You are on page 1of 6

১.

ফ্রান্সের চতু র্দ শ লুই বলতেন


ক. আমিই রাষ্ট্র     খ. আমিই সরকার
গ. আমিই জনগণ  ঘ. আমিই সমাজ
২. রাষ্ট্রের উপাদান কটি?
ক. ৭টি   খ. ৬টি   গ. ৫টি   ঘ. ৪টি
৩. রাষ্ট্র পরিচালনা করতে সরকার কয় ধরনের কাজ সম্পাদন করেন?
ক. ৫ ধরনের       খ. ৪ ধরনের
গ. ৩ ধরনের       ঘ. ২ ধরনের
৪. সরকার রাষ্ট্রের একটি
ক. গুরুত্বহীন উপাদান    খ. গুরুত্বপূর্ণ উপাদান
গ. নমনীয় উপাদান         ঘ. পরিবর্ত নশীল উপাদান
৫. রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে গ্রহণযোগ্য মতবাদ কোনটি?
ক. ঐতিহাসিক বা বিবর্ত নমূলক মতবাদ
খ. বল বা শক্তি প্রয়োগ মতবাদ
গ. ঐশী মতবাদ ঘ. সামাজিক চু ক্তি মতবাদ
৬. আমাদের এই পৃথিবীতে ছোট-বড় মোট কতটি রাষ্ট্র আছে?
ক. ২০০টি          খ. ১৭৯টি গ. ১৯৫টি        ঘ. ১৯৩টি
৭. রাষ্ট্র একটি কী ধরনের প্রতিষ্ঠান?
ক. সামাজিক প্রতিষ্ঠান  খ. রাজনৈতিক প্রতিষ্ঠান
গ. ধর্মীয় প্রতিষ্ঠান ঘ. ব্যক্তি প্রতিষ্ঠান
৮. নাগরিকের অধিকার ও কর্ত ব্য কোথায় আলোচিত হয়?
ক. পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে
খ. অর্থনীতি বিষয়ে            গ. সাহিত্য বিষয়ে
ঘ. ইতিহাস বিষয়ে
৯. কোন অধিকার ভোগের মাধ্যমে নাগরিকরা রাষ্ট্র পরিচালনায় পরোক্ষভাবে অংশ নেয়?
ক. তথ্যের অধিকার           খ. রাজনৈতিক অধিকার
গ. নৈতিক অধিকার           ঘ. সামাজিক অধিকার
১০. অধিকার ভোগের মাধ্যমে নাগরিকের কোনটির বিকাশ ঘটে?
ক. ব্যক্তিত্বের       খ. শিক্ষার
গ. মূল্যবোধের     ঘ. আচরণের
১১. জীবনধারণের অধিকার কী জাতীয় অধিকার?
ক. সামাজিক        খ. রাজনৈতিক
গ. অর্থনৈতিক      ঘ. নৈতিক
১২. অধিকার ভোগ করতে হলে প্রয়োজন
i. সঠিক ভোটাধিকার প্রয়োগ
ii. সরকারি কাজে সহযোগিতা করা
iii. অন্যকে পথ চলতে সহযোগিতা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii                     খ. ii ও iii
গ. i ও iii                    ঘ. i, ii ও iii
১৩. আত্মসংযম একজন নাগরিককে ঊর্ধ্বে রাখে
i. দুর্নীতি
ii. স্বজনপ্রীতি
iii. পক্ষপাতিত্বের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii                     খ. ii ও iii
গ. i ও iii                    ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
জনাব হাফিজের মানিকগঞ্জে একটি দিয়াশলাই কারখানা আছে। তিনি তার কারখানার আয়ের ওপর
প্রতি বছর সরকার নির্ধারিত কর পরিশোধ করেন।
১৪. জনাব হাফিজের দায়িত্বটিকে কী বলা যায়?
ক. নৈতিক অধিকার           খ. আইনগত অধিকার
গ. নৈতিক কর্ত ব্য  ঘ. আইনগত কর্ত ব্য
১৫. জনাব হাফিজের উক্ত দায়িত্বটির সঙ্গে নিচের কোনটি অধিকারটি সম্পর্ক যুক্ত?
ক. রাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধি
খ. রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা করা
গ. নাগরিকের সামাজিক অধিকার রক্ষা করা
ঘ. নাগরিকের রাজনৈতিক অধিকার রক্ষা করা
১৬. জনাব রাজেকু জ্জামান একজন সুনাগরিক। নিচে তার যে গুণগুলো পরিলক্ষিত হবে
i. বুদ্ধি  
ii. বিবেক         
iii. আত্মসংযম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii                     খ. ii ও iii
গ. i ও iii                    ঘ. i, ii ও iii
১৭. যেকোনো দেশের নির্বাচন পদ্ধতি হলো
i.  ভোটদান  ii. জনপ্রতিনিধি নির্বাচন ভোটদান
iii. এক ব্যক্তি, এক ভোট
নিচের কোনটি সঠিক
(ক) i (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
অনুচ্ছেদটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও
মাজাহার একটি র‌্যালিতে ফেস্টু ন হাতে অংশ নিয়েছিলেন। লেখা ছিল ‘যুদ্ধাপরাধীর বিচার চাই’। তাতে
দেশের একটি রাজনৈতিক দলের উচ্চ নেতাদের ছবিও ছিল।
