসম্পন্ন গাছ,
চারা ও ঘাস সরবরাহ করা;
২. আইডব্লিউএম ভবনে বিদ্যমান ইনডোর-আউটডোর বাগান এবং নতুন উদ্যান নিয়মিত
পরিচর্যা করা;
৩. আইডব্লিউএম ভবনে বিদ্যমান বাগান পরিচর্যা এবং বাগানের সৌন্দর্য বর্ধনের জন্য
প্রয়োজনীয় সংখ্যক গাছপালা সরবরাহ করা;
৪. আইডব্লিউএম ভবনের নতুন উদ্যান ও বাগানসমূহে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা এবং
যথাযথ নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতকরণের জন্য পরামর্শ প্রদান করা;

৩. কর্ম পরিধিঃ
অত্র নির্দেশিকায় উল্লেখিত কাজে আগ্রহী নার্সারী প্রতিষ্ঠান নির্বাচিত হলে নিম্নোক্ত কাজসমূহ
সম্পাদন ও নিশ্চিত করতে হবেঃ

৩.১ উদ্যান গড়ার কাজ সংক্রান্ত


১. আইডব্লিউএম কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত নকশা অনুসারে আইডব্লিউএম ভবনের সামনে
দৃষ্টিনন্দন উদ্যান গড়ে তোলার জন্য প্রয়োজনমাফিক মাটি, বালি, ইট, ঘাস ইত্যাদি সরবরাহ
করা;
২. উদ্যান গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সংখ্যক গাছ ও চারা রোপণ এবং প্রতিস্থাপন, মাটি
খনন ও সংরক্ষণ এবং ঘাস লাগানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা;
৩. উদ্যান গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগ করা;
৪. উদ্যানে মাটি ফেলার সময় পানির সুষ্ঠু নিষ্কাশনের ব্যবস্থা/পথ নিশ্চিত করা;
৫. মৃত গাছ/চারা সরবরাহ করলে, তা আবশ্যিকভাবে বদলিয়ে সতেজ গাছ/চারা সরবরাহ করা;
৫. উদ্যানের সৌন্দর্য বর্ধনের জন্য প্রয়োজনীয় উদ্ভাবনী ধারণা প্রদান এবং আইডব্লিউএম
কর্তৃপক্ষের সাথে পরামর্শক্রমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা;

৩.২ বাগান পরিচর্যা সংক্রান্ত


১. আইডব্লিউএম ভবনের অভ্যন্তরীন (ইনডোর) এবং বহিঃস্থ (আউটডোর) বাগানসমূহের
নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা;
২. প্রত্যহ যথাযথভাবে গাছে পানি দেয়া এবং বাগান পরিচর্যা ও রক্ষণা-বেক্ষণ করা;
৩. মৃত গাছ/গাছের ডালের প্রতি বিশেষ নজর রাখা এবং সেসব দ্রুত সরিয়ে ফেলা;
৪. আগাছা সরিয়ে উদ্যান ও বাগান আগাছামুক্ত রাখা;
৫. ক্ষতিকর ছত্রাক, কীট-পতঙ্গ ও রোগ-বালাই থেকে গাছ-পালা নিরাপদ রাখতে সজাগ দৃষ্টি
রাখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা;
৬. উদ্যান ও বাগানসমূহে বিদ্যমান ময়লা-আবর্জনা দ্রুত সরিয়ে প্রাঙ্গণ আবর্জনামুক্ত রাখা;
৭. গাছের টব, বাগান ও উদ্যানে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের জন্য ব্যবস্থা গ্রহণ করা
এবং নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে প্রয়োজনীয় পরামর্শ দেয়া;
৮. মৃত ডাল/কান্ড নজরে পড়লে দ্রুত তা কেটে ফেলা এবং মৃত গাছ বদলিয়ে সতেজ গাছ
প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা;
৯. নির্দেশনা অনুযায়ী নিয়িমিতভবে গাছ ট্রিম করে গাছের অতিরিক্ত ডাল-পাতা ছেঁটে ফেলা এবং অবস্থান অনুযায়ী
গাছের কাঙ্ক্ষিত আকৃতি বজায় রাখা;
১০. বাগানের সৌন্দর্য বর্ধনের জন্য আইডব্লিউএম প্রাঙ্গণে প্রয়োজনীয় সংখ্যক টবসহ ইনডোর প্ল্যাট মাসিক ভাড়ার
ভিত্তিতে সরবরাহ ও পরিচর্যা করা;
১১. প্রয়োজনমাফিক অর্গ্যানিক/প্রাকৃতিক সার ব্যবহার করা এবং রাসায়নিক সার ব্যবহার থেকে বিরত থাকা;
১২. আইডব্লিউএম প্রাঙ্গণে স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত বিধি-নিষেধ মেনে চলা এবং গাছ ও বাগানের সুস্বাস্থ্য নিশ্চিত করা;

