You are on page 1of 2

১ : 

আজ চট্টগ্রামে বাংলাদেশ ও পাকিস্তানের দিবা-রাত্রির প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। কিন্তু কয়েকদিন থেকে চট্টগ্রামে একটানা বৃষ্টি হচ্ছে।
আবহাওয়াবিদদের মতে, চট্টগ্রামে আজ সকালে আবহাওয়া ঠিক থাকলেও বিকালের দিকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ক. প্রাকৃ তিক ভূ গোল কী?
খ. জড় পরিবেশ বলতে কী বোঝায়?
গ. আবহাওয়াবিদদের ধারণাকৃ ত বিষয়টি প্রাকৃ তিক ভূ গোলের কোন শাখায় আলোচনা করা হয়- ব্যাখ্যা করো।
ঘ. উক্ত শাখাটি পাঠের মাধ্যমে আমরা কোন কোন বিষয় সম্পর্কে ধারণা পেতে পারি- বিশ্লেষণ করো।

২ : শিক্ষক ছাত্রকে একটি বিষয় সম্পর্কে বর্ণনা করতে বললেন যে বিষয়ের প্রধান কাজ কার্যকরণ উদঘাটন করা। বিষয়টি সকল প্রকৃ তি বিজ্ঞানের জননী।
ক. Geography শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
খ. মানব ভূ গোলের আলোচ্য বিষয় ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের বিষয়টির মানবিক শাখাগুলো ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের আলোচ্য বিষয়ের প্রধান কাজ কার্যকরণ উদঘাটন করা— যুক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।

৩ : দৃশ্যকল্প-১: মন্টি মানচিত্রের সাহায্যে এশিয়ার পাহাড়, পর্বত, মালভূ মি ও সমভূ মি সম্পর্কে জানতে পারল। দৃশ্যকল্প-২: মন্টি দেখল কিছু মানচিত্রে
বিভিন্ন দেশ ও রাষ্ট্রের সীমানা, ঐতিহাসিক স্থান দেখানো হয়েছে।
ক. প্রাকৃ তিক মানচিত্র কাকে বলে?
খ. মানচিত্রের মাধ্যমে কীভাবে বিশ্বকে জানা যায়?
গ. দৃশ্যকল্প-১ এ মন্টি কোন ধরনের মানচিত্র দেখেছে? ব্যাখ্যা করো।
ঘ. দৃশ্যকল্প-২ এ মন্টির দেখা মানচিত্রের ধরন বিশ্লেষণ করো।

৪ : রফিক সাহেব পৈতৃ কসূত্রে বহু জায়গা জমি পেয়েছেন। কিন্তু তার জমির কিছু অংশ বেদখল হয়ে যাওয়ায় তিনি এক ধরনের মানচিত্রের সাহায্যে তার
জমিগুলোর সীমানা সঠিকভাবে চিহ্নিত করতে চান।
ক. ‘GPS’ এর পূর্ণরূপ কী?
খ. মানচিত্রে স্কেলের গুরুত্ব ব্যাখ্যা কর।
গ. রফিক সাহেবের জন্য কোন ধরনের মানচিত্র প্রয়োজন আলোচনা কর ।
ঘ. রফিক সাহেব উক্ত কাজের জন্য প্রাকৃ তিক বিষয়ক মানচিত্র ব্যবহার করতে পারবেন কি? তোমার মতামত ব্যক্ত কর।

৫. নিচের চিত্রটি দেখে প্রশ্নগুলাের উত্তর দাও :

ক. উত্তর গােলার্ধে বড় দিন কোনটি?


খ. অধিবর্ষ বলতে কী বােঝায়?
গ. ‘W’ অবস্থানে দিনরাত্রির কী ধরনের পরিবর্ত ন হবে ব্যাখ্যা কর।
ঘ. পৃথিবীর পরিক্রমণকালে ‘W’ এবং X’ অবস্থানে কি একই
ধরনের ঋতু পরিলক্ষিত হয়? বিশ্লেষণ কর।

