You are on page 1of 1

ছেঁ ড়া আকাশ

সুকান্ত পাল(১৭-০১-২০১৬)

পর্ব ১—
তু মি তো চেয়েছ মরা প্রেমের চন্ডালিকা হতে
মৃত প্রেমের ছাই-এ সপ্রেমের ফু ল ফোটাতে
দোহাই বন্ধু তোমার সেই ভু ল শুধরে রাখি
আমার প্রেম আমাকে কখনো দেয়নি ফাঁকি

পর্ব ২—
খুব হয়েছে ভু ল বুঝে ঐ তারা গোনার-ই তাল করে
ভাব করিনি আর আড়িও নয় হলদে বিকেল রৌদ্দুরে
ঝু প করে ওই সন্ধ্যে নামার আলসেমিতে আড় ভেঙ্গে
হঠাৎ দেখি কান্না চোখে হলদে বিকেল নেই-'খানে

পর্ব ৩—
কান্না, সেতো চোখের ব্যাকুলতা
খোঁজ কি নেই বুকের জমা কথা
বুকের ব্যথা অশ্রু হয়ে ভেসে
হলুদ হয়ে সর্ষে ফু লে মেশে

পর্ব ৪—
হলুদ তু মি বড্ড ভালবাসো
মাঠভর্তি সরষে ফু লের বিছানা
তোমার ছবি আমার স্মৃতিপটে
ঝাপসা হয়ে আজ খুবই অচেনা —

You might also like