You are on page 1of 2

১) দেশটি পাকিস্তান, পাকিস্থান নয়। ২) ১৯৭১ সালের প্রেক্ষাপট বর্তমানে নেই, বাংলাদেশের

মহাস্থপতি বঙ্গবন্ধু তার বিভিন্ন ভাষণে 'সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়' - বাংলাদেশের
আদর্শ এমন হবে বলে বারবার উল্লেখ করেছেন। সে প্রেক্ষিতে ১৯৭৪ সালে পাকিস্তান সফরেও
গিয়েছিলেন এবং নিরাপদে দেশে ফিরে এসেছিলেন। যদিও এই সফরকে কেন্দ্র করে আওয়ামী
লীগের অন্ধ পাকিস্তানবিদ্বেষী অংশ বঙ্গবন্ধুকে ইঞ্জেকশন প্রয়োগে হত্যা করা হবে - এমন ষড়যন্ত্র
তত্ত্বের গুঁজব ছড়িয়ে যাচ্ছিলেন। বাস্তবে কিছুই হয়নি। ৩) পাকিস্তানী জনগণ একটি সুখী ও
সমৃদ্ধিশালী (সমৃদ্ধশালী শব্দটি ভুল) বাংলাদেশ প্রত্যাশা করে, বাংলাদেশে
মৌলবাদ/সাম্প্রদায়িকতা থাকবে কি থাকবে না এটা তাদের চিন্তায় আসেনা। তাদের মস্তিষ্কে
অতটা কুলোয় না, তবে হৃদয় দিয়ে তারা বাংলাদেশের কল্যাণ হোক, এমনটিই প্রত্যাশা করে।
৪) পাকিস্তানের বর্তমান প্রজন্মের একটি বিশাল অংশ ১৯৭১ সালের ঘটনার জন্য অত্যন্ত লজ্জিত
বোধ করে। পাকিস্তানের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক নেতা ইমরান খান সরাসরি বলেছেন -
পাকিস্তানের উচিত বাংলাদেশের কাছে ক্ষমাপ্রার্থনা করা। একই মতামত দিয়েছেন - পাকিস্তানের
সুশীল সমাজের প্রতিনিধি (আসমা জাহাঙ্গীর/নাসির জাহিদ/হামিদ মীর ইত্যাদি) ও সাধারণ
জনগণের একটি বিশাল অংশ। আপনি পাকিস্তান সম্পর্কে যা জেনেছেন তা শুধুমাত্র
বাংলাদেশী/বিদেশী বইপত্র/সাইট থেকেই জেনেছেন, পাকিস্তান কোনদিন ভ্রমণ করেননি এবং
তাই পাকিস্তান সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা আপনার সঞ্চিত হয়নি যেটা আমার রয়েছে। সুদীর্ঘ ৫
বছর একজন নাস্তিক্যবাদী হওয়ার পরেও পাকিস্তানে আমি নিরাপদে থেকেছি। পাকিস্তান সফরের
পূর্বে আপনাদের চেয়েও হয়তো বেশি পাকিস্তান বিদ্বেষ আমার ছিলো, মনে লুকোনো বিদ্বেষ নিয়ে
তাদের সঙ্গে কৌশলে আমি কথা বলেছি, কিন্তু তারা অভূতপূর্ব ভালোবাসা ও আতিথেয়তা প্রদর্শন
করে আমার ভুল ধারনা ও নেতিবাচক বিদ্বেষী মনোভাবটি জয় করেছে। এজন্যই বলে - বুক ভরা
ভালবাসা এমন একটা জিনিস, যা শত্রুকে বন্ধু বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। হ্যা, পাকিস্তান
মৌলবাদ আক্রান্ত, তবে তাদের বর্তমান প্রজন্মের একটি বিশাল অংশ মৌলবাদ বিরোধী মডারেট
মুসলিম। ৫) আমি মনে করি না, পাকিস্তানের মত মৌলবাদ আক্রান্ত রাষ্ট্রে বাংলাদেশের
খেলোয়াড় শতভাগ নিরাপদ। কিন্তু এটাও মনে করার কোন কারণ নেই যে, পাকিস্তানে
বাংলাদেশের খেলোয়াড়রা শতভাগ অনিরাপদ। তালেবানেরা নাস্তিক্যবাদী বৌদ্ধ ধর্মাবলম্বী
