You are on page 1of 80

NPCD 2022

- OUR BUSINESS -
24 July 2022
নিপপন পেইন্ট (বাংলাদেশ)
প্রাইভেট লিমিটেড
পরিচিতি
নিপপন পেইন্ট
Private and Confidential

নিপপন পেইন্ট

As The Coatings Expert, and with innovation as our


core, we push the boundaries of coatings, bringing
forward coatings solution for multi-surfaces,
multi-segments and multi-industries, in line with
our claim as the :

নিপপন পেইন্ট, জাপানের ওসাকায় স্থাপিত হয় ১৮৮১ সালে। এটা এখন


এশিয়ার এক নাম্বার কোটিংস উপাদনকারী প্রতিষ্ঠান যা এর ১৪২ বছরের ঐতিহ্য
Professional Total Coating Solutions
ধারন করে বিশ্বের ৩৫টি দেশে ব্যবসা করছে। Provider
আমাদের বিজনেস ফিল্ড

● DECORATIVE PAINTS ● WATERPROOFING ● FLOORING ● SEALANT, ADHESIVE & FILLERS ●

● NEW BUILT ● HASSLE-FREE MAINTENANCE SERVICE ●


আমাদের অবস্থান

বিশ্বে #৪ এশিয়াতে #১

Classification: Nippon Paint - Public


Nippon Paint Malaysia Group (M Group)
55
YEARS OF GROWTH
2014
2015

ESTABLISHED SINCE ME 2015


21 Dec 1967 2019

10 COUNTRIES
Malaysia, Pakistan, Bangladesh, Thailand, Philippines, Indonesia,
Middle East, Turkey, Egypt & Kazakhstan

>13,000 EMPLOYEES
>1.2 BILLION POPULATION
REVENUE
USD 1.3 BILLION
24 MANUFACTURING FACILITIES 2020
2012
Malaysia - 8, Pakistan - 1, Bangladesh - 1, Thailand - 1,
Philippines - 1, Indonesia - 4, Middle East- 1, Turkey + Egypt - 7
2006
PRODUCTION CAPACITY 1967
>100 million LITRES 2014
ASIA’S NO. PAINTS AND COATINGS COMPANY
2019 2019 2017 2014
Egypt Turkey Myanmar UAE

1st factory and 2012


Sri Lanka
headquarters in Singapore
1977 1994 2006
Korea Vietnam India 2011
Bangladesh

1976
Philippines 1992 2004 2007
1962 China Taiwan, China Pakistan
1967
Singapore Thailand
1970 2023:
Hong Kong, China
1967 1969 Here we are today in
Malaysia Indonesia 35 geographical
locations.
Strengthening Business through Merger & Acquisition
2017 2019 2020 2021 2022

Established since Selleys, an Australian Betek Boya is a Full Integration and No.1 player in the Strong market Established in 1997, JUB manufactures
1925, Dun Edwards brand has been the market leader in the Acquisition of Malaysian SAF positions in CMI is a reputable and sells decorative
Paints is one of the market leader for Turkish decorative Indonesia business. market. Established decorative coatings manufacturer and paints, External
leading more than 80 years. paint for PT Nipsea, which is in 2022, V-tech has in its core markets of distributor of Thermal Insulation
manufacturers and Selleys growth in construction market the largest paint expanded its France, Italy, Spain cementitious dry- Composite Systems
distributors for world markets is with 25% market producer that business to more and Portugal. mixed prepacked (ETICS) and other
paints and painting already evident with share. It is also a dominates both the than 70 countries European platform additives, skim coat, paint-related
supplies in America. major trade leading player in the decorative & worldwide, mainly in with scale for future plasters, tile products in Central
It has more than 150 extending in to Asia. Turkish External automotive segments South-East Asia. growth adhesives, and Eastern Europe.
store locations Thermal Insulation becomes a subsidiary waterproofing and
throughout Composite Systems of Nippon Paint. technical mortars.
Southwest today. (EICS) with 30%
market share.