১৩. চারা-মাটি প্রভৃতি ক্রয়ের প্রয়োজন পড়লে এবং যে কোনো সমস্যা দৃষ্টিগোচর হলে, আইডব্লিউএম
কর্তৃপক্ষকে তা দ্রুত অবহিত করে ক্রয় এবং সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করা;

১৪. বাগান ও উদ্যানকে সর্বদা সতেজ ও দৃষ্টিনন্দন রাখতে সচেষ্ট থাকা;

৪.০ ন্যূনতম যোগ্যতাসমূহঃ


আগ্রহী নার্সারী প্রতিষ্ঠানকে উল্লেখিত কাজের দরপত্র দাখিলের জন্য নিম্নোক্ত যোগ্যতা থাকতে
হবেঃ

১. নার্সারী প্রতিষ্ঠান হতে হবে এবং নার্সারীর অবস্থান উত্তরায় হতে হবে।
২. বিভিন্ন কর্পোরেট অফিসে উল্লেখিত উদ্যান গড়া ও বাগান পরিচর্যা কাজের ন্যূনতম ০৩
(তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৩. উল্লেখিত কাজে প্রতি মাসে ন্যূনতম ০২ (দুই) জন দক্ষ ও অভিজ্ঞ বাগান পরিচর্যাকারী প্রদানের সক্ষমতা থাকতে
হবে।
৪. নার্সারী প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত জনবলের হালকা যন্ত্র-পাতি এবং অর্গ্যানিক/প্রাকৃতিক সার ব্যবহারের জ্ঞান থাকতে
হবে।

৫. উল্লেখিত কাজের মেয়াদঃ


১. নির্বাচিত নার্সারী প্রতিষ্ঠানকে উদ্যান গড়ে তোলার কাজ কার্যাদেশ প্রেরণের ০২ (দুই)
সপ্তাহের মধ্যেই সমাপ্ত করতে হবে।
২. বাগান পরিচর্যা ও রক্ষণা-বেক্ষণ কাজের জন্য নির্বাচিত নার্সারী প্রতিষ্ঠানকে ০২ (দুই)
বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হবে।

৬. প্রয়োজনীয় সামগ্রীঃ
উল্লেখিত কাজে আগ্রহী নার্সারী প্রতিষ্ঠানকে দরপত্রে নিম্নলিখিত সামগ্রী ও সেবা প্রদান বাবদ
এককালীন/মাসিক হার উল্লেখ করতে হবেঃ
সংখ্যা আকার
উদ্যান গড়ার কাজ সংক্রান্ত (এককালীন প্রদেয়)
১. কৃষ্ণচূড়া ২টি চারা/গাছ প্রতিটির উচ্চতা সর্বোচ্চ ৭-৮
ফুট
২. বাগান বিলাস ৪টি চারা প্রতিটি উচ্চতা ৪ ফুট হতে
হবে।
৩. কামিনী ৫০টি চারা ১২টি চারা ১ ফুট উচ্চতার
এবং বাকি চারাগুলো ২ ফুট
উচ্চতার হতে হবে।
৪. কার্পেট ঘাস, মাটি, ইট, ১,০০০ বর্গফুট জমি
বালি, সিমেন্ট ইত্যাদি আচ্ছাদিত করার জন্য
প্রয়োজনমাফিক
৫. জনবল / সার্ভিস ফি এককালীন

বাগান পরিচর্যা সংক্রান্ত (মাসিক ভিত্তিতে প্রদেয়)


১. পরিচর্যা ফি / সার্ভিস ফি মাসিক পরিচর্যা/সার্ভিস ফি এবং
(পানি দেয়া, গাছ ট্রিম করা জনবলের বেতনের সমন্বয়ে
এবং পরিচর্যার জন্য মাসিক ফি উল্লেখ করা যেতে
যাবতীয় যন্ত্রপাতি ব্যবহার পারে।
এবং পরামর্শ প্রদান)
২. জনবলের বেতন প্রতি মাসে ন্যূনতম ০২ (দুই)
জন
বাগানে ইনডোর প্ল্যান্ট সরবরাহ (মাসিক ভিত্তিতে প্রদেয়)
১. ইনডোর প্ল্যান্ট ফি মাসিক ভিত্তিতে টবসহ গাছ
প্রতি ভাড়ার নির্দিষ্ট হার
উল্লেখ করতে হবে।

৭. দরপত্র দাখিলের সময়সীমাঃ


উল্লেখিত কাজে আগ্রহী নার্সারী প্রতিষ্ঠানকে প্রয়োজনে আইডব্লিউএম ভবন পরিদর্শনপূর্বক আগামী
০৩ (তিন) কার্যদিবসের মধ্যে উপ ব্যবস্থাপক, ব্যবস্থাপনা ইউনিট, আইডব্লিউএম বরাবর দরপত্র দাখিল
করতে হবে।

You might also like