শ্রীলংকানদের আক্রমণ করতে পারে, তাই বলে মুসলমান বাংলাদেশী খেলোয়াড়দের তারা
আক্রমণ করবে - এমন ভাবা সমীচীন নয়। কেননা, ডিপ্লোম্যাসি সকলেই কমবেশি বোঝে।
বাংলাদেশী প্লেয়ারদের আক্রমণ করলে এর প্রতি নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের
জনগণের মনে, ফলে তাদের তালিবান সম্পর্কে নেতিবাচক ধারনার সৃষ্টি হবে এবং এটি
তালিবানদের প্রোপাগেশনে নেতিবাচক প্রভাব ফেলবে। তালিবানরা এই ক্ষতি জেনেশুনে কখনোই
করবে না। ৬) আমি এখানে আমার অভিমত ব্যক্ত করেছি মাত্র, আপনার সঙ্গে আলোচনায় বসতে
চাইনি। আমার অভিমত পছন্দ হলোনা বলে আপনি অনগ্রসর ও প্রতিক্রিয়াশীল শিবিরের দলে
ভিড়বেন - এমন দাবী 'অনগ্রসর মস্তিষ্কেরই' পরিচায়ক। ৭) পৃথিবীতে নাস্তিক্যবাদী মানেই যে
আবশ্যিকভাবে অগ্রসরগোষ্ঠী তা কিন্তু নয়। নাস্তিক্যবাদী মানেই যে অবধারিতভাবে সৎ ব্যক্তি,
সেটিও নয়। রাশিয়া এবং চীনের অজস্র দুর্নীতিগ্রস্ত নাস্তিক্যবাদী তার প্রমাণ। ৭) অভিজ্ঞতা অমূল্য
একটি জিনিস, শুধু নাস্তিকতার চর্চা করে বা শুধু কিছু বই পড়ে বিচক্ষণ ব্যক্তি হওয়া যায় না।
সময়ের সাথে সাথে অভিজ্ঞতা সঞ্চিত হয়, মানুষের আদর্শ ও বিশ্বাসের পুনঃর্মূল্যায়ন ঘটে এই
অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমেই। জ্ঞান ও অভিজ্ঞতা একজন ব্যক্তিকে স্বয়ংসম্পূর্ণ বা ‘প্রাজ্ঞ’ করে
তোলে। ৮) ১৯৭১ সালে পাকিস্তানী ধূর্ত রাজনীতিবিদ ও তাদের তাঁবেদার সামরিক বাহিনীর চরম
মানবতাবিরোধী অপরাধের কারণে সৃষ্ট রাগ/ক্ষোভ/আক্রোশ বর্তমান প্রজন্মের ওপর দিয়ে
চালানো যুক্তিসঙ্গত নয়, মানবতাবিরোধী ও ন্যায়বিরোধী। খুনের বদলে খুন নয়। যুদ্ধের বদলে
যুদ্ধ নয়। পাকিস্তান ১৯৭১ সালে আমাদের কামড় দিয়েছিলো বলে ১৯৭২-আজ পর্যন্ত আমরা
যেভাবে পাকিস্তানকে নোংরামির মাধ্যমে পাল্টা কামড় দিয়ে যাচ্ছি, সেটি সঙ্গত নয়। আমরা
মানুষ, আমরা কুকুর নই। কথায় আছে – কুকুর কামড়ালে কি মানুষেরও উচিত কুকুরকে
কামড়ানো ? - নিশ্চয়ই নয়। নাস্তিক্যবাদী হওয়ার চেয়েও বড় মানবতাবাদী হওয়া।
জাতিবিদ্বেষ/রেসিজম/উগ্র জাতীয়তাবাদ বর্জনীয়, তা ভারতবিদ্বেষ/পাকিস্তানবিদ্বেষ যেটাই হোক
না কেন। অনুরূপভাবে ‘আমরা বাংলাদেশের দালাল’ বলে যে বর্তমানে একটি ট্রেন্ড দেখা যাচ্ছে
– সেটিও সমর্থনযোগ্য নয় কেননা বাংলাদেশ কোন পতিতা নয় যে আমরা বাংলাদেশের দালাল
হবো। দালাল শব্দটি নেতিবাচক, আমরা দেশপ্রেমিক হতে পারি কিন্তু বাংলাদেশের দালাল বলে
নিজেদের অভিহিত করা কোন যুক্তিতেই সঙ্গত নয়। আশা করি, অনেক বিষয়ই স্পষ্ট হয়েছে।
ভাল থাকবেন। ধন্যবাদ।

You might also like