Decorative Coatings Decorative Coatings


Decorative Coatings SAF Decorative Coatings SAF Decorative Coatings Dry Mix
& ETICS & ETICS
OUR ICONIC PROJECTS ACROSS ASIA
National Bird Nest Stadium, Beijing Umeda Sky Building,
Osaka

Architectural,
Professional & Trades
Nippon Paint’s inventive coatings
The Sports Hub,Singapore solutions and high-performance Lotus Temple, New Delhi
products offer urban landscapes
a variety of durable and weather-
resistant options
Business Integration through Strategic Business Partnership

TCCS - Providing our customers a one stop service with compatible


solutions from bare concrete surfaces to the finishing

Architectural Protective Flooring Waterproofing


Coatings Coatings Solutions Solutions

Interior Conventional Coatings Industrial Flooring Sheet Membrane


Exterior Heavy-Duty Coatings Commercial Flooring Liquid Membrane
Glass Carpark Flooring Cementitious
Metal Membrane
Road
Roof
Tiles & Ceramic Services
Wood
Sealants, Drymix Refurbishment
Adhesive & Filler Solutions Solutions
Solutions
Plastering / Rendering Re-painting
Skim Coating Re-waterproofing
Floor Screeding Re-flooring
Tiling
Chemical Additives
Grouting
Bonding Agents &
Accessories
Manufacturing Facilities & Depots

Manikgonj Factory details:


- 76km from Dhaka City towards North West
- 2 hours drive from Dhaka City
- 8.5 acres of land
- Annual capacity of 18,000MT
(current production output is around 14,600MT as at 2022)

Distribution center & Sales Offices: Dhaka, Chittagong, Bogra, Khulna, Sylhet, Cumilla, Barishal & Mymensing
Products Range: Decorative Paints, Protective Coatings, Marine coatings and Coil Coatings
Dealers & CCM: More than 2000 dealers & 600 CCM
Why Do We Paint?
1. Decorative Purpose
- To create the beauty to the constructions
- To build up a variety environment for the living

2. Protection
Exterior Wall - Weather, Efflourescent, Algae Growth, Peeling, Dirt Pick Up, etc
Interior Wall – Washable, Fungus & Bacteria Growth, Volatile Organic Content, etc
Steel Surface – Corrosion, Immersion, Acid Fumes, Heat

3. Special Effects
Luminous Effects – Safety Purposes
Intumescent – Fire Retardant
Anti-Fouling – Cost Saving
Classification of Paint

Conventional

Emulsion Enamel
Water-Based, Matt Finish Solvent-Based, Gloss Finish
Basic Components of Paint
4 Major Elements
Binder/ Solvent/
Generic Thinner

Pigments Additives
আমাদের প্রধান পণ্যসমূহ
Basic Painting System
Surface Preparation
Curing, cleansing, blasting Smoothening

Priming/Sealing
Sealer/Primer Conventional Specialized Heavy Duty

Top Coats
Conventional Heavy Duty
প্রিমিয়াম মিড রেঞ্জ ইকোনমি

5300!
সিলার/প্রাইমার

পরে পরে পরে

বা
ইন্টেরিয়র পেইন্ট

টপকোট

বা বা বা বা
প্রিমিয়াম মিড রেঞ্জ ইকোনমি

5300!
সিলার/প্রাইমার

পরে পরে
এক্সটেরিয়র পেইন্ট

Or বা বা
টপকোট

বা বা
Premium Mid Range Economy

RED OXIDE RED OXIDE


PRIMER PRIMER
5300!
Primer (Metal)

Or Or RED OXIDE
PRIMER
Wood & Metal

EA9 EA9
RED OXIDE RED OXIDE
PRIMER PRIMER
Topcoat (Wood & Metal)
• প্রিমিয়াম পণ্য

