You are on page 1of 1

চতু ষ্পদী

১. অযথা

হাত নিশপিশ তবু তার কষ্ট কথা


লিখতে চায় না অবুঝ কঠিন মন
যে মেয়েটা পা হারিয়েছে বোমাঘাতে
ডাক্তারের কাছে পা ফেরানোর কাতর আবেদন।

২. তখন হঠাৎ

যদি ডাক আসে মানুষের মাঝে


যদি হয় আবার কবিতা সম্মেলন
একটা কথা আমার বুকের খাঁজে খাঁজে
হেঁকে বলবে— "চু প কেন বিদ্বজ্জন?"

৩. মেঘলা আকাশ

মুখটা কেমন চিকচিক করে ওঠে ফ্লাশে


রমণীয় হয় সুডৌল স্তন
তখন তু মি, সব পেয়েছির দেশে,
প্রেমীর স্পর্শ তোলে না শিহরন।

৪. দুর্বোধ্য

মাইকে ওঠে কোন দুর্বোধ্য ভাষা


ফার্সি না আরবি বোঝা বড় কঠিন
ক্ষিদের সময় কাজটা বাকী রাখি
নামাজের ডাক দিচ্ছে ব্যকু ল মুয়াজ্জিন।

----------------সুকান্ত পাল।

You might also like