You are on page 1of 3

১ : 

সাদিয়া ‘ভূ গোল ও পরিবেশ’ বইটি দেখছিল। বইটিতে মহাবিশ্ব, জনসংখ্যা, বায়মুণ্ডল, বাংলাদেশের সম্পদ প্রভৃ তি আলোচনা করা হয়েছে। বইটি
পড়ে সে জানতে পারলো- ‘প্রকৃ তি, পরিবেশ ও সমাজ সম্পর্কে বিশেষ জ্ঞান হলো ভূ গোলের আলোচ্য বিষয়।’
ক. ভূ গোল সম্পর্কি ত কার্লরিটারের সংজ্ঞাটি লেখো।
খ. আধুনিক ভূ গোলের পরিধি ব্যাখ্যা করো ।
গ. উক্ত বিষয়টি ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের বক্তব্যটির যথার্থতা যাচাই করো।

২ : আজ চট্টগ্রামে বাংলাদেশ ও পাকিস্তানের দিবা-রাত্রির প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। কিন্তু কয়েকদিন থেকে চট্টগ্রামে একটানা বৃষ্টি হচ্ছে।
আবহাওয়াবিদদের মতে, চট্টগ্রামে আজ সকালে আবহাওয়া ঠিক থাকলেও বিকালের দিকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ক. প্রাকৃ তিক ভূ গোল কী?
খ. জড় পরিবেশ বলতে কী বোঝায়?
গ. আবহাওয়াবিদদের ধারণাকৃ ত বিষয়টি প্রাকৃ তিক ভূ গোলের কোন শাখায় আলোচনা করা হয়- ব্যাখ্যা করো।
ঘ. উক্ত শাখাটি পাঠের মাধ্যমে আমরা কোন কোন বিষয় সম্পর্কে ধারণা পেতে পারি- বিশ্লেষণ করো।

৩ : দৃশ্যকল্প-১: শফিক সাহেব টেলিভিশনে দেখলেন জাপানের উত্তর-পূর্বাঞ্চলের একটি শহর কেঁ পে উঠছে এবং মুহূর্তে র মধ্যে বাড়িঘর, রাস্তাঘাট ভেঙে
যাচ্ছে।
দৃশ্যকল্প-২: রফিক সাহেব জিওগ্রাফিক চ্যানেলে দেখলেন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের একটি স্থানের ফাটল দিয়ে ভূ -অভ্যন্তরের গলিত পদার্থ বের হয়ে
আসছে।
ক. সুনামি অর্থ কী?
খ. সুনামি সৃষ্টির কারণ ব্যাখ্যা করো।
গ. দৃশ্যকল্প-২ এ ঘটে যাওয়া দুর্যোগটি সৃষ্টির কারণ ব্যাখ্যা করো।
ঘ. ‘দৃশ্যকল্প-১’ এবং ‘দৃশ্যকল্প-২’ এর ঘটে যাওয়া দুর্যোগ দুটির ফলাফলের তু লনামূলক বিশ্লেষণ করো।

৪ : অনেকেই রেললাইনে প্রাপ্ত কঠিন পাথরকে শিলা বলে। কিন্তু প্রকৃ তপক্ষে কঠিন, কোমল, বালি, কাদা সবই শিলার অন্তর্গত। অর্থাৎ পৃথিবী যেসব
উপাদান দ্বারা গঠিত তাদেরকেই শিলা বলা হয় । অর্থনৈতিক দিক থেকে শিলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক. শিলা কাকে বলে?
খ. শিলার প্রকারভেদ লেখো।
গ. আগ্নেয় শিলা ও পাললিক শিলার পার্থক্য তু লে ধরো।
ঘ. আলোচ্য বিষয়টির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো।

৫ : রাহাত তার গ্রামের আদমশুমারী রিপোর্ট থেকে জানতে পারল যে ১০ বছর আগের চেয়ে বর্ত মান লোকসংখ্যা অনেক বেড়ে গেছে। কৃ ষিজমির
পরিমাণ অনেক কমে গেছে, ঘরবাড়ি, রাস্তাঘাট প্রভৃ তি অনেক বেড়ে গেছে।
ক. শরণার্থী কারা?
খ. জনসংখ্যার ঘনত্ব ও বন্টনে প্রাকৃ তিক ও অপ্রাকৃ তিক প্রভাবক ভূ মিকা রাখে— ব্যাখ্যা কর।
গ. রাহাতের গ্রামের লোকসংখ্যা বাড়ার ফলে কী কী সমস্যা হতে পারে? ব্যাখ্যা কর।
ঘ. রাহাতের গ্রামের জনসংখ্যা বৃদ্ধি রোধে কী কী পদক্ষেপ গ্রহণ, করা যেতে পারে? ব্যাখ্যা কর।

