You are on page 1of 3

আওয়ামী বিদ্বেষী আধারের বাসিন্দার আইডি দেখলেই চোখে ভাসে লুঙ্গি ছেড়া কোন

পাগলাছাগলা মাথা চুলকাতে চুলকাতে হো হো হি হি করতে করতে কারো দিকে ধেয়ে আসছে । (
আধারের বাসিন্দার ১ম লাইনের জবাব হিসেবে )

১) মন্তব্যকারীদের প্রথম তিনজনই বিষয়টির সঙ্গে সরকারের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেছেন।
সুতরাং প্রাসঙ্গিকভাবেই ভিডিও প্রমাণের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে যে, সরকারের এতে
সংশ্লিষ্টতা নেই, বৃষ্টি এবং চালকের বেপরোয়া চালনাই দায়ী।

২) বাংলাদেশের নামকরা চিত্র পরিচালক তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক মিশুক মুনীরের মৃত্যুতে
শোক আমার অন্যদের চেয়েও অনেক অনেক বেশি, কিন্তু আমাদের দেশে একটা ট্রেন্ড হয়ে
গেছে, জীবিত থাকার সময়ে কেউ কিচ্ছু বলেনা, মৃত্যুর পরে দাবী করে - তিনি সমাজসেবক
ছিলেন, তিনি বাংলার বিবেক ছিলেন, তিনি অমুক ছিলেন, তিনি তমুক ছিলেন, তার মত এত ভাল
লোক ছিলনা, তিনি ছিলেন সাক্ষাত দেবতা, তিনি মহান, তার মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি
হলো। এই সবের মৌখিক আর লিখিত উচ্চারণ শুনে শুনে আর দেখে দেখে আমি বিরক্ত।
একদিনের কান্না, পরের দিন আবার আগের জীবনে !

ভাল লাগেনা এইসব অভিনয় দেখলে। তাদের প্রতি আমার কষ্টবোধ আছে, এমনকি এই নিউজ
পাওয়ার সাথে সাথে আমি আমার বাসায় পরিবারকে জানিয়েছি, নিজে টিভি অন করেছি, কিন্তু
মানুষের অভিনয় দেখে দেখে মানুষের প্রতি ঘেন্না ধরে গেছে। এই ধরনের শুধুমাত্র মুখসর্বস্ব এবং
অনুভূতিহীন শোক প্রকাশ চাইনা ।

৩) বাকশাল ছিলো ২য় বিপ্লব । বাকশাল ছিলো সশস্ত্র বাহিনী - চরমপন্থী বামদল এবং বিত্তবান
সমাজের বিরুদ্ধে এক মহাপ্রতিবাদ। বাকশাল প্রতিষ্ঠায় এই সংখ্যালঘু শ্রেণী অর্থাৎ ১৫%
আর্মি/বিত্তবান/শহুরে জনগোষ্ঠীর স্বার্থ বিনষ্ট হয়। তাই তারা ক্ষেপে ওঠে, তাদের
প্রতিক্রিয়াশীলতার মাধ্যমে তারা দেশের নবজাগরণকে ব্যহত করার জন্য বাকশালের বিরুদ্ধে
ঘৃণ্য অপপ্রচার চালায়, বঙ্গবন্ধু শেখ মুজিবকে নৃশংসভাবে হত্যা করে।
বাকশাল = বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ - অর্থাৎ এটিই প্রকৃতপক্ষে জনগণের দল, দেশের
সেসময়ের ৮৫% কৃষক শ্রমিকের দল। তাদের দারিদ্র বিমোচনের লক্ষ্যেই তাদের প্রাধান্য দিয়ে
এই দল গঠন করা হয়েছিলো। সেটিকেই বাংলাদেশের আর্মির অনেক সদস্য যারা একসময়
পাকিস্তান সেনাবাহিনীর সদস্য ছিলো, তারা পছন্দ করেনি। কারণ এতে আর্মিদের প্রতি সরকারী
ব্যয় কমে যেত এবং সাধারণ মানুষের ওপর সরকারী ব্যয় বৃদ্ধি পেত। ফলে, ফ্রি ফ্রি
খাওয়াদাওয়া, সুযোগ সুবিধা নেওয়া এবং গলফ খেলা বিলিয়ার্ড খেলা টেনিস খেলা বের হয়ে
যেত ! বাকশাল ছিলো সুবিধাবঞ্চিত জনগণের অবস্থা উন্নতির জন্য গঠিত দল। ডঃ মুহম্মদ জাফর
ইকবাল বাকশাল সম্পর্কে বলেন -