• ইনোভেটিভ পণ্য
প্রিমিয়াম পণ্য
From the House of

Nippon Paint
Premium Products- ওয়েদারবন্ড সোলারিফলেক্ট

“Key Features”
• সান ব্লক প্রযুক্তি
• অতি-বেগুনী রস্মি প্রতিরোধক, ফলে দেয়ালের রঙ নতু নের মত থাকে বছরের পর বছর Cools
Reflects
Houses
Heat
• পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমায়
• সবচেয়ে প্রিমিয়াম এক্সটেরিয়র পণ্য
• একমাত্র এক্সটেরিয়র গ্রিন প্রোডাক্ট
• ১০ বছরের পারফরম্যান্স
Nippon WEATHERBOND SOLAREFLECT
X brand
Reduces heat

Nippon Spot-less
Thermographic Measurement using SRC

A study done by Professor Matsuo of Tokyo University, Japan.

Thermographic Measurement shows significant


temperature reduction after using SRC
Premium Products- ওয়েদারবন্ড ডার্ট শিল্ড

“Key Features”
• ধুলো ও ময়লার বিপক্ষে দেয় Superior protection
• এন্টি কার্বনেশন ফরমুলা
• বৈরি আবহাওয়া থেকে সুরক্ষা দেয় 7 years
• ফাঙ্গাস, ফ্লেকিং, শেওলা থেকে সুরক্ষা দেয় protection Anti-
• লেড ও মার্কারি নেই carbonation
• অতি-বেগুনী রশ্মি সুরক্ষা দেয় Formula
• পরিবেশ বান্ধব
7 years
protection Anti-
carbonation
Formula
Premium Products- স্পট-লেস প্লাস

“Key Features”
নিপপন স্পট-লেস প্লাস শিশুদের ঘর, শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র, স্কুল, হাসপাতাল, রেস্টুরেন্ট, কনভেনসন হল, তারকা সম্পন্ন
হোটেল এবং আরও বহু জায়গায় ব্যবহার করার জন্য বিশেষ উপযোগী
স্পট-লেস প্লাস ব্যবহারে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও জীবাণু জন্মাতে পারে না
স্পট-লেস প্লাস ঘরের ভেতর একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করে Stai Anti-

স্পট-লেস প্লাস এর বিশেষত্ব: n


Rep
Viral
&
Anti-
• Anti-Viral and Anti-Bacterial technology elle Bacte
nt rial

• Excellent Stain Repellent


• Excellent Wash ability
• Ultra Low Odour
• Ultra Low VOC
Beading Effect of Spot-Less Plus
Ink Sauce Coffee Tea Green Tea Wine

Painted
With
Brand
X

Painted
With
Nippon
Spot-Less Plus
Premium Products- কিউ-গ্লো

“Key Features”
হাই সিন ফিনিসের
রাজসীক ভাব ঘরের দেয়ালকে
দেয় অপরিসীম সৌন্দর্য

• খুবই হাই সিন ও ওয়াশেবল


High sheen & Majestic
• ছত্রাক জন্মানো থেকে দেয়ালকে রক্ষা করে Velvet Finish
• সীসা ও ফরমালিন মুক্ত থাকার কারনে পরিবেশবান্ধব
Premium Products- ইজিওয়াশ

“Key Features”
• হাই ওয়াশেবল
• ক্লাসিক Egg Shell ফিনিস
• রং টিকে থাকে দীর্ঘদিন
• কালার প্রটেকশন প্রযুক্তি Highly
• প্রায় গন্ধহীন ও পরিবেশবান্ধব
Washable
38
কিউ-ল্যাক (প্রিমিয়াম গ্লস এনামেল পেইন্ট)
Q-Lac গ্লস ফিনিশ হল একটি Oil-Based অ্যালকাইড এনামেল। এটি প্রয়োগ করা সহজ
এবং একটি মসৃণ ও শক্ত পেইন্ট ফিল্ম গঠন করে। যার চমকার ৎ ছত্রাক প্রতিরোধ ক্ষমতা
রয়েছে এবং স্থায়িত্ব থাকে দীর্ঘদিন।

