You are on page 1of 2

১ : 

আরিফ, আসিফ ও জাহিদের মধ্যে পৌরনীতি ও নাগরিকতা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। আরিফ বলল, আমাদের দেশ সৃষ্টি হয়েছে এক অসাধারণ
শক্তির মাধ্যমে, যার কোনো তু লনা হয় না। এর জন্য আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারছি। আসিফ বলল যে, আগে মানুষ অরাজকতাপূর্ণ ও দুর্বিষহ
পরিবেশে বসবাস করত। তা থেকে মুক্তির জন্য ও শান্তিতে বসবাস করার জন্য আলোচনা ও চু ক্তির মাধ্যমে তারা রাষ্ট্র গঠন করেছে। জাহিদ বলল,
“তোমাদের এই ধারণা ভু ল। রাষ্ট্র একদিনে সৃষ্টি হয়নি। ধীরে ধীরে অনেক পরিস্থিতির কারণে সৃষ্টি হয়েছে। এটি নানা নিয়ম-নীতির ফল।”
ক. পরিবার কী?
খ. সমাজের সাথে মানুষের সম্পর্ক ব্যাখ্যা করো।
গ. আরিফের বক্তব্যটি রাষ্ট্র সৃষ্টির কোন মতবাদকে নির্দে শ করে? ব্যাখ্যা করো।
ঘ. আসিফ ও জাহিদের বক্তব্যটির মধ্যে কোনটিকে অধিকতর গ্রহণযোগ্য বলে মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

২. ক ও খ রাষ্ট্রের অবস্থান পাশাপাশি। ক' রাষ্ট্র তার পার্শ্ববর্তী দুর্বল রাষ্ট্র


‘গ’ কে যুদ্ধে পরাজিত করে দখল করে নেয়। ‘খ’ রাষ্ট্র তার পার্শ্ববর্তী
অর্থনৈতিকভাবে দুর্বল রাষ্ট্রগুলােকে পারস্পরিক সহযােগিতা দানের
মাধ্যমে কালক্রমে সকলে মিলে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়।
ক. দার্শনিক উঁ্যা জ্যাক রুশাে রাষ্ট্র সৃষ্টির কোন মতবাদের প্রবর্ত ক
ছিলেন?
খ. রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি? ব্যাখ্যা কর।
গ. ‘ক’ রাষ্ট্র কর্তৃ ক ‘গ’ রাষ্ট্রকে দখল করে নেওয়া রাষ্ট্র সৃষ্টির যে
মতবাদকে সমর্থন করে তার ব্যাখ্যা দাও।
ঘ. ‘খ’ রাষ্ট্রের শক্তিশালী রাষ্ট্রে পরিণত হওয়ার পেছনে যে মতবাদের
ধারণা রয়েছে সেটিই অধিক গ্রহণযােগ্য মতবাদ- বিশ্লেষণ কর।

৩: ‘ক’ ইউনিয়নে প্রায় ৮০% লোক শিক্ষিত। উক্ত ইউনিয়নের নির্বাচনে নাগরিকগণ ‘X’ ও ‘Y’ ব্যক্তির মধ্য থেকে ‘X’ ব্যক্তিকে সৎ ও যোগ্য বলে
চে য়া রম্যা ন নির্বা চিত করে । চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ‘X’ ব্যক্তির এলাকার একটি বিদ্যালয়ে একজন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তাঁর ভাইয়ের
ছেলে প্রার্থী হলেও যোগ্য প্রার্থীকে অগ্রাধিকার দিয়ে তিনি নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করেন।
ক. প্রায় কত বছর পূর্বে প্রাচীন গ্রিসে নাগরিক ধারণার উদ্ভব হয়?
খ. দ্বৈত নাগরিকতা কী? ব্যাখ্যা করো।
গ. ‘ক’ ইউনিয়নের নাগরিকদের মধ্যে কোন ধরনের কর্ত ব্যপরায়ণতা লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
ঘ. ‘X’ ব্যক্তি সুনাগরিক— সত্যতা যাচাই করো।