<img
src="http://i1127.photobucket.com/albums/l621/dr_mushfique/bakshal.png"
alt="" />

অর্থাৎ বাকশাল একটি গ্রহণযোগ্য বিষয় ছিলো সকলের কাছে এবং দেশের অরাজকতা নিরসনের
জন্য তথা সামরিক খাতে খরচ হ্রাস করে গরীব মানুষের অবস্থার উন্নতি করার লক্ষ্যেই বাকশাল
প্রতিষ্ঠা করা হয়েছিলো। সেটাকেই স্বার্থবাদী সশস্ত্র বাহিনী এবং মুনাভালোভী ব্যবসায়ী ও বিত্তবান
শ্রেণী রোখার জন্য বাকশালের নামে ঢালাওভাবে প্রোপাগান্ডা চালিয়েছে।

পুস্পিতা - ফিদেল - হাসান গংদের সমর্থক আধারের বাসিন্দা যে বিএনপি-জামাত সমর্থক সেটি
এই বাকশাল নিয়ে তার উক্তি ও অন্যান্য ব্লগে কট্টর ইসলামী মনোভাবের মাধ্যমেই প্রকাশিত
হয়।

যোগাযোগ মন্ত্রণালয় দুর্ঘটনা ঘটায়না, ঘটে এই সাধারণ মানুষের জন্য যারা ঈদের আনন্দে
পইপই করতে করতে দেশের বাড়িতে ছোটে এবং লঞ্চ বা বাসে অতিরিক্ত যাত্রী হলেও তাতেই
চড়ে দেশের বাড়িতে যায়। সরকার তো বলেই যে, অতিরিক্ত যাত্রী নিয়ে যাত্রা না করতে। সরকার
১০০টা আইন করলেও জনগণ যদি এব্যাপারে সচেতন না হয় এবং বছর বছর রিপিটেডলি যদি
এই কাজ করে যেতে থাকে, তাহলে দুর্ঘটনা হবেনা কেন আর দায় তার সম্পূর্ণ জনগণের,
সরকারের নয়।

বিএনপি জামাতের বিরুদ্ধে বলার কারণে এই ছ্যামড়া কতটা ক্ষেপেছে ! তাই বলছে - বিএনপি
গালি হলে আওয়ামীও গালি, বিএনপিকে গালি দিলাম কেন ? ইত্যাদি। অথচ আমি গালি দেইনি,
বিএনপি চরিত্রহীন হলে তাকে চরিত্রহীন বলবো না কেন ? জারজ একটি দল যার জন্য
ক্যান্টনমেন্টে। সাধারণ জনগণ ক্যান্টনমেন্টের বাসিন্দা নয়, সশস্ত্র বাহিনী শুধু খেয়েই যাবে আর
সাধারণ জনগোষ্ঠী কষ্ট করে যাবে, এমনটি সাধারণ জনগণ মানবেনা । এদেশ সাধারণ
জনগণের, আর্মি শাসকদের নয়। সাধারণ জনগণ থেকে জনপ্রতিনিধি নির্বাচিত হবে, আর্মি থেকে
নয়, জিয়াউর রহমান বা এরশাদের মত আর্মিম্যানরা দেশ শাসন করবেনা।

মুনীর চৌধুরীর সন্তান মিশুক মুনীর এবং চলচিত্র পরিচালক তারেক মাসুদ আমাদের সম্পদ,
বিএনপি জামাত যখন সরকারের সমালোচনা করার ক্ষেত্রে তাদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে
অন্যায়ভাবে ব্যবহার করে, তখন প্রতিবাদ করতেই হবে।

ডিজিটাল বাংলাদেশের অনেক কিছুই বর্তমানে প্রতিষ্ঠিত হয়েছে এবং হচ্ছে।

বিএনপি ও জামাতের সমর্থক আধারের বাসিন্দার মত কৌশলী রাজাকারদের জন্য রূপসা চপ্পল।
এরা স্বাধীনটার এত বছর পরেও ছলে বলে কৌশলে এদেশে টিকে আছে এবং মানুষকে
বিপথগামী করার অপপ্রচেষ্টায় রত। পাকিস্তানী আর্মির নষ্ট বীজদের সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে
প্রতিহত করুন।

ফিডেলবিডির মত আরেক রাজাকার আধারের বাসিন্দা, এই রাজাকারদের খুঁজে বের করে করে
এদের কঠিন শাস্তি দিন। পাকি নষ্ট বীজেরা এদেশে থাকবেনা ।

You might also like