“Key Features”

• সহজে প্রয়োগ করা যায়


• একটি মসৃণ, শক্ত পেইন্ট ফিল্ম গঠন করে
• চমৎকার গ্লস এবং স্থায়িত্ব
• ছত্রাক প্রতিরোধ ক্ষমতা
•কাঠে এবং মেটাল সারফেসে ব্যবহারযোগ্য

39
মিড-রেঞ্জ পণ্য
From the House of

Nippon Paint
ম্যাটেক্স গোল্ড
নিপ্পন পেইন্ট ম্যাটেক্স গোল্ড হল একটি প্রিমিয়াম এক্রাইলিক ইমালসন যা অভ্যন্তরীণ
দেয়ালে একটি মসৃণ চকচকে ফিনিশ প্রদান করে। এটি চমকার কভারেজ সরবরাহ করে,
ভাল ধোয়ার ক্ষমতা রাখে এবং কম VOC আছে, তাই একটি স্বাস্থ্যকর বাড়ি বজায়
রাখে।

“Key Features”

• ভাল কভারেজ এবং হাইডিং ক্যাপাসিটি


• সুদৃঢ় বিল্ড কু য়ালিটি
• সীসা এবং পারদমুক্ত
• টেকসই
• শিন ফিনিশ

42
কিউ- শিল্ড এক্সট্রা
Q-Shield Extra হল একটি পানিবাহিত অ্যাক্রিলিক ভিত্তিক ইমালসন পেইন্ট যাতে সীসা এবং
পারদমুক্ত। এটি বিশেষভাবে বাইরের দেয়ালের জন্য তৈরি করা হয়। এটি ময়লা কম ধরে এবং
প্রতিকু ল পরিবেশে দীর্ঘদিন টিকে থাকে।

“Key Features”

• চকিং এবং ফ্লেকিং প্রতিরোধ করে


• সীসা, পারদ এবং ভারী ধাতু মুক্ত
• কঠোর আবহাওয়ার বিরুদ্ধে টিকে থাকে দীর্ঘদিন
• ছত্রাক এবং শেত্তলাগুলি প্রতিরোধী
• SIRIM দ্বারা মালয়েশিয়ান স্ট্যান্ডার্ড MS 134:1989-তে অনুমোদিত

43
ইনোভেটিভ প্রোডাক্টস
From the House of

Nippon Paint

44
Innovative Products- টিম্বার ফিনিস
“Key Features”
• এলকিড PU বেজ
• চমৎকার আবহাওয়া সহনশীল তাই বাহিরেও লাগানো যায়
• হাই গ্লস
• টেকসই ও নমণীয়
• ঘষার দাগ পরে না

45
46
Timber Finish
Innovative Products- স্লেইট ফিনিস
“Key Features”
• Ultra Violet Ray প্রতিরোধক
• সহজেই প্রয়োগ করা যায়
• ঘষা/মাজার দাগ প্রতিরোধক
• আবহাওয়া ও ফাঙ্গাস প্রতিরোধক
• গ্লস ও স্যাটিন

48
Nippon SLATE FINISH
Protect & beautify Natural Stone Finish

• UV Resistance
• Anti-Scratch
• Anti-Fungus
• Wet-Look
Nippon SLATE FINISH

Protect & beautify Natural Stone Finish


Innovative Products- হাইকোট 51 WT
“Key Features”
• টাইলেস-এর ম্যাজিক প্রাইমার
• গন্ধহীন
• ওয়াটার-বেজড

51
Nippon HYCOTE 51 WT
Magic Sealer
Newly Launched
“টাইলস রং করার সিলার”
• ২ প্যাক কম্পনেন্ট
• পুরোনো টাইল্‌স না তু লেই দিন নতু ন লুক
Nippon HYCOTE 51 WT
Magic Sealer

