You are on page 1of 1

কেমন আছো

.........সুকান্ত পাল।

কেমন আছো শুধাতে পারব না,


কারন তোমার কাছে যাওয়ার 
সব রাস্তায় এখন বন্ধ—
তোমার চোখের নিচের কালিটা কি এখনও আছে,
তোমাকে কি কেউ এখনও কাঁদায় আমার মত
তু মি কি এখনও জানলার ধারে বসে 
আমার অস্তিত্বের সাথে বিদ্রুপ কর 
তোমার সব স্মৃতি আমি হারিয়ে ফেলেছি,
তু মি কেমন আছো না জানালেও 
শ্মশানে আমার শব নিয়ে যারা এসেছিল
তাদের জিজ্ঞেস কর– আমার মৃত শরীরের চোখ থেকে
তোমার হারানো অশ্রু লুকানো গ্রন্থি থেকে
ঝরে গেছে বিনা কারনে,
সব ঋন সেদিনই শোধ দিয়ে গেছি আমি-
সব হাহাকার শেষ করেছি চিতার আগুনে।
---------------------------

You might also like