You are on page 1of 2

১. ‘অতিথির স্মৃতি’ গল্পে কে উপবাস থাকে?

ক) চাকর খ) মালী
গ) মালিনী ঘ) কু কু র
২. লেখককে ট্রেনে তু লে দিতে যাওয়া সবাই বকশিশ পেলেও বাকি রইল কে?
ক) মালিনী খ) চাকর
গ) কু লি ঘ) অতিথি
৩. ‘শিক্ষার সফলতা ফলাফলে’ সে অনুযায়ী ভাবের সফলতা কোথায়? ক.
ভাবকে ভাবের মধ্যে রাখলে খ.
ভাবকে ধ্যানে পরিণত করলে গ.
ভাবকে কাজে পরিণত করলে ঘ.
অন্যকে প্রভাবিত করলে ৪. ‘ভাব ও
কাজ’ প্রবন্ধে ‘দশচক্রে ভগবান ভূ ত’ এই প্রবাদ বাক্যের ‘দশচক্র’ প্রতীকটি কাদের বোঝাতে ব্যবহৃত হয়েছে?
ক. অসাধু কর্মী খ. কর্মবিমুখ মানুষ গ.
কাপুরুষ ঘ. হঠকারী ৫.
কালোমতো রোগা লোকটি বাক্সটিকে যে রঙের বলেছিল-
i. সবুজ
ii. রাঙা
iii. কালো
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) ii ও iii ঘ) iii
৬. ‘পড়ে পাওয়া’ গল্পের কাহিনির সময়টা কখনকার?
ক) কালবৈশাখীর খ) বর্ষকালের
গ) ঝড়বাদলের ঘ) শিলাবৃষ্টির
৭. কীভাবে নগেন পরাশর ডাক্তারের লাইব্রেরিতে আসে?
ক) বীরের মতো খ) পাগলের মতো
গ) চোরের মতো ঘ) স্বাভাবিকভাবে
৮. ‘তৈলচিত্রের ভূ ত’ গল্পটি লিখেছেন-
ক) রবীন্দ্রনাথ ঠাকু র খ) কাজী নজরুল ইসলাম
গ) মানিক বন্দ্যোপাধ্যায় ঘ) আবুল মনসুর আহমদ ৯. ‘জাত’
সম্পর্কে সব লোকে লালনকে জিজ্ঞাসা করার কারণ-
i. লালন অসাম্প্রদায়িকতার গান গাইতেন
ii. লালন ধর্মান্তরিত হন নি
iii. লালন ধর্মে বিশ্বাসী ছিলেন না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i
গ) iii ঘ) ii
১০. ‘জেতের ফাতা’ বলতে কী বোঝানো হয়েছে? ক)
মানুষের পরিচয় খ) জাতের পরিচয়
গ) জাতের বড়াই ঘ) বংশ গৌরব
১১. ‘শমন’ শব্দটির অর্থ কী?
ক) মৃত্যুর দেবতা খ) মৃত্যুর আদেশ
গ) মৃত্যু ভয় ঘ) মৃত্যু কামনা
১২. ‘তবে যদি দয়া কর’-এখানে কার কাছে দয়া চাওয়া হয়েছে?
ক) মক্ষিকা খ) অমৃত-হ্রদ
গ) বঙ্গভূ মি ঘ) বিদেশ
১৩. এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?
ক) মো ইয়ান খ) রবীন্দনাথ ঠাকু র
গ) গাও জিং জিয়ান ঘ) ইয়াসুনারি কাওয়াবার্টা
১৪. ‘বছর পনেরো-ষোল’ উপেনের কোথায় কাটে?
ক) কাশীতে খ) বৃন্দাবনে
গ) গহীন জঙ্গলে ঘ) হাটে-মাঠে-ঘাটে
১৫. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার প্রথম লাইন কোনটি?
ক) আড়ালে আড়ালে থাকি খ) করিতে পারি না কাজ গ) পাছে
লোকে কিছু বলে ঘ) নীরবে আপনা ঢাকি
১৬. কামিনী রায়ের কাব্যগ্রন্থ কোনটি?
ক) ছাড়পত্র খ) গুঞ্জন
গ) সোনার তরী ঘ) অশোক-সংগীত ১৭.
কোনগুলো চলিত রীতির বিশেষ্য পদ?
ক) মৎস্য, হাতি খ) হাতি, বাঘ
গ) মাছ, হস্তী ঘ) ব্যাঘ্র, মাছ
১৮. নিচের কোনটির সাহায্যে মানুষ সূক্ষ্মাতি-সূক্ষ্মভাবে মনের ভাব প্রকাশ করতে পারে?
ক) ইঙ্গিতের সাহায্যে খ) কন্ঠধ্বনির সাহায্যে
গ) চিত্রাঙ্কনের সাহায্যে ঘ) ঘোষ ধ্বনির সাহায্যে
 ১৯. ‘এ’ ধ্বনির উচ্চারণ কোন ধরনের হয়?
ক) সংবৃত ও বিবৃত খ) বিবৃত
গ) সংবৃত ঘ) অর্ধ সংবৃত
২০. খাঁটি বাংলা শব্দে এ ধ্বনির উচ্চারণ কেমন হয়?
ক) বিবৃত খ) সংবৃত
গ) হ্রস্ব ঘ) দীর্ঘ
২১. ‘স’ এর সঙ্গে কোন কোন বর্ণ যুক্ত হলে ‘স’ এর উচ্চারণ দন্ত্য হয়?
ক) র, র, ন, ট খ) খ, র, ব, চ
গ) খ, র, ত, থ ঘ) ত, থ, ম ঞ
২২. কোনগুলো কন্ঠধ্বনি?
ক) ক খ গ ঘ ঙ খ) চ ছ জ ঝ ঞ
গ) ট ঠ ড ঢ ণ ঘ) ত থ দ ধ ন
 ২৩. ‘কু লি’ শব্দের স্ত্রীবাচক শব্দ কী?
ক) কু লিনী খ) মেয়ে কু লি
গ) মজুরনী ঘ) কামিন
২৪. নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?
ক) বেয়াই খ) বিপত্নীক
গ) দাবাড়ু ঘ) সাহেব
২৫. যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয়, তাকে বলে -
ক) সমাপিকা ক্রিয়া খ) অকর্মক ক্রিয়া
গ) যৌগিক ক্রিয়া ঘ) অসমাপিকা ক্রিয়া
২৬. ‘কর্’ কোন ধাতু র উদাহরণ?
ক) সাধিত ধাতু খ) নাম ধাতু
গ) মৌলিক ধাতু ঘ) যৌগিক ধাতু
২৭. নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ?
ক) মহোর্মি খ) অন্তর্গত
গ) পুনর্বার ঘ) প্রাতরাশ
২৮. অ-ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে বর্গের ৩য়/৪র্থ/৫ম ধ্বনি থাকলে বিসর্গ ও অ-ধ্বনি স্থলে স-জাত বিসর্গে -
ক) ই-কার হয় খ) উ-কার হয়
গ) এ-কার হয় ঘ) ও-কার হয়
২৯. ‘পুনরাবৃত্তি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো -
ক) পুন + আবৃত্তি খ) পুণ + আবৃত্তি
গ) পুনঃ + আবৃত্তি ঘ) পুণঃ + আবৃত্তি
৩০. আমাদের নিকট বাংলা কী ধরনের ভাষা?
ক) মনের ভাষা খ) দেশের ভাষা
গ) মুখের ভাষা ঘ) মাতৃ ভাষা

You might also like