Before After
Innovative Products- Water Repellent
Solution “Key Features”
“ক্লিয়ার কোট যা পানি ঢু কতে দেয় না”
• বাতাস যাতায়াত করতে পারবে
• ইট ও কংক্রিটে সরাসরি লাগানো যায়
• ইন্টেলিজেন্ট কোটিং
• ৯% সিলিকা

54
Why do we need it?
Selleys RP7

Lubricant Spray

RP7 একটি মাল্টি পারপাস লুব্রিকেটিং এবং পেনেট্রেটিং স্প্রে

• পানি ডিস্প্লেস করে (পানির লেয়ার সরিয়ে দেয়)


• ক্ষয় প্রতিরোধ করে
• মরিচা পড়া অংশ আলগা করে
• স্কু ইক্স বা (যন্ত্রপাতি, আসবাব, দরজার কোণা থেকে আসা) চিঁ চিঁ শব্দ বন্ধ করে
• RP7 আর্দ্রতার কারনে ক্ষয় হয়ে যাচ্ছে এমন সারফেসকে রক্ষা করতে প্রতিরক্ষামূলক আবরণ প্রদান করে
• এটি বাড়িঘর, অটোমোটিভ, মেরিন, ফার্ম, ইন্ডাস্ট্রিয়াল ও বিল্ডিংয়ে ব্যবহার উপযোগী।
RP7 300g RP7 150g
(422ML) (211ML)
Selleys RP7

Lubricant Spray বাসা-বাড়ির ক্ষেত্রে RP7 এর ব্যবহারঃ

• পার্মানেন্ট মার্কারের দাগ দূর করে, চু ইংগাম তু লতে সাহায্য করে


• কাঠের আসবাবপত্র পলিশ করে নতু নের মত চেহারা এনে দেয়
• চু লা এবং টাইলস থেকে তেল চিটচিটে হলুদাভ দাগ পরিষ্কার করে
• জং হয়ে আটকে যাওয়া নাট-বল্টু , স্ক্রু খুলতে সাহায্য করে
• সিরামিক, টাইলস, আসবাবপত্র ইত্যাদির ময়লা এবং দাগ দূর করে
• ব্যগের শক্ত হয়ে যাওয়া জিপার/ চেইন স্মুদ করে খুলতে সহজ করে
• রান্নাঘরের সিঙ্ক, বেসিন এবং কলের পানির ছোপ ছোপ দাগ দূর করে
• পানির বোতল, আসবাবপত্র, বাগানের টব থেকে আঠালো স্টিকার তু লে ফেলে
RP7 300g RP7 150g
(422ML) (211ML) • বাগান করার সরঞ্জাম এবং অন্যান্য ধাতব সরঞ্জাম থেকে মরিচা প্রতিরোধ করে
• শক্ত হয়ে যাওয়া তালা এবং দরজার কি-হোলগুলিকে স্মুদ করে ও মরিচা অপসারণ করে
• দরজা, আলমিরা, রিভলভিং চেয়ার, টেবিল ড্রয়ার ইত্যাদির কলকব্জা থেকে সৃষ্ট বিরক্তিকর চিঁ চিঁ শব্দ দূর করে
Selleys RP7

Lubricant Spray
এছাড়া বাই সাইকেল ও মোটরসাইকেল এর চেইন লুব করার জন্য RP7 ব্যবহারিত হয়। গাড়ির গ্লাসে
লাগিয়ে দেয়া আঠালো স্টিকার খুব সহজেই তু লে ফেলা যায়। সাইকেল, মোটরবাইক ও গাড়ি ইত্যাদি
পরিষ্কার ও ঘরোয়াভাবে পলিশিং এর কাজে RP7 খুবই কার্যকরী একটি প্রডাক্ট।