৬ : বেসরকারি জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘প্ল্যান’ বাংলাদেশের কোন শহরে কত লোক বাস করে, এর উপর একটি জরিপ পরিচালনা করতে গিয়ে
দেখে, খুব ছোট শহরের লোকসংখ্যা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বড় শহরের তু লনায় বেশি। ‘প্ল্যান’ ক্ষেত্রফল দিয়ে শটির জনসংখ্যাকে ভাগ করে
জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করে।
ক. অবাধ অভিবাসন কাকে বলে?
খ. বলপূর্বক অভিগমন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে জরিপকারী প্রতিষ্ঠান তোমার পাঠ্যপুস্তকের কোন বিষয় নিয়ে কাজ করছে? ব্যাখ্যা করো।
ঘ. তু মি কী মনে করো, পৌষ্টিক ঘনত্ব নির্ণয় করলে উদ্দীপকের ঘনত্ব নির্ণয় থেকে আরও বেশি তথ্য সংগ্রহ করা সম্ভব? মতামতের সপক্ষে যুক্তি দাও।

৭. নিচের চিত্রটি দেখে প্রশ্নগুলোর উত্তর দাও :


ক. উত্তর গােলার্ধে বড় দিন কোনটি?
খ. অধিবর্ষ বলতে কী বােঝায়?
গ. ‘W’ অবস্থানে দিনরাত্রির কী ধরনের পরিবর্ত ন হবে ব্যাখ্যা কর।
ঘ. পৃথিবীর পরিক্রমণকালে ‘W’ এবং X’ অবস্থানে কি একই
ধরনের ঋতু পরিলক্ষিত হয়? বিশ্লেষণ কর।

৮. নিচের চিত্রটি দেখে প্রশ্নগুলোর উত্তর দাও :

ক. চন্দ্র কী?
খ. মঙ্গল গ্রহের বৈশিষ্ট্য লেখ।
গ. ‘P’ চিহ্নিত গ্রহটি জীবের জন্য বসবাস উপযােগী কেন? ব্যাখ্যা
কর।
ঘ. Q' ও 'R' চিহ্নিত গ্রহ দুটির বৈশিষ্ট্যের তু লনামূলক বিশ্লেষণ কর।

৯ : ‘ক’ দেশটির তিনদিকে ভারত, একপাশে মিয়ানমার অবস্থিত। এর মহীসোপানের দৈর্ঘ্য ৩৫০ নটিক্যাল মাইল।
ক. হাওড় কাকে বলে?
খ. বাংলাদেশে ভূ প্রকৃ তিতে নানান বৈচিত্র্য এসেছে কীভাবে?
গ. ‘ক’ দেশটির অবস্থান ব্যাখ্যা করো।
ঘ. ‘ক’ দেশটির আয়তন বিশ্লেষণ করো।

 ১০ : সাকিব, নাঈম, তনয় তিন বন্ধু । সাকিব এর বাড়ি পার্বত্য চট্টগ্রামে। নাঈমের নিজবাড়ি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। সে তনয় এর বাড়ি
দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বেড়াতে গিয়ে এক বিশেষ প্রকৃ তির ভূ মিরূপ দেখতে পেল।
ক. নদীমাতৃ ক দেশ কাকে বলে?
খ. একই জমিতে বিভিন্ন ধরনের শস্য আবাদ করার প্রক্রিয়া ব্যাখ্যা করো।
গ. নাঈমের নিজ এলাকায় কোন ধরনের ভূ প্রকৃ তি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো।
ঘ. সাকিব ও তনয়ের এলাকায় ভূ প্রকৃ তির মধ্যে কোনটি কৃ ষিকাজের জন্য অনুকূ ল? মতামত দাও। ১১. একদল
শিক্ষার্থী দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে শিক্ষা ভ্রমণে যায়। সেখানে তারা দেখতে পায় একটি নদীর স্রোতকে কাজে লাগিয়ে এক ধরনের শক্তি উৎপন্ন করা হচ্ছে।
ক. ধলেশ্বরী কোন নদীর শাখানদী? খ.
কালবৈশাখী ঝড় কীভাবে সংঘটিত হয়?
গ. শিক্ষার্থীদের দেখা নদীটির গতিপথ বর্ণনা কর।
ঘ. বাংলাদেশের অর্থনীতিতে উক্ত নদীটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।

You might also like