৪ : পিযুশ চক্রবর্তী কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করে কানাডা চলে যান। তিনি কানাডার ভাষা শিখে সরকারি চাকরিতে যোগদান করে সততার পরিচয়
দেন। তার আবেদনের প্রেক্ষিতে কানাডার সরকার তাকে নাগরিকত্ব প্রদান করে। বাংলাদেশ থেকে কানাডায় বিমানে যাওয়ার পথে কানাডার আকাশসীমার
মধ্যে তার স্ত্রীর রাহুল নামে একটি পুত্র সন্তানের জন্ম হয়।
ক. বাংলাদেশের জাতীয় সংসদ কর্তৃ ক গৃহীত তথ্য অধিকার আইনটি কত তারিখে রাষ্ট্রপতির সম্মতি লাভ করে?
খ. নাগরিকের অধিকার বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. রাহুল কোন দেশের নাগরিক হবে? ব্যাখ্যা করো।
ঘ. পিযুশ চক্রবর্তী কি শুধু কানাডারই নাগরিক? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

৫ : জনাব হায়দার আলী একজন সরকারি কর্মকর্তা। তিনি গত অর্থবছরে তার অর্পিত আয়ের ওপর ৩,০০০ টাকা আয়কর পরিশোধের জন্য আয়কর
রিটার্ন দাখিল করেন। অন্যদিকে তার বন্ধু তামিমুল ইসলাম নিজ যোগ্যতাবলে সোনালী ব্যাংকের ‘সিনিয়র অফিসার’ পদে যোগদান করেন। তিন বছর পর
তিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে গাজীপুরে একটি প্লট ক্রয় করেন। সম্প্রতি অনুষ্ঠিত পৌরসভার নির্বাচনে তিনি নিজ এলাকায় গিয়ে ভোট প্রদান করেন।
ক. অনুমোদন সূত্রে নাগরিকতা কাকে বলে?
খ. সুনাগরিক হওয়ার জন্য বুদ্ধি প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।
গ. জনাব হায়দার আলী কোন ধরনের আইনগত কর্ত ব্য পালন করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. অনুচ্ছেদে বর্ণিত নাগরিকতার দুটি দিক একে অপরের পরিপূরক— উক্তিটি বিশ্লেষণ করো।

৬. জনাব ‘ক’ একজন প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে চট্টগ্রাম বিভাগের একটি জেলায় একটি খেলার মাঠ এবং শিল্পকলা একাডেমির দুটি নতু ন
ভবন নির্মাণে সরকারি সহায়তা প্রদান করেন। অন্যদিকে জনাব ‘খ’ স্থানীয় উপজেলা প্রশাসনের প্রধান কর্মকর্তা হিসেবে ঐ জেলার আদর্শ কৃ ষকদের মাঝে
বীজ, সার, কীটনাশক বিতরণের ব্যবস্থা করেন এবং জমির রাজস্ব সঠিকভাবে আদায় করেন। জনাব ‘খ’ তার সকল কাজের জন্য জনাব ‘ক’-এর নিকট
জবাবদিহি করেন।

ক. যুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে?


খ. প্রশাসনকে রাষ্ট্রের হৃৎপিণ্ড বলা হয় কেন? বুঝিয়ে লিখ।
গ. জনাব ‘ক’ কোন প্রশাসনের প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন? ব্যাখ্যা কর।
ঘ. জনাব ‘খ’ সংশ্লিষ্ট কর্মকর্তা হিসেবে উদ্দীপকে বর্ণিত কাজগুলো ছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন। তোমার মতামত দাও।
৭ : মিতু এমন একটি সরকার ব্যবস্থা সম্পর্কে জ্ঞান লাভ করলো যেখানে শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। নির্বাচিত দলের
আস্থাভাজন ব্যক্তি হন সরকারপ্রধান। এই সরকারের দোষের চেয়ে গুণ বেশি। এখানে সরকারপ্রধান গুরুত্বপূর্ণ ক্ষমতা ও কার্যাবলি সম্পাদন করেন।
ক. অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র কত প্রকার?
খ. গণতান্ত্রিক রাষ্ট্র কাকে বলে? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লেখিত সরকারের গুণাবলির বর্ণনা দাও।
ঘ. উল্লেখিত সরকারপ্রধানের ক্ষমতা ও কার্যাবলি বিশ্লেষণ কর।