১৮. মাজাহার কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে র‌্যালিতে অংশ নিয়েছিল?
(ক) জামায়াতে ইসলামী বাংলাদেশ  
(খ) ইসলামী ঐক্যজোট
(গ) বাংলাদেশ শাসনতন্ত্র আন্দোলন  
(ঘ) বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)
১৯.  আলোচিত রাজনৈতিক দলটিতে রয়েছেন-
i. গণতান্ত্রিক আদর্শের সমর্থক  ii. শিক্ষিত সদস্য
iii. সনাতনপন্থি সদস্য
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii (ঘ) i, ii ও iii
২০.  যেকোনো রাজনৈতিক দলের মাধ্যমে সম্পন্ন হয়
i.  নির্বাচনে প্রার্থী মনোনয়ন 
ii. দলীয় কর্মসূচি প্রণয়ন 
iii. সরকারের গঠনমূলক বিরোধিতা
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
২১. একটি অধিবেশন সম্পন্ন হওয়ার কতদিনের মধ্যে আরেকটি অধিবেশন অনুষ্ঠিত হতে হয়?
ক. ৬৫ দিন      খ. ৬০ দিন      গ. ৫৫ দিন      ঘ. ৫০ দিন
২২. বাংলাদেশে মোট কতটি উপজেলা রয়েছে?
ক. ৪৭৫টি      খ. ৪৮০টি      গ. ৪৯০টি      ঘ. ৪৯২টি
২৩. সমাজের শাশ্বত বিদ্যালয় কোনটি?
ক. বিশ্ববিদ্যালয়                খ. মাধ্যমিক বিদ্যালয়
গ. প্রাথমিক বিদ্যালয়         ঘ. পরিবার
২৪.  অনন্যার বাবা সংস্থাটির অন্য সদস্যদের নির্বাচন করেন। তিনি কে?
i. প্রধান নির্বাচন কমিশনার ii. সহকারী নির্বাচন কমিশনার (iii) উপ-সহকারী নির্বাচন কমিশনার
নিচের কোনটি সঠিক
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
২৫. রাষ্ট্রপতির এখতিয়ারভু ক্ত কাজ হলোÑ
i. দেশের সব আইন প্রণয়ন করা      ii. জনপ্রতিনিধি নির্বাচন করা
iii. প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের অধিবেশন স্থগিত বা ভেঙে দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii                                 খ. ii ও iii
গ. i ও iii                                ঘ. i, ii ও iii
২৬. রাষ্ট্রপতির জাতীয় সংসদ বিষয়ক কার্যাবলী হলোÑ
i. অধিবেশন আহ্বান করা    ii. অধিবেশন স্থগিত করা
iii. অধিবেশন বাতিল করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii                                 খ. ii ও iii
গ. i ও iii                                ঘ. i, ii ও iii
২৭. রাজনৈতিক দলের প্রধানকে কী বলা হয় ?
ক. চেয়ারম্যান
খ. কর্মী
গ. নেতা
ঘ. সংগঠক                                                                       
২৮. সমাজতান্ত্রিক অর্থনৈতিক রূপরেখায় গঠিত রাজনৈতিক দল কোনটি?
ক. বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (সিপিবি)
খ. জাতীয় পার্টি
গ. বাংলাদেশ আওয়ামী লীগ
ঘ. বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
২৯. রাষ্ট্রপতি ‘ক’ দেশের সর্বোচ্চ ব্যক্তি এবং তিনি নামমাত্র প্রধান কিন্তু প্রকৃ তশাসন ক্ষমতা প্রধানমন্ত্রী
এবং মন্ত্রিসভার হাতে ন্যন্ত। ‘ক’ দেশের ক্ষেত্রে বলা যায় Ñ
i. রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু রয়েছে
ii. সংসদীয় সরকার ব্যবস্থা চালু রয়েছে
iii. প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি সব কাজ করেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii                                 খ. ii ও iii
গ. i ও iii                                ঘ. i, ii ও iii
৩০. বাংলাদেশে রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতাÑ
i. বাংলাদেশের নাগরিক হতে হবে
ii. বয়স কমপক্ষে ৩০ হতে হবে
iii. জাতীয় সংসদের সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii                                 খ. ii ও iii
গ. i ও iii                                ঘ. i, ii ও iii

You might also like