You are on page 1of 2

সত্যাসত্য বিচার

বিদ্যুৎ চক্রবর্তী

সত্য বড় নিষ্করুণ বড় বেহায়া

মিথ্যা দিয়ে দেহ ঢাকে বাড়ায় মায়া।

নগ্নতা সে যত সোজা রূঢ়তায় জাগে

সত্য বড় কঠিন ঠাঁই চোখে কটু লাগে ।

আবরণ আভরণ যতো বেশি বাড়ে

মিথ্যা ততো লোভাতু র ভিড়ে নজর কাড়ে।

যত বেশি ভোট পড়ে ততো চু রি হয়

সংখ্যাধিক্য সর্বদা শেষ কথা কয়।

সংখ্যা বেশি তাই গদি বাস্তব বটে

সত্য কিন্তু স্বতন্ত্র সেই একা হাঁটে ।

যত ভিড় কম হবে ততোই একেলা

স্বাভাবিক পথে হেঁটে কাটু ক না বেলা ।

রূপ অর্থ যৌবন ধন মান সব

ভিড়ে আসে ভীড়ে যায় যত কলরব ।

একান্ত মনে যদি সব চাওয়া যায়

ধৈর্য স্থৈর্য দিয়ে বাঁধে সব গরিমায়।

কর্মে মিলায় বস্তু ধর্মে বহুদূর

অন্তরে মিলায় সত্য তন্ত্রে সুমধুর।

[ নিউ টাউন ১১ সেপ্টেম্বর ২০২১ ]

You might also like