RP7 300g RP7 150g


(422ML) (211ML)
Multi usages of RP7
DIY/ Household Industrial Automotive
• Car Workshops
- হাতে ব্যবহার্য মরিচা পড়া
যন্ত্রপাতি লুব্রিকেট করে।
- ইঞ্জনের কভার পরিস্কার করে।
- লম্বা সময় ধরে গরম হতে হতে
শক্ত হয়ে যাওয়া বে হোস স্মুথ
করে।
- এয়ার কোল্ড বেল্ট ঠান্ডা করে।
• প্রস্তুত প্রণালি
• বাগানে ব্যবহার্য যন্ত্রপাতি থেকে - হাতে ব্যবহার্য মরিচা পড়া যন্ত্রপাতি লুব্রিকেট
মরিচা সরাতে সাহায্য করে। করে। • Motorbike Workshops
• অটো দরজা, বাগানের জিনিসপ্ত্র, - মেশিন হ্যাচ লুব্রিকেট করে। - প্লাগের আর্দ্রতা অপসারন করে।
দরজার কোণা থেকে আসা শব্দ - চলন্ত মেশিনের অংশ লুব্রিকেট করে।
- চেইন লুব্রিকেট করে।
দূর করে। - মেশিনের গিয়ার/বেল্ট লুব্রিকেট করে।
- RP7 লোহার সরঞ্জামের হাতলে ব্যবহার
- পায়ের প্যাডেল লুব্রিকেট করে ।
করে এগুলোকে মরিচামুক্ত রাখা যায়।
- রাবারের অংশ লুব্রিকেট করে
পেইন্টার ও শপ ম্যানেজার
রেজিস্ট্রেশনের পদ্ধতি

Nippon Paint Bondhu APP


রেজিস্ট্রেশন
নিয়মাবলি:

❑ প্রথমেই গুগল প্লে স্টোর থেকে Nippon Paint Bondhu


App টি ডাউনলোড করতে হবে।
রেজিস্ট্রেশন
নিয়মাবলি:

❑ রেজিস্ট্রেশনের জন্য রকেট অ্যাকাউন্ট থাকা আবশ্যক।


রেজিস্ট্রেশন

নিয়মাবলি:

❑ অ্যাপে একদম উপরের ডান পাশে Eng/বাংলা অপশন


আছে, আপনার সুবিধা মত ভাষা সিলেক্ট করতে হবে।
রেজিস্ট্রেশন

নিয়মাবলি:

❑ “নিবন্ধন করুন” অপশনটি সিলেক্ট করতে হবে।


রেজিস্ট্রেশন

নিয়মাবলি:

❑ এরপর আপনার ১২ ডিজিটের রকেট নাম্বারটি দিয়ে “এগিয়ে


যান” অপশনটি সিলেক্ট করতে হবে।

0168********
রেজিস্ট্রেশন

নিয়মাবলি:
❑ আপনার মোবাইলে এস এম এসের মাধ্যমে একটি OTP
Number যাবে, নির্দি ষ্ট বক্সে বসিয়ে আবার “এগিয়ে যান”
অপশনটি সিলেক্ট করতে হবে।
রেজিস্ট্রেশন

নিয়মাবলি:
সাইফু ল্লাহ

❑ এরপর আপনি কি পেইন্টার নাকি ম্যানেজার তা সিলেক্ট করে


************
অ্যাপে যে তথ্যগুলো চাওয়া হয়েছে সেগুলো নির্দি ষ্ট বক্সে বসিয়ে
“চালিয়ে যান” অপশনটি সিলেক্ট করতে হবে। **************

**************

*********

********

*******
রেজিস্ট্রেশন

নিয়মাবলি:

❑ এরপর আপনার জাতীয় পরিচয় পত্রের ছবি চাওয়া হবে, নির্দে শনা
অনুযায়ী পরিচয় পত্রের ছবি আপলোড করতে হবে।
রেজিস্ট্রেশন