৮. শিল্পীদের পরিবার একটি যৌথ পরিবার। এ পরিবারের প্রধান হলেন শিল্পীর দাদা মোজাম্মেল হক। তাকে সবাই সম্মান ও শ্রদ্ধা করেন। কিন্তু তাদের
পরিবারের সকল কার্যাবলি পরিচালনা করেন তার বাবা আমজাদ হোসেন। তার আদেশেই পরিবারের সদস্যরা তাদের কার্যাবলি সম্পাদন করে থাকেন।
ক. বাংলাদেশের সরকার প্রধান কে?
খ. বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন? ব্যাখ্যা কর।
গ. শিল্পীর দাদা বাংলাদেশের সরকারব্যবস্থায় কার প্রতিনিধিত্ব করছে? তার স্বরূপ তু লে ধর।
ঘ. শিল্পীদের পরিবারটি বাংলাদেশের শাসন বিভাগের প্রতিচ্ছবি-বিশ্লেষণ কর।

৯ : বাংলাদেশের জাতীয় নির্বাচনে ‘ক’ ও ‘খ’ ব্যক্তি ঢাকার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে কু শল
বিনিময় করেন। এছাড়াও নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে মিটিং, মিছিল কর্মসূচি পালন করেন। নির্বাচনে ভোটারগণ ‘খ’ ব্যক্তিকে সৎ, যোগ্য মনে করে
ভোট দিয়ে জয়যুক্ত করেন।
ক. কোন শাসনব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য?
খ. রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কী? ব্যাখ্যা করো।
গ. ‘খ’ ব্যক্তি কোন পদ্ধতিতে নির্বাচিত হন? ব্যাখ্যা করো।
ঘ. নির্বাচনে ‘ক’ ও ‘খ’ ব্যক্তির কাজগুলোর মধ্য দিয়ে রাজনৈতিক দলের কোন প্রধান কাজের প্রতিফলন ঘটেছে? উত্তরের পক্ষে যুক্তি প্রদর্শন করো।

১০. আমজাদ সাহেব একটি রাজনৈতিক দলের সক্রিয় সদস্য। তাঁর দল বিভিন্নভাবে ক্ষমতাসীন দলের গঠনমূলক সমালোচনা করে এবং বিভিন্ন
রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে। জনগণের সমর্থন আদায়ের মাধ্যমে তাঁর দল সরকারের ভু লত্রুটি জনগণের সামনে তু লে ধরে এবং পরবর্তী নির্বাচনে
বিজয়ী হয়ে সরকার গঠনের চেষ্টা করে। ক. নির্বাচন কত প্রকার?
খ. গোপন ভোটদান পদ্ধতি ব্যাখ্যা কর।
গ. আমজাদ সাহেবের দলের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা কর।
ঘ. গণতন্ত্রের বিকাশে আমজাদ সাহেবের দলের ভূ মিকা বিশ্লেষণ কর।

১১. মনির হোসেন একটি সংগঠনের সদস্য। তার সংগঠন বিভিন্নভাবে সরকারের সমালোচনা করে, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে। সংগঠনটির
উদ্দেশ্য সরকারের ভু লত্রুটি জনগণের সামনে তু লে ধরা এবং আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করা।
ক. রাজনৈতিক দল কী?
খ. চাপসৃ ষ্টি কারী গো ষ্ঠী বলতে কী বো ঝা য় ?
গ. উদ্দীপক অনুসারে মনির হোসেনের সংগঠনটি কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা কর।
ঘ. মনির হোসেনের সংগঠনটি কীভাবে জনগণের অধিকার নিশ্চিত করতে পারে? মতামত দাও।

You might also like