৬ : কিছুদিন পূর্বে ফিলিপাইনে ভূ মিকম্প সংঘটিত হয়। CNN প্রতিবেদন অনুযায়ী ভূ মিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূ পৃষ্ঠ থেকে ৬১৬ কি.মি. গভীরতায়।
এছাড়া ফিলিপাইনে ১৯৯০ সালে বড় ধরনের একটি ভূ মিকম্প হয়েছিল, যাতে প্রায় ১,৬২১ জন লোক মারা যায়।
ক. কোন শিলা রূপান্তরিত হয়ে কোয়ার্ট জাইট উৎপন্ন হয়?
খ. ভূ -পৃষ্ঠের আকস্মিক পরিবর্ত ন ব্যাখ্যা করো।
গ. ফিলিপাইনে যে ঘটনাটি ঘটল এ ধরনের ঘটনার কারণ ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের ঘটনাটির ফলাফলের ভয়াবহতা কী হতে পারে বলে তু মি মনে করো ।

৭. নিচের চিত্রটি দেখে প্রশ্নগুলাের উত্তর দাও :


ক. চন্দ্র কী?
খ. মঙ্গল গ্রহের বৈশিষ্ট্য লেখ।
গ. ‘P’ চিহ্নিত গ্রহটি জীবের জন্য বসবাস উপযােগী কেন? ব্যাখ্যা
কর।
ঘ. Q' ও 'R' চিহ্নিত গ্রহ দুটির বৈশিষ্ট্যের তু লনামূলক বিশ্লেষণ কর।

৮ : শাওন গত বছর আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গিয়েছিল। সে জিপসামের তৈরি একটি শো পিস এবং তার ছোট বোনের জন্য লেখার স্লেট ও খেলার
জন্য মার্বেল কিনেছিল।
ক. সুপ্ত আগ্নেয়গিরি কী?
খ. ভু ত্বক কেন কঠিন আকার ধারণ করেছে?
গ. শাওনের ছোট বোনের জন্য কেনা জিনিগুলোর গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো।
ঘ. শাওনের কেনা শোপিসটি যে শ্রেণির শিলা দ্বারা গঠিত হয় তার অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো।

৯ : অনেকেই রেললাইনে প্রাপ্ত কঠিন পাথরকে শিলা বলে। কিন্তু প্রকৃ তপক্ষে কঠিন, কোমল, বালি, কাদা সবই শিলার অন্তর্গত। অর্থাৎ পৃথিবী যেসব
উপাদান দ্বারা গঠিত তাদেরকেই শিলা বলা হয় । অর্থনৈতিক দিক থেকে শিলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক. শিলা কাকে বলে?
খ. শিলার প্রকারভেদ লেখো।
গ. আগ্নেয় শিলা ও পাললিক শিলার পার্থক্য তু লে ধরো।
ঘ. আলোচ্য বিষয়টির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো।

১০ : সিফাত বিকাল বেলায় পদ্মার চরে ঘুরতে গেল। পেপার পড়ে সে জানতে পারে গঙ্গা নদীতে বাঁধ দেওয়ায় পদ্মার পানি সব সময় এক রকম থাকে এবং
কিছু শাখা নদী ভরাট হয়ে গেছে। ক. বাংলাদেশের উত্তরের
পাহাড়গুলো স্থানীয়ভাবে নামে পরিচিত?
খ. বাংলাদেশের জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বলা হয় কেন?
গ. পদ্মা নদীর গতিপথ বর্ণনা কর।
ঘ. নদীগুলো ভরাটের কারণ, প্রভাব ও প্রতিকার ব্যাখ্যা কর।

১১ : সাকিব, নাঈম, তনয় তিন বন্ধু । সাকিব এর বাড়ি পার্বত্য চট্টগ্রামে। নাঈমের নিজবাড়ি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। সে তনয় এর বাড়ি দেশের
উত্তর-পশ্চিমাঞ্চলে বেড়াতে গিয়ে এক বিশেষ প্রকৃ তির ভূ মিরূপ দেখতে পেল।
ক. নদীমাতৃ ক দেশ কাকে বলে?
খ. একই জমিতে বিভিন্ন ধরনের শস্য আবাদ করার প্রক্রিয়া ব্যাখ্যা করো।
গ. নাঈমের নিজ এলাকায় কোন ধরনের ভূ প্রকৃ তি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো।
ঘ. সাকিব ও তনয়ের এলাকায় ভূ প্রকৃ তির মধ্যে কোনটি কৃ ষিকাজের জন্য অনুকূ ল? মতামত দাও।

You might also like