নিয়মাবলি:

❑ আপলোড অপশন সিলেক্ট করার পর আপনার প্রদত্ত সব তথ্য


দেখাবে অ্যাপে, এবার জমা দিতে হবে।
রেজিস্ট্রেশন

নিয়মাবলি:
****
❑ তারপর পাসওয়ার্ড পরিবর্ত নের অপশন থেকে
****
আপনার পাসওয়ার্ড টি নিশ্চিত করতে হবে।
রেজিস্ট্রেশন

নিয়মাবলি:

❑ পাসওয়ার্ড সেট হয়ে গেলে লগিন আইডি অর্থাৎ আপনার


১ ২ ডিজি টের রকেট না ম্বা র ও পাসওয়া র্ড দি য়ে
অ্যাপে লগিন করতে পারবেন। *********
***
****
ইনক্যান টোকেনের টাকা ও লয়্যাল্টি স্কিমের পয়েন্ট পাবার উপায়
নিয়মাবলি:
৩টি উপায়ে নিপপন পেইন্ট বন্ধু অ্যাপে জমিয়ে ফেলতে পারবেন-
• টোকেনের টাকা ও
• লয়্যালটি স্কীমেরপয়েন্ট
- । অ্
যা
পে টোকেনটিস্ক্
ন করা
যা রমা
ধ্মে
য ।

- SMS এর মাধ্যমে

- IVR ফ্রি কলের মাধ্যমে


রেজিস্ট্রেশন
নিয়মাবলি:

❑ রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হবার পর আপনি ইন ক্যান টোকেন স্ক্যান


করার মাধ্যমে আপনার টোকেন মানি জমাতে পারবেন।

❑ নির্দি ষ্ট সময় অন্তর অন্তর আপনার রকেট একাউন্টে কোম্পানি কর্তৃ ক
আপনার পাওনা পরিশোধিত হবে।
নিয়মাবলি:

SMS এর মাধ্যমে ইনক্যান টোকেনের সুবিধা উপভোগ করার জন্য-


● নিপপন পেইন্ট ইনক্যান টোকেনটি বের করলেই পেয়ে যাবেন গোপন নাম্বারটি।

● পরবর্তী SMS এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে আপনার ইনক্যান টোকেনের টাকা ও লয়্যালটি স্কীমের পয়েন্ট।
নিয়মাবলি:
IVR এ ফ্রি কলের মাধ্যমে টোকেনটি রিডিম করার জন্য-
● +৮৮০৯৬১৭৬১২২২২ এই নাম্বারে মিসকল দিন

● এরপর একটি ফিরতি কল পাবেন, কল রিসিভ করে ইনক্যান


টোকেনে পাওয়া গোপন নাম্বারটি ডায়াল করুন।

৫৫০০*********
নিয়মাবলি:

আপনার ডায়াল করা নাম্বারটি যদি সঠিক হয় এবং আপনার রকেট নাম্বারটি যদি
নিপপন পেইন্ট বন্ধু অ্যাপে রেজিস্টার্ড হয়, সাথে সাথেই পেয়ে যাবেন
সফলভাবে রিডিমশনের SMS, যার মাধ্যমে জানিয়ে দেয়া হবে আপনার
একাউন্টে থাকা

● ইনক্যান টোকেন অ্যামাউন্ট ও

● লয়্যালটি স্কীমের পয়েন্ট।


নিয়মাবলি:

- লেনদেনের যাবতীয় তথ্য জানতে পারবেন।


● লয়্যালটি স্কীমের পয়েন্ট।
● ইনক্যান টোকেন অ্যামাউন্ট
রেজিস্টার্ড পেইন্টার রা যে যে সুবিধা পাবেন

- । স্
মগু
কিলো সম্প
র্কে
জানতেপা
রবে
ন।
Thank you!

You might also like