You are on page 1of 3

১ : 

রুমি, নাফিসা ওরা ওদের চাচার সাথে জাতীয় জাদুঘর ও মুক্তিযুদ্ধ জাদুঘরে বেড়াতে যায় এবং অনেক পুরাতন নিদর্শন দেখে। সেখানে রুমি মসলিন
শাড়ি, নবাবদের ব্যবহৃত তৈজসপত্র, আসবাবপত্র এবং গহনাপত্র দেখে মুগ্ধ হয়। অন্যদিকে নাফিসা মুক্তিযুদ্ধের বিরুদ্ধ পক্ষের আত্মসমর্পণ দলিল ও বিভিন্ন
ঐতিহাসিক ঘটনা সংবলিত পোস্টার, পুস্তক-পত্রিকা দেখে আবেগাপ্লুত হয়।
ক. আধুনিক ইতিহাসের জনক কে?
খ. ইতিহাস পাঠে কীভাবে আমাদের সচেতনতা বৃদ্ধি পায়?
গ. রুমি ইতিহাসের কোন ধরনের উপাদান দেখেছিল? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
ঘ. “প্রাচীন বিশ্বসভ্যতা জানার জন্য নাফিসার দেখা ইতিহাসের উপাদানগুলো গুরুত্বপূর্ণ”- উক্তিটির ব্যাখ্যা দাও।

২ : রায়পুরা ইউনিয়নের অধিবাসীরা যাতায়াতের ক্ষেত্রে অত্যন্ত ভোগান্তির শিকার হয়। এলাকার পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সুবন্দোবস্ত না থাকায় অতি বৃষ্টিতে
জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে দুর্গন্ধযুক্ত পানিতে জনজীবন অতিষ্ঠ। এমনকি জলাবদ্ধতার কারণে ইউনিয়নের শাকসবজির চাষ ব্যাহত হয়। মিল কারখানার
বর্জ্য পানিতে পড়ায় কৃ ষি জমির উর্বরতা শক্তি নষ্ট হয়।
ক. হায়ারোগ্লিফিক কী?
খ. মিশরীয়রা মৃতদেহকে মমি করে রাখত কেন?
গ. রায়পুরা ইউনিয়নের জনগণ কোন সভ্যতার জ্ঞান কাজে লাগিয়ে এলাকার পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারে? ব্যাখ্যা করো।
ঘ. রায়পুরা ইউনিয়নের কৃ ষি জমির উর্বরতা শক্তি নষ্ট হওয়ার ঘটনা যেন মিশরীয় সভ্যতার বিপরীত চিত্র পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো।

৩ : পিয়াস একটি প্রাচীন সভ্যতা সম্পর্কে পড়ছিল। এ সভ্যতা সুশৃঙ্খল নগর সভ্যতা উপহার দিয়ে গেছে যা তৎকালীন ভারতীয় উপমহাদেশের পরাধীন
জাতিকে বিশ্বাসী ও স্বাধীনচেতারূপে গড়ে উঠার প্রেরণা যুগিয়েছে। ব্যবসায় বাণিজ্যের মাধ্যমে এ সভ্যতার অর্থনীতি বেশ সমৃদ্ধ হয়ে উঠেছিল। এ
সভ্যতার কোন মন্দির বা মঠের চিহ্ন পাওয়া যায় নি।
ক. রোমান আইন প্রণীত হয় কত খ্রিষ্টাব্দে?
খ. ‘হায়ারোগ্লিফিক’ বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে কোন সভ্যতার ইঙ্গিত বহন করে? উক্ত সভ্যতার স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের ব্যাখ্যা করো।
ঘ. উক্ত সভ্যতার শিল্প ও নগর পরিকল্পনা বিশ্লেষণ করো।

৪ : অস্ট্রেলিয়া থেকে একদল পর্যটক বাংলাদেশে আসেন। তারা রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী ফরিদপুর অঞ্চল ঘুরে দেখেন। এখানকার প্রাচীন স্থাপনাগুলো
দেখে তারা মুগ্ধ হন। এরপর তারা যান দিনাজপুর ও বগুড়া। সেখানকার প্রাকৃ তিক সৌন্দর্যে তারা মুগ্ধ হন। বাংলাদেশেও যে এমন সমৃদ্ধ জায়গা থাকতে
পারে, এটি তাদের ধারণার বাইরে ছিল।
ক. সমতট অঞ্চলের রাজধানী কোথায় ছিল?
খ. প্রাচীন বাংলার জনপদগুলোর বর্ণনা থেকে কী জানা যায়?
গ. অস্ট্রেলিয় পর্যটকগণ প্রথমে বাংলাদেশের যে সব অঞ্চল ঘুরে দেখেন সেগুলো প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভু ক্ত ছিল? ব্যাখ্যা করো।
ঘ. পর্যটকদের পরবর্তীতে ঘুরে দেখা অঞ্চল প্রাচীন বাংলার যে জনপদে অবস্থিত তা ছিল সবচেয়ে সমৃদ্ধ জনপদ— উক্তিটির সপক্ষে তোমার মতামত
দাও।

৫ : জনাব আছিব সাহেব পৃথিবীর বিভিন্ন জনপদ সম্পর্কে জানতে একটি ইতিহাস বই ক্রয় করেন । তিনি পাল রাজাদের আমলে যে জনপদটির জানতে
পারেন। এক সময় এটি শশাংকের রাজধানী ছিল। শুধু তাই নয়, শশাংকের পরবর্তীকালে আরও অনেকের রাজধানী ছিল এ প্রাচীন জনপদটি।
ক. তৎকালীন কতটি জনপদের কথা জানা যায়?
খ. জনপদ বলতে কী বোঝায়?
গ. আছিব সাহেবের বইটিতে প্রাচীন বাংলার যে জনপদটির প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে -তার বর্ণনা দাও।
ঘ. তু মি কি মনে কর, উক্ত জনপদটি এক সময় সমগ্র বাংলাদেশকে নিয়েই পরিচিত ছিল? পাঠ্যপুস্তকের আলোকে মতামত দাও।

৬ : ইতিহাসের শিক্ষক হাবিবুর রহমান শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে গল্পের ছলে বললেন, সালিয়াকান্দি নামে এক অঞ্চলের মানুষ একজন অত্যাচারিত
শাসকের অন্যায়-অবিচারে মানবেতর জীবনযাপন করছিল। হঠাৎ একদিন কোথা থেকে এক ব্যক্তি সেখানে আগমন করে নিজেকে সে অঞ্চলের মোড়ল
হিসেবে ঘোষণা করে। তার নাম শাহ আলম। সে সাহসের সাথে অত্যাচারী শাসককে বিতাড়িত করে এবং বেশ দক্ষতা ও দূরদর্শিতার সাথে মানুষের মধ্যে
শান্তি ফিরিয়ে আনে।
ক. বৌদ্ধ ধর্মের একজন বড় পৃষ্ঠপোষক কে ছিলেন?
খ. তাম্রশাসন বলতে কী বোঝ?
গ. আগন্তুক শাহ আলমের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত আগন্তুকের পুত্রও একজন সুযোগ্য শাসক ছিলো— উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
৭ : রসুলপুর এলাকার বিখ্যাত মাতব্বর জাভেদ মণ্ডলের মৃত্যুর পর তার অঞ্চলে দীর্ঘদিন বিশৃঙ্খল পরিস্থিতি চলতে থাকে। চরম দুঃখ দুর্দ শা থেকে মুক্তি
লাভের উদ্দেশ্যে ঐ অঞ্চলের প্রবীণ নেতাগণের পরামর্শে জনাব ইকবাল নামে এক ব্যক্তিকে মাতব্বর পদে নির্বাচিত করা হয় এবং দেশের জনসাধারণ
সানন্দে জনাব ইকবালকে মেনে নেয়।
ক. শশাংক কোন ধর্মের উপাসক ছিলেন?
খ. সেনদের ‘ব্রহ্মক্ষত্রিয়’ বলা হয় কেন?
গ. প্রাচীন বাংলার কোন পাল রাজার নির্বাচন পদ্ধতি কাজে লাগিয়ে জনাব ইকবালকে মাতব্বর পদে নির্বাচিত করা হয়? ব্যাখ্যা করো।
ঘ. তু মি কি মনে কর, প্রাচীন বাংলার উক্ত পাল রাজার নির্বাচিত হওয়ার পদ্ধতি সঠিক ছিল? তোমার মতামত দাও।

৮: দৈনিক পত্রিকার একটি খবরের মাধ্যমে সবাই জানতে পারে একটি অঞ্চলের নির্বাচনে ক্ষমতাসীন দলের চরম পরাজয় ঘটে। এমনকি ৩০৯টি আসনের
মধ্যে ক্ষমতাসীন দল মাত্র ৯টি আসন লাভ করে। তারপরও ক্ষমতাসীন দল নানা অজুহাতে বিজয়ী দলের। হাতে ক্ষমতা দিতে টালবাহানা করে।
(ক) উর্দু এবং একমাত্র উর্দু ই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা”-উক্তিটি কার? (খ) ২১
ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস বলার কারণ ব্যাখ্যা কর। (গ)
উদ্দীপকে পত্রিকার খবর কোন নির্বাচনের ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা দাও। (ঘ) তু মি
কি মনে কর “উক্ত নির্বাচনের তাৎপর্য সুদূরপ্রসারী”? তোমার মতামত উপস্থাপন কর।
৯ : সজল ও কাজল দুই ভাই। সজল লেখাপড়ায় আগ্রহী হলেও কাজলের পড়ালেখায় মন ছিল না। ওদের বাবা কাপড়ের ব্যবসায়ী ছিলেন। হঠাৎ
বাবা মারা যাওয়ায় দুই ভাইকেই ব্যবসায় মন দিতে হয়। বিদেশি কাপড়ের ব্যবসায় লাভ বেশি বলে কাজলের আগ্রহ ছিল সেই দিকে, কিন্তু লাভ কম
হলেও সজল দেশি কাপড়ের ব্যবসায় অধিক আগ্রহী ছিল।
ক. বঙ্গভঙ্গ কত সালে কার্যকর হয়?
খ. ইংরেজদের বিভেদ ও শাসননীতি বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।
গ. সজল কোন আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে দেশি কাপড়ের ব্যবসায়ে আগ্রহী হয়? ব্যাখ্যা করো।
ঘ. “উক্ত আন্দোলনই গণসচেতনতা ও স্বাধীনতা অর্জ নে জনগণকে আন্দোলিত করেছে” – বিশ্লেষণ করো।

১০. কাঞ্চননগর গ্রামে হিন্দু ও মুসলিম উভয় ধর্মাবলম্বী লোক বাস করে। একাধিকবার হিন্দু চেয়ারম্যান ক্ষমতায় থাকায় এখানে হিন্দুরাই বেশি প্রাধান্য
বিস্তার করে এবং তাদের অনেক উন্নতি সাধিত হয়। মুসলমানরা নিজেদের জন্য একটি সংগঠন প্রতিষ্ঠা করে। এর মাধ্যমে তারা শিক্ষাদীক্ষা, সংস্কৃ তিসহ
সকল ক্ষেত্রে নিজেদের অগ্রগতি নিশ্চিত করে। ক. কত খ্রিষ্টাব্দে মুসলিম লীগ গঠিত হয়?
খ. বঙ্গভঙ্গ রদে মুসলমানদের প্রতিক্রিয়া কী ছিল?
গ. মুসলমানদের স্বার্থে প্রতিষ্ঠিত কোন সংগঠনের সাথে উদ্দীপকের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের সংগঠনের মতোই “ব্রিটিশ ভারতীয় শাসনব্যবস্থায় একটি সংগঠন মুসলিম প্রতিনিধিত্বকে সুসংহত করেছিল” যুক্তিসহ মতামত দাও।

১১. পলাশ তার বন্ধু ডেভিডের জন্মদিনে মোবাইল ফোনের মেসেজে ইংরেজি অক্ষরে ‘SHUVO JONMODIN' কথাটি লিখে পাঠায় । পাশ্চাত্য
ভাবধারায় বেড়ে ওঠা ডেভিড তার বন্ধু র কাজটিকে সমর্থন করেনি। সে ইংরেজিতে জন্মদিনের প্রচলিত মেসেজে ‘HAPPY BIRTHDAY’ আশা
করেছিল । ক. ১৯৪৮ সালের ২৪শে মার্চ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্ত ন অনুষ্ঠানে কে উর্দু কে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন?
খ. ১৯৪৯ সালের পূর্ববাংলা ভাষা কমিটি কেন গঠিত হয়?
গ. পলাশের মানসিকতায় কোন আন্দোলনের প্রভাব লক্ষ করা যায়? ব্যাখ্যা কর ।
ঘ. তু মি কি মনে কর ডেভিডের চিন্তা-চেতনা বাংলা ভাষা বিকাশের অন্তরায়? যুক্তি দাও ।

You might also like