You are on page 1of 1

অনুগামীদের প্রতি

সুকান্ত পাল

আমি যা ভেবেছি তু ইও তাই ভেবেছিস


আমি যা দেখেছি তোর চোখকি তাই দে’খে
তাহলে — আমি এখন ক্লান্ত
তু ই কিছু দিন পরই তাই হবি
কারণ আমাকেই তো তু ই অনুসরণ করে গেলি।

আমার যখন স্বপ্ন চোখ জোড়া,


আমার যখন অনেক কাজ ছিল দুইহাতে
আমি যখন দম্ভভরা কন্ঠে
অনেক মানুষ চালিয়েছি একসাথে—

তু ই দেখেছিস, দেখে শিখেছিস সেই দম্ভ


কিন্তু দেখিসনি ভিতরের ছাইটাকে
চোখের স্বপ্ন দেখেছিস
দেখিসনি হতাশার ছবিটাকে

তাই যখন ক্লান্ত হয়ে একটা আসন নিয়েছিস পাশে


হাত রেখেছিস আমার শীর্ণ এই হাতে
তখন স্বপ্নগুলো আমি তু লে রেখেছি বুকপকেটে
তু ই পকেট হাতড়েছিস অজান্তে—

কি পেলি পকেট খালি করে


উত্তর? সে তো আমার ভবিষ্যতের
তোর প্রশ্নপত্রটাতো ভিন্ন
সেই উত্তর তোকেই দিতে হবে—ভিন্ন কোন লড়াই সংঘাতে।
...............